Paytm Soundbox: অনলাইন পেমেন্টের মজা হবে দ্বিগুণ! PhonePe-কে টেক্কা দিতে Paytm-এর নয়া উপহার

Prosun Kanti Das

Published on:

Advertisements

Paytm brings Soundbox to take on PhonePe in online payments: ডিজিটাল ইন্ডিয়ার যুগে অনলাইন ট্রানজেকশনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এখন আর অর্থ আদান-প্রদানের জন্য ব্যাংকে গিয়ে বহুক্ষণ লাইন দেওয়ার কোন প্রয়োজন নেই। নিজের ঘরে বসে নিজের মুঠোফোনের সাহায্যে খুব সহজেই তা করা যায়। অনলাইন পেমেন্ট করলে সময়ও সাশ্রয় হয়, আবার বেশ কিছু সুবিধাও (Paytm Soundbox) পাওয়া যায়। অনলাইন পেমেন্ট কে আরো সহজ করার জন্য একাধিক অ্যাপ প্রচলিত রয়েছে ফোনপে, গুগলপে, পেটিএম, আমাজন পে ইত্যাদি।

Advertisements

তবে শুধু যে সুবিধা পাওয়া যায় তা কিন্তু নয়, অনলাইন পেমেন্টের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সমস্যার মুখেও পড়তে হয় গ্রাহককে। সেগুলির মধ্যে অন্যতম হলো, পেমেন্টটি সঠিকভাবে হলো কিনা সেটা যাচাই করা। ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিনিয়ত হয়ে চলা পেমেন্টের ক্ষেত্রে, বারবার ফোন চেক করতে থাকেন ব্যবসায়ীরা পেমেন্ট হয়েছে কিনা চেক করার জন্য। সেই সমস্যা মেটাতেই নতুন উদ্যোগ নিল পেটিএম (Paytm Soundbox)।

Advertisements

ব্যবসায়ীদের কাজের সুবিধার জন্য পেটিএম নিয়ে এলো নতুন একটি মেশিন। একটি সাউন্ড বক্স (Paytm Soundbox)। যেখানে একটি নির্দিষ্ট কিউআর কোড ইনস্টল করা থাকে। কিউআর কোডটি স্ক্যান করলে যেকোনো অ্যাপ থেকে পেমেন্ট করা সম্ভব। কিউআর কোডের সাহায্যে পেমেন্ট হলেই সাথে সাথে সাউন্ড বক্সে একটা ইলেকট্রনিক ভয়েস শোনা যাবে। কত টাকা পেমেন্ট হল সেটি বলে দেবে সেই সাউন্ড বক্স। ব্যবসায়িক ক্ষেত্রে ইতিমধ্যে এটি খুবই জনপ্রিয় হয়েছে। এখন আর বারবার ফোন চেক করে জানতে হয় না পেমেন্ট হলো কিনা, সাউন্ডবক্সে সমস্ত তথ্য থাকে। ২৪ ঘন্টার মধ্যে মোট কত টাকার ট্রানজেকশন হয়েছে তাও জানা যাবে এই সাউন্ড বক্সের সাহায্যে। ব্যবসায়ী মহলে সাউন্ড বক্সের চাহিদা লক্ষ্য করে পেটিএমের দেখা দেখি ফোন পে, গুগল পে এবং অন্যান্য পেমেন্ট অ্যাপগুলিও সাউন্ড বক্স চালু করার উদ্যোগ নিয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Chardham Yatra: সহজেই হবে চারধাম যাত্রা! সহজেই হবে রেজিস্ট্রেশন, দেখে নিন অনলাইন পদ্ধতি

এই মুহূর্তে অনলাইন পেমেন্ট অ্যাপের ক্ষেত্রে ফোন পের চাহিদা তুংগে। তাই ফোনপেকে টক্কর দিতে পেটিএম কোম্পানির তরফ থেকে আরও দুটো সাউন্ড বক্স (Paytm Soundbox) তৈরি করা হয়েছে। যে সাউন্ড বক্স গুলিতে ইউপিআই পেমেন্ট ছাড়াও করা যাবে ক্রেডিট কার্ড পেমেন্টও। পেটিএম এর প্রতিষ্ঠাতা জানান সাউন্ড বক্স গুলি সম্পূর্ণরূপে ভারতেই তৈরি করা হচ্ছে, নয়ডার কারখানায় তৈরি হয় প্রত্যেকটা সাউন্ড বক্স।

পেটিএম সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে নতুন চালু করা এই সাউন্ড বক্স (Paytm Soundbox) গুলির ভয়েস কোয়ালিটি আগের থেকে অনেকটাই ভালো। আগের তুলনায় অনেক উন্নত সাউন্ড কোয়ালিটি ব্যবহার করা হয়েছে এই সাউন্ড বক্সে। এছাড়া রয়েছে অনেক বেশি মাত্রায় ব্যাটারি ব্যাকআপের সুবিধা। একবার ফুল চার্জ দিলে ১০ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে এই সাউন্ডবক্সে ব্যবহৃত উন্নত ব্যাটারিটি। খরচের দিক থেকেও এই সাইন্ড বক্সগুলি খুবই সাশ্রয়ী। তাই ছোট বড় যে কোন ব্যবসায়ী এই সাউন্ড বক্সকে ব্যবহার করতে পারেন।

Advertisements