Recruitment in ICMR is for the post of clerk only in higher secondary pass: ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের (ICMR Recruitment) তরফ থেকে ক্লার্ক পদে নিয়োগ করা হবে বেশ কিছু কর্মীকে। চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত খুশির খবর এটি। চাকরির বাজারে অনেক বড় সুযোগ করে দিল কেন্দ্রীয় সংস্থা আইসিএমআর। সম্প্রতি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আইসিএমআর এর তরফ থেকে। আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সম্পর্কিত বিস্তারিত তথ্য রইল আজকের প্রতিবেদনে।
কাজের ধরন
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (ICMR Recruitment) তরফ থেকে ক্লার্কশিপে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক ও আপার ডিভিশন ক্লার্ক এই দুটি পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদ
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের (ICMR Recruitment) তরফ থেকে জারি করা নির্দেশিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গের যে কোন জেলার নারী পুরুষ উভয় নির্বিশেষে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। লোয়ার ও আপার ডিভিশন ক্লার্ক মিলিয়ে সারা রাজ্য জুড়ে শূন্য পদ রয়েছে মোট ৫ টি।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমগোত্রীয় পরীক্ষায় উত্তীর্ণরা লোয়ার ডিভিশন ক্লার্কের পদের জন্য আবেদন করতে পারবেন। তার পাশাপাশি কম্পিউটার টাইপিং স্পিড হতে হবে মিনিটে ৩০ টি শব্দ। একইভাবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণরা আপার ডিভিশন ক্লার্কের পদের জন্য আবেদন করতে পারবেন এই পদের জন্যও টাইপিং স্পিড থাকা প্রয়োজন। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার নথিপত্র জমা করতে হবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে।
আরও পড়ুন ? Nandalal Saikiran UPSC: বাবা নেই, মা বাঁধেন বিড়ি! সেই ঘরের ছেলেরই UPSC-র সিভিল সার্ভিসে র্যাঙ্ক ২৭
বয়স সীমা
আইসিএমআর এর নির্দেশিকা অনুযায়ী (ICMR Recruitment), লোয়ার ও আপার ডিভিশন ক্লার্কের জন্য নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। তবে সরকারি নিয়ম অনুযায়ী, এসসি, এসটি সম্প্রদায় ভুক্তরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন। আবেদনের সময় জমা করতে হবে বয়সের প্রমাণপত্রও।
অবেদন পদ্ধতি
আইসিএমআর এর অফিসিয়াল ওয়েবসাইটে (ICMR Recruitment) লগইন করে রেজিস্ট্রেশন করাতে হবে। এরপর লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে মূল আবেদন পত্রটি ওপেন করে যথোপযুক্ত নথিপত্র দিয়ে পূরণ করতে হবে আবেদনপত্রটি। আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথিপত্র যেমন নাগরিকত্বের প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ইত্যাদি স্ক্যান করে জমা করতে হবে আবেদনকারীকে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদন পত্রটি ডাউনলোড করে রাখতে ভুলবেন না। ইতিমধ্যে আবেদন জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে চলবে ৩০ শে এপ্রিল ২০২৪ অব্দি।