Eco Friendly Bricks: ঘর থাকবে এসির মত ঠাণ্ডা! গোবর দিয়ে নতুন আবিষ্কার IIT গবেষকদের

Prosun Kanti Das

Published on:

Advertisements

IIT Researchers Invent New Eco Friendly Bricks With Cow dung: তীব্র দাবদাহের জেরে নাজেহাল ভারতের বিভিন্ন রাজ্য। গরম থেকে বাঁচতে বাড়ছে এসির ব্যবহার। এই মুহূর্তে এসি ছাড়া থাকার কথা ভাবতেই পারছেন না দেশের নব্বই শতাংশ মানুষ। কিন্তু এসি কেনা এবং তাকে ব্যবহার করা যথেষ্ট খরচ সাপেক্ষ। মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই খরচ বহন করা সম্ভব হয়ে ওঠে না অনেক ক্ষেত্রেই। এছাড়া রয়েছে পরিবেশ দূষণ হবার সম্ভাবনাও। কিন্তু এই গরম সহ্য করা যাচ্ছে না, তাই গরম থেকে বাঁচার নানা রকম উপায় খুঁজছেন সাধারণ মানুষ।

Advertisements

সম্প্রতি একটি ঘটনায় আশার আলো দেখা গেছে। গরমে আর কষ্ট পেতে হবে না কাউকে এমনি দাবী আইআইটির। আইআইটির বিজ্ঞানীরা এমন এক যুগান্তকারী আবিষ্কার (Eco Friendly Bricks) করেছে, যার ব্যবহারে আপনার ঘর এসির থেকেও ঠান্ডা থাকতে পারে। পরিবেশ দূষণেরও বিন্দুমাত্র সম্ভাবনা নেই। তাই আর আলাদা করে এসি লাগানোর খরচ ওঠাতে হবে না কাউকে। তীব্র দাবদাহের হাত থেকে সমগ্র দেশবাসীকে বাঁচাতে নতুন উদ্যোগ নিল আইআইটি ইন্দোর।

Advertisements

এসি ছাড়াই ঘর এসির মত ঠান্ডা থাকবে, কথাটা শুনে একটু অবাক লাগছে তাই তো? কিন্তু অবাক হওয়ার কিছুই নেই। এমন ঘটনা বাস্তবেই ঘটতে চলেছে আইআইটি ইন্দোরের হাত ধরে। এর আগেও বিভিন্ন রকম অত্যাধুনিক আবিষ্কারের মধ্য দিয়ে পরিচিতির শিখরে ছিল আইআইটি ইন্দোর। সম্প্রতি তারা আরও একটি আকর্ষণীয় আবিষ্কার করেছেন। আইআইটির বিজ্ঞানীরা গোবর দিয়ে এমন একটি ইট (Eco Friendly Bricks) তৈরি করেছেন, যা এক দিকে যেমন সস্তা তেমনি পরিবেশ বান্ধব। এছাড়া গোবরের তৈরি ইট সাধারন ইটের তুলনায় অনেক বেশি ঠান্ডা।

Advertisements

আরও পড়ুন ? Split AC: হাজার হাজার টাকায় ঘরে ঘরে আসছে এসি! কিন্তু এই ঠাণ্ডা করার যন্ত্র টিকে কতদিন

নতুন আবিষ্কৃত এই গোবরের ইট (Eco Friendly Bricks) দিয়ে যদি আপনি বাড়ি বানান, তাহলে খুব স্বাভাবিকভাবে আপনার বাড়ি অত্যন্ত ঠান্ডা থাকবে। আলাদা করে এসি ব্যবহারের কোন প্রয়োজন পড়বে না। আইআইটি ইন্দোরের পিএইচডি বিভাগের ছাত্র সঞ্জিত গুপ্তা এই ইট তৈরি করেছেন। এর নাম রাখা হয়েছে গোবএয়ার। বাড়ি তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ যেমন কংক্রিট, ইট, ব্লক, টাইলস ইত্যাদির সাথে গোবর মিশিয়ে নতুন ধরনের এই ইট (Eco Friendly Bricks) তৈরি করা হচ্ছে। আইআইটির তরফ থেকে জানানো হয়েছে, ইটটি তৈরিতে খরচ একেবারেই কম হচ্ছে তাই ইটের বাজার মূল্য কম হবে।

সাধারণত ইট তৈরি করা হয় লাল মাটি কিংবা বিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত ছাই দিয়ে। এই দুই প্রকার ইটের থেকে অনেক কম খরচে গোবর মেশানো ইট (Eco Friendly Bricks) তৈরি করা সম্ভব। খরচের দিক থেকে হিসাব করলে গোবরের দাম কিছুটা বেড়ে যেতে পারে, এতদিন গোবরের দাম ছিল প্রতি কেজি ১ টাকা হিসেবে এখন সেই গোবরের দাম ৪ টাকারও বেশি হতে পারে।

Advertisements