LIC: আপনার থেকে টাকা নিয়ে সেই টাকা কোথায় খাটায় LIC! কীভাবে আপনাকে দেয় বেশি রিটার্ন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Where does LIC invest their money taking from the market: সাধারণত অর্থ সুরক্ষিত রাখতে ব্যাংক বা পোস্ট অফিসকেই ভরসা করে সমাজের একাংশ। তবে ব্যাংক বা পোস্ট অফিস ছাড়া আরও একটি সংস্থার উপর অগাধ ভরসা জনগণের। সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যৎ সুরক্ষিত করার কথা ভাবলেই, সবার আগে জীবন বীমার কথা মনে আসে সকলের। এলআইসি (LIC) জীবন বীমা প্রকল্প সাধারণ মানুষের ভরসার জায়গা দখল করতে পেরেছে বহুদিন আগেই।

Advertisements

গ্রাম হোক বা শহর এলআইসি (LIC) সম্পর্কে জানে না এমন মানুষ নেই বললেই চলে। বীমার মেয়াদ সম্পূর্ণ হওয়ার পর নিশ্চিত রিটার্ন পাওয়া যায় এলআইসির তরফ থেকে। কত টাকা বিনিয়োগ করা হচ্ছে, তার উপর নির্ভর করেই রিটার্ন পান গ্রাহকরা। কেউ কেউ এলআইসির বিমা কেনে আবার কেউ কেউ এলআইসির শেয়ারও কিনে থাকেন। তবে এলআইসি তে বিনিয়োগ করা অর্থ কি কাজে ব্যবহার করে এলআইসি? সেই বিষয়ে প্রশ্ন থেকেই যায়।

Advertisements

তথ্যসূত্রে জানা গেছে, সাধারণ মানুষ এলআইসিতে (LIC) যে পরিমাণ অর্থ বিনিয়োগ করেন তার ৬৭ শতাংশ খরচ করে বন্ড কিনে। এলআইসি সিকিউরিটি শেয়ারে বিনিয়োগ করে থাকেন ৪ লক্ষ ৭০ হাজার টাকার কাছাকাছি। এছাড়া বিভিন্ন সম্পত্তির পিছনেও এক লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে এলআইসি। অবশিষ্ট যা পড়ে থাকে তা বিভিন্ন মিউচুয়াল ফান্ড, বিভিন্ন ঋণ সিকিউরিটি ও সহায়ক সংস্থাগুলির পিছনে খরচ করা হয় এলআইসি তরফ থেকে। ২০২২ সালের ২১শে ডিসেম্বর অব্দি বাজারে এলআইসির শেয়ার ছিল ৬৫.৪ শতাংশ। ২০২৩ সালে তা কমে ৩১শে ডিসেম্বর অব্দি বাজারে এলআইসির শেয়ার ছিল ৫৮.৯ শতাংশ। এলআইসির প্রায় ২৮ থেকে ২৯ কোটি টাকা বিনিয়োগ করা রয়েছে বিভিন্ন টার্ম ইন্সুরেন্স, চিলড্রেন, মাইক্রো ইনস্যুরেন্স, পেনশন ইত্যাদির পেছনে।

Advertisements

আরও পড়ুন ? LIC vs Post Office: LIC না Post Office! টাকা জমানোর ভালো জায়গা কোনটি

ভারতের সবচেয়ে বড় জীবন বীমা কোম্পানি হিসেবে পরিচিত লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)। সরকারের অধীনস্থ এই জীবন বীমা কোম্পানিটি সরকারের প্রায় ২৪. ৬ শতাংশ খরচের যোগান দেয় প্রতিমাসে। এলআইসিতে মোট এক লক্ষ কর্মচারী কাজ করে থাকেন। এছাড়া সারা ভারতবর্ষ জুড়ে ১৩ লক্ষ এজেন্ট রয়েছে এলআইসিতে দুটি ভাগে বিনিয়োগ করা সম্ভব যথা ফ্লেক্সি গ্রোথ ফান্ড এবং ফ্লেক্সি স্মার্ট গ্রোথ ফান্ড।

পহেলা জুলাই ১৯৫৬ এলআইসির (LIC) কার্যক্রম শুরু হয় ভারতে। বর্তমানে ভারতের সবচেয়ে বড় জীবনবিমা সংস্থাটির বর্তমান সম্পত্তির মোট পরিমাণ ১৩.২৫ ট্রিলিয়ন টাকা। এই সংস্থাটির প্রধান কার্যালয় অবস্থিত মুম্বাইতে। এছাড়া সারা দেশ জুড়ে ২০২৮ টা শাখা কার্যালয় রয়েছে এই সংস্থার।

Advertisements