নিজস্ব প্রতিবেদন : প্রতিদিনই কোন না কোন কাজে, সে চিকিৎসা করতে যাওয়া হোক বা ঘুরতে যাওয়া, কাজের জায়গায় যাওয়া হোক অথবা অন্য কিছু, কোটি কোটি মানুষকে ট্রেনের উপর নির্ভরশীল থাকতে হয়। ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে এই বিপুল সংখ্যক যাত্রীদের কথা মাথায় রেখে প্রতিনিয়ত সমস্ত রকম সুযোগ-সুবিধা দেওয়া হয়ে থাকে।
ট্রেনের উপর নির্ভর করে প্রতিদিন যে সকল যাত্রীরা এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন তাদের মধ্যে আবার অনেকেই রয়েছেন যারা দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করেন। দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করার ক্ষেত্রে প্রয়োজন হয় খাবার। কিন্তু অনেক যাত্রীরা রয়েছেন যারা বাড়ির তৈরি খাবার ছাড়া খেতে পছন্দ করেন না। এবার এই সকল যাত্রীদের কথা মাথায় রেখে রেলের তরফ থেকে আনা হচ্ছে নতুন উদ্যোগ।
একেবারে বাড়ির মত খাবার পাওয়ার পাশাপাশি খরচও অনেক কম হবে যাত্রীদের। ট্রেনে বাড়ির তৈরি খাবারের (Homemade Food on Train) জন্য খরচ করতে হবে মাত্র ৭৫ টাকা। ট্রেনে যাতায়াত করা বৈধ যাত্রীরা খুব তাড়াতাড়ি এইরকম একটি পরিষেবা পাবেন বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। রেলওয়ে এমন খাবার অর্ডার করার জন্য একটি নতুন অ্যাপ চালু করতে পারে বলেও সূত্রের খবর। ওই অ্যাপের মাধ্যমে অর্ডার দিয়ে ট্রেনে বসেই যাত্রীরা বাড়ির মত রান্না করা খাবার পেয়ে যাবেন।
আরও পড়ুন ? WB to Sikkim Railway Project: ৮০% কাজ কমপ্লিট! বাংলা টু সিকিম রেলপথে কোন কোন স্টেশন যেতে পারবেন
এমনিতে এখন ট্রেনে বসে বিভিন্ন রেস্তোরাঁর খাবার পাওয়া যায়। আইআরসিটিসির তরফ থেকে এই পরিষেবা দেওয়া হয়ে থাকে। তবে অনেকেই রয়েছেন যারা রেস্তোরাঁর খাবার খেতে পছন্দ করেন না। বহু যাত্রী রয়েছেন যারা দূরপাল্লার ট্রেনে সফর করার সময় হালকা খাবার খেতে পছন্দ করে। সেই সকল যাত্রীদের কথা মাথায় রেখে এমন পরিকল্পনা। এছাড়াও এই পরিকল্পনার মধ্য দিয়ে অনেকেই রয়েছেন যারা নতুন করে রোজগারের পথ দেখবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক রেলের এক আধিকারিক সূত্রে জানা যাচ্ছে, এই পরিষেবাকে বাস্তবায়িত করার জন্য ইতিমধ্যেই ১৯ টি স্বনির্ভর গোষ্ঠী এবং ৪২০০টি টিফিন পরিষেবা সরবরাহকারী বাড়ির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই পরিষেবা শুরু করার ক্ষেত্রে মহিলা স্বনির্ভর গোষ্ঠী, বিধবা অথবা স্বয়ং স্বাবলম্বী মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে। এই পরিষেবার আওতায় প্রথম ধাপে ১৭৯টি রেলস্টেশনকে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে রেলের। এই পদ্ধতির মাধ্যমে বাড়ির তৈরি খাবার অর্ডার করার জন্য অন্ততপক্ষে ৪ ঘন্টা আগে খাবার অর্ডার করতে হবে। আবার যে সকল যাত্রীরা ১২ ঘণ্টা আগে খাবার অর্ডার করবেন তারা খাবারের মেনুতে বিভিন্ন ধরনের অপশন পাবেন।