NRI Indians: বিশ্বের অধিকাংশ দেশেই স্থায়ী বাস রয়েছে প্রবাসী ভারতীয়দের, কিন্তু নেই এই ৫ দেশে

Prosun Kanti Das

Published on:

Advertisements

There are no NRI Indians residing in all these countries of the world: বর্তমানে বিশ্বের শক্তিশালী দেশের তালিকাতে ভারতের নাম জল উজ্জ্বল। ভারত হল বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ। এর প্রভাব প্রতিপত্তি ছড়িয়ে আছে গোটা বিশ্বে। বহু ভারতীয় (NRI Indians) প্রবাসে নিজেদের দক্ষতা এবং কঠোর পরিশ্রমের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ব মানচিত্রে ভারতীয় প্রবাসীরা লিখেছে এক নয়া ইতিহাস। আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন সর্বত্র ভারতীয়দের আধিপত্য লক্ষ্য করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কংগ্রেসিয়নাল রিপোর্ট বলছে, বর্তমানে ভারতীয়রা অন্যান্য দেশের নাগরিকদের তুলনায় আমেরিকায় নতুন নাগরিকত্ব পাওয়ার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। ২০২২ সালে প্রায় ৬৬ হাজার ভারতীয় সরকারিভাবে মার্কিন নাগরিকত্ব পেয়েছেন। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই নয় ব্রিটেন, ফ্রান্স, ইতালি পাশ্চাত্য দেশগুলির সব জায়গাতেই ভারতীয়দের চোখে পড়বে। কিন্তু পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে আপনি ভারতীয়দের দেখতে পাবেন না। আসুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেই প্রবাসের এমন কোন কোন দেশে ভারতীয়রা নাগরিকত্ব লাভ করতে পারে না।

Advertisements
বুলগেরিয়া

বিশ্বের এই দেশটিতে আপনি সেভাবে কোনো ভারতীয় দেখতে পারবেন না। এই দেশটি দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত। আসলে এখানে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজনের বাস। এই দেশে কোনো প্রবাসী ভারতীয়র (NRI Indians) দেখা পাওয়া যায় না।

Advertisements
পাকিস্তান

ভারতের প্রতিবেশী দেশ হলো পাকিস্তান। আপনারা সবাই জানেন প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারেই মধুর নয়। আন্তর্জাতিক ক্ষেত্রেও পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ উঠেছে অনেকবার। সম্পর্কের তিক্ততার কারণেই বিশেষ করে পাকিস্তানেও কোনও ভারতীয় (NRI Indians) পাকাপাকিভাবে বসতি স্থাপন করেনি।

Advertisements
স্যান ম্যারিনো

স্যান ম্যারিনো ইউরোপের একটি জনপ্রিয় দেশ। এই রাষ্ট্রটি হল বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্রগুলির মধ্যে অন্যতম। এক কথায় বলতে পারেন সবথেকে প্রাচীন প্রজাতান্ত্রিক দেশের মধ্যেও একটি এই ছোট্ট পাহাড়ি দেশ। এই দেশটির আয়তন হলো মাত্র ৬১ বর্গ কিলোমিটার এবং এর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে সহজেই। পর্যটক হিসেবে ভারতীয়দের দেখতে পেলেও আপনি কোন স্থায়ী বাসিন্দা (NRI Indians) দেখতে পাবেন না।

আরও পড়ুন ? Inflation: সস্তায় সবার প্রথমে দিল্লী, শেষে মণিপুর! কোন জায়গায় দাঁড়িয়ে বাংলা

টুভালু

প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত টুভালু হল একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র। এই ছোট্ট দেশে মোট সড়ক পথ মাত্র ৮ কিলোমিটারের। তালিকাতে রয়েছে এই দ্বীপরাষ্ট্রটি। এখানেও কোনও ভারতীয় স্থায়ীভাবে বসবাস শুরু করেননি।

ভ্যাটিক্যান সিটি

এটি দেখতে শহরের মত। আকার-আয়তনেও শহরের মতোই দেখতে লাগে। তবে জানলে অবাক হবেন যে, এটি কিন্তু একটি দেশ। বিশ্বের সবথেকে ছোট দেশ ভ্যাটিক্যান সিটি। এই দেশে বসবাস করেন পোপ। রোমান ক্যাথলিক ধর্মাবলম্বী যেসব ব্যক্তিরা তাদেরই বেশি বসবাস আছে এই দেশে। এই দেশে কোনও প্রবাসী ভারতীয়র স্থায়ী বসবাস (NRI Indians) নেই।

Advertisements