নিজস্ব প্রতিবেদন : বছরে আয় কোটি টাকা। তবে তার পরেও মেয়ের কাছে কোটি কোটি টাকার দেনায় ডুবে রয়েছেন বিহারী বাবু শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। শুধু তিনি নন, একইভাবে মেয়ে সোনাক্ষীর কাছে কোটি কোটি টাকা ধার নিয়ে বসে রয়েছেন শত্রুঘ্নর স্ত্রী পুনম শত্রুঘ্ন সিনহাও। চলুন দেখে নেওয়া যাক একসময়ের বলিউড কাঁপানো শত্রুঘ্ন সিনহা এখন কত টাকার মালিক আর তার শিক্ষাগত যোগ্যতা (Shatrughan Sinha Property and Education Qualification) কি?
শত্রুঘ্ন সিনহা ২০১৮-১৯ অর্থবর্ষ থেকে ২০২২-২৩ অর্থবর্ষ পর্যন্ত প্রতিবছর যা রোজগার করেছেন তা হল যথাক্রমে ৯৭ লক্ষ ৪২ হাজার ৪৫০ টাকা, ৮৯ লক্ষ ৯১ হাজার ২১০ টাকা, ৫৮ লক্ষ ৫২ হাজার ৮৯০ টাকা, ৭৩ লক্ষ ৯০ হাজার ৯০ টাকা এবং ১ কোটি ৪০ লক্ষ ৭৯ হাজার ৭০০ টাকা। এই পাঁচ অর্থবর্ষে শত্রুঘ্ন সিনহার স্ত্রী যথাক্রমে রোজগার করেছেন ১ কোটি ৪৩ লক্ষ ৪ হাজার ৩৮০ টাকা, ১ কোটি ৭৫ লক্ষ ৪৩ হাজার ৬৩০ টাকা, ১ কোটি ৫৫ লক্ষ ৪২ হাজার ৬০ টাকা, ১ কোটি ৩৭ লক্ষ ৫২ হাজার ২৩০ টাকা এবং ১ কোটি ২১ লক্ষ ৭২ হাজার টাকা। তবে এত টাকা রোজগার করেও শত্রুঘ্ন সিনহা এবং তার স্ত্রী সোনাক্ষীর থেকে ধার নিয়েছেন ১৬ কোটি ৩৬ লক্ষ টাকা।
শত্রুঘ্ন সিনহার ১৪ টি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। অন্যদিকে তার স্ত্রীর ৯টি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। এছাড়াও তাদের দুজনের ১৭ টি ও ৩২ টি শেয়ারে বিনিয়োগ রয়েছে। এছাড়াও লোন ও অ্যাডভান্সের ক্ষেত্রে রয়েছে বড় বড় তালিকা। শত্রুঘ্ন সিনহার অ্যাম্বেসেডর থেকে শুরু করে অত্যাধুনিক গাড়ি মিলিয়ে মোট পাঁচটি গাড়ি রয়েছে। অন্যদিকে তার স্ত্রীর রয়েছে একটি গাড়ি। এছাড়াও শত্রুঘ্ন সিনহার মূল্যবান ধাতুর অলংকার (সোনা অথবা রুপো) রয়েছে ৩ কেজি ৮৯০ গ্রামের এবং তার স্ত্রীর রয়েছে ২ কেজি ৬ গ্রামের। এছাড়াও বহু মূল্যবান পাথর রয়েছে যেগুলির মূল্য লক্ষ লক্ষ টাকা। আর এই সমস্ত কিছু মিলিয়ে শত্রুঘ্ন সিনহার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১০ কোটি ৯৩ লক্ষ ৫২ হাজার ৯৫০ টাকা। শত্রুঘ্ন সিনহার স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১০ কোটি ৪০ লক্ষ ৮৬ হাজার ৯৪৮ টাকা।
আরও পড়ুন ? New Banks: আসছে নতুন ৩টি ব্যাঙ্ক! যা পরিকল্পনা জানালো RBI
অন্যদিকে শত্রুঘ্ন সিনহার নামে অচাষযোগ্য কোনো জমি না থাকলেও তার স্ত্রীর নামে বিপুল পরিমাণে অচাষযোগ্য জমি রয়েছে। শত্রুঘ্ন সিনহার নামে বিভিন্ন জায়গায় মোট ছটি ফ্ল্যাট রয়েছে এবং তার স্ত্রীর নামে রয়েছে তিনটি ফ্ল্যাট। এছাড়াও অন্যান্য সম্পত্তি হিসেবে বাড়িঘর ইত্যাদি মিলিয়ে শত্রুঘ্ন সিনহার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১২২ কোটি টাকা। তার স্ত্রীর নামে থাকা মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬৭ কোটি ১৬ লক্ষ ১ হাজার ৭৪০ টাকা।
এই বিপুল পরিমাণ সম্পত্তি থাকার পাশাপাশি শত্রুঘ্ন সিনহার নামে ১১ কোটি ৬২ লক্ষ ১০ হাজার ৩২৪ টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে ৫ কোটি ৯৩ লক্ষ ৫৯ হাজার ২৫০ টাকার লোন। এখন যদি বিহারি বাবু শত্রুঘ্ন সিনহার শিক্ষাগত যোগ্যতার দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে তিনি হলফনামায় উল্লেখ করেছেন, পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে তিনি ১৯৬৭ সালে স্নাতক হন।