নিজস্ব প্রতিবেদন : এখনকার দিনে দেশের কোটি কোটি নাগরিকদের বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে রান্নার গ্যাস কানেকশন। রান্নার গ্যাস কানেকশন দেশের মানুষদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়ানোর কারণে এর কোন কিছুতে বদল এলেই তা কোটি কোটি পরিবারের উপর প্রভাব ফেলে। ঠিক সেই রকমই যাদের রান্নার গ্যাস কানেকশন (LPG) রয়েছে তাদের এক নতুন একটি সিদ্ধান্তের বিষয়ে জানতে হবে।
রান্নার গ্যাস কানেকশন বাড়ি বাড়ি থাকলেও অধিকাংশ মানুষেরাই শুধু কয়েকটি কাজেই অভ্যস্ত। রান্নার গ্যাস সিলিন্ডার খালি হয়ে গেলে সিলিন্ডার বুকিং করা, নতুন সিলিন্ডার যুক্ত করে ফের রান্নার কাজ শুরু করে দেওয়া। কিন্তু এসবের বাইরেও আরও একটি বিষয় অত্যন্ত জরুরী আর সেটি হল সুরক্ষা (LPG Safety Check)। কিন্তু এই বিষয়টির উপর অধিকাংশ উপভোক্তাদেরই নজর রাখতে দেখা যায় না।
এবার এই বিষয়টির ওপর নজর রাখতেই রান্নার গ্যাস সরবরাহকারী সংগঠন অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউশন ফেডারেশন নতুন এক সিদ্ধান্ত নিয়েছে। তাদের তরফ থেকে নেওয়া নতুন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবার বাড়ি বাড়ি রান্নার গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে ওভেন ইত্যাদি খতিয়ে দেখা হবে। যারা বাড়ি বাড়ি রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারি দিয়ে থাকেন তারাই এই কাজটি করবেন। এছাড়াও আলাদা কর্মী দিয়েও এই কাজটি করা হতে পারে।
গ্যাস সরবরাকারী সংস্থাগুলির তরফ থেকে পাঠানো কর্মীরা রান্নার গ্যাস সিলিন্ডার থেকে ওভেন সহ সমস্ত কিছু খতিয়ে দেখে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবেন। নিরাপত্তার দিক দিয়ে মোট আটটি বিষয় খতিয়ে দেখা হবে। পাশাপাশি সচেতনতামূলক বার্তাও দেওয়া হবে। এক্ষেত্রে যদি দেখা যায় কারো পাইপে কোনরকম লিকেজ থাকলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে গ্রাহকরা মাত্র ১৫০ টাকায় পাইপ পরিবর্তন করাতে পারবেন।
আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে সংস্থার তরফ থেকে দেশের ৩০ কোটি বাড়িতে কর্মীদের পৌঁছে দেওয়া হবে এবং নিরাপত্তা খতিয়ে দেখা হবে বলে দাবি করা হয়েছে। এর পাশাপাশি কোনরকম আর্থিক লাভ ছাড়াই প্রচার অভিযান চালানো হবে বলেও জানানো হয়েছে। নিরাপত্তার বিষয় খতিয়ে দেখার ক্ষেত্রে এর আগেও এমন অভিযান চালানো হয়েছে। তবে তার পরেও নানান ধরনের ঘটনা সামনে আসার কারণে আবার এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।