Itel Super Guru 4G: ১৭৯৯ টাকার ফোনে UPI, Youtube! নতুন 4G ফোন নিয়ে হাজির Itel

Prosun Kanti Das

Published on:

Advertisements

Itel has brought Super Guru 4G phone with great features: বর্তমান যুগে স্মার্টফোন ছাড়া এক মিনিটও থাকা অসম্ভব। বিনোদন থেকে শুরু করে কাজের জগৎ সব জায়গাতেই স্মার্টফোনের একচ্ছত্র রাজত্ব। কিন্তু এই যুগে কিপ্যাড ফোন লঞ্চ করে রীতিমতো চমক ফেলে দিয়েছে আইটেল (Itel Super Guru 4G)। মার্কেটে আলোড়ন ফেলে দিয়েছে আইটেল সুপার গুরু 4G। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এই ফোনের বিশেষত্ব কি? কেনই বা গ্রাহকদের এত পছন্দের এই ফোন? এতে আপনি পেয়ে যাবেন ক্লাউড ভিত্তিক ইউটিউব সাপোর্ট, যার ফলে নিশ্চিন্তে ইউটিউব ব্যবহার করা যাবে। তাছাড়া আপনারা করতে পারবেন UPI দিয়ে টাকা লেনদেন। ডিজিটাল পেমেন্টেসের ক্ষেত্রে শুধু স্মার্টফোনের উপর নির্ভর করলে চলবেনা। কি প্যাড ফোন থাকলেও আপনি এতে স্মার্টফোনের সমস্ত সুবিধা পাবেন।

Advertisements

এবার প্রশ্ন হলো এই কিপ্যাড ফোনের দাম কত হতে পারে? এর দাম হলো ১৭৯৯ টাকা, যা সত্যি অবাক করার মতো। আপনি অনলাইন সাইটে গিয়ে আইটেল সুপার গুরু (Itel Super Guru 4G) লিখলেই চলে আসবে এই ফোন। এই ফোনের তিনটে রঙ উপলব্ধ রয়েছে – সবুজ, কালো এবং নীল। অনলাইনে ই-কমার্স সাইট অ্যামাজন থেকে অর্ডার করতে পারবেন এই স্মার্টফোন। অনলাইন কিংবা অফলাইন যেকোনোভাবে কিনতে পারবেন আইটেল সুপার গুরু 4G।

Advertisements

আইটেলের এই চমৎকার কি প্যাড ফোনে আপনি পেয়ে যাবেন ২ ইঞ্চি ডিসপ্লে আর থাকবে 4G সাপোর্ট। আইটেলের (Itel Super Guru 4G) ফোনে আপনি পেয়ে যাবেন 1,000mAh ব্যাটারি ক্যাপাসিটি এবং VGA রিয়ার ক্যামেরা। স্মার্টফোনের মতই এই ফোনেও আপনি পেয়ে যাবেন ক্লাউড ভিত্তিক ইউটিউব সাপোর্ট। তাতে আছে ২ ইঞ্চি ডিসপ্লে যাতে নিশ্চিন্তে ইউটিউব দেখা যাবে। এছাড়া ইউটিউব শর্টস ফিচারও দেখা যাবে এই ফোনে।

Advertisements

আরও পড়ুন ? Jio vs China Mobile: জিওর কাছে পিছনে পড়ে গেল চীনের চায়না মোবাইল! কিছু করে দেখালেন আম্বানি

এই কোম্পানির কি প্যাড ফোনে (Itel Super Guru 4G) আপনি সিঙ্গেল চার্জে ৬ দিন কাজ করতে পারবেন। এই ফোনে আপনি পেয়ে যাবেন ১৩ টি আঞ্চলিক ভাষার সাপোর্ট। এছাড়া আছে ডুয়াল 4G সিমের সুবিধা এবং আছে ওপেন নেটওয়ার্ক লকিং সিস্টেম। যার অর্থ 4G কানেক্টিভিটি পাওয়া যাবে এই ফোনে। হাই-রেজোলিউশন না থাকলেও ক্যামেরা দিয়ে ভালো ছবি তোলা যাবে।

এই কোম্পানির ফোনে 4G সাপোর্ট থাকায় ডিজিটাল পেমেন্ট করা যাবে। সুতরাং নিশ্চিন্তে ইউপিআই সুবিধা নিয়ে দোকানে, শপিং মলে অনলাইনে টাকা পাঠাতে পারবেন। পাশাপাশি QR কোড দিয়েও টাকা পেমেন্ট করতে পারবেন। খুব সহজেই করা যাবে মোবাইল রিচার্জ, বিদ্যুৎ বিল পেমেন্ট সবই। কি প্যাড ফোন ছাড়াও আইটেল স্মার্টফোন বিক্রি করে থাকে। বাজারের বিভিন্ন স্মার্টফোনের তুলনায় আইটেল সুপার গুরু তাক লাগিয়ে দিয়েছে সকলকে।

Advertisements