In the new Airline Seating Arrangement Rules, additional benefits are provided for children: ভারতের ডিরেক্টোরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন সম্প্রতি শিশুদের বিমান সফর নিয়ে একটি নতুন নিয়ম (Airline Seating Arrangement Rules) জারি করেছেন। এতদিন পর্যন্ত বিমানে সফর করার সময় শিশুদের জন্য আলাদা কোন সিটের ব্যবস্থা থাকত না। যার ফলে শিশু এবং অভিভাবক উভয়দেরকেই অধিকাংশ সময়ই বেশ সমস্যার সম্মুখীন হতে হত। তবে নতুন চালু হওয়ার পর এই বিষয়ে এবার নিশ্চিন্ত হতে পারবেন অভিভাবকরা। পরিবারের সাথে বিমান যাত্রা এবার আরো সহজ সরল হতে চলেছে সাধারণ জনগণের জন্য।
ডিজিসিএর নয়া নিয়ম অনুসারে(Airline Seating Arrangement Rules), ১২ বছরের নিচে যেসব শিশুদের বয়স তারা তাদের অভিভাবকদের মধ্যে অন্তত একজনের পাশে বসার সুযোগ পাবে। সমস্ত এয়ারলাইন্সের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর করা হয়েছে। তবে এই বিষয়ে একটি শর্ত রয়েছে যা হলো, পিএনআর নম্বর অভিভাবক ও শিশুর একই হতে হবে।
ডিজিসিএ এই বিষয়ে আরো বলেছে যে, বিভিন্ন কোম্পানির এয়ারলাইন্সকে এই বিষয়ে একেবারে নিশ্চিত বার্তা দিতে হবে যে ১২ বছর বয়স পর্যন্ত যেসব শিশুরা বিমানে করে যাত্রা করবে তারা যেন তাদের মা বাবার মধ্যে কিম্বা অভিভাবকদের মধ্যে একজনের পাশে সিট পাবে(Airline Seating Arrangement Rules)। তবে পিএনআর নাম্বার একই থাকার কথা বলা হয়েছে। ডিজিসিএ এর তরফ থেকে জানানো হয়েছে এমন বহু ঘটনার তারা অভিযোগ পেয়েছে, যেসব জায়গায় ১২ বছরের নিচের শিশুরা তাদের বাবা-মার থেকে দূরে বসতে হয়েছে। এইরকম পরিস্থিতি যাতে আর সৃষ্টি না হয় তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন ? Flight Fare: বেশি বেশি ভাড়া নেওয়ার দিন শেষ! এবার DGCA-র কড়া পদক্ষেপে কমবে বিমানের ভাড়া
ডিজিসিএ সম্প্রতি এয়ার ট্রান্সপোর্ট সার্কুলার ২০২৪ এর ১ এরও কিছু পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। কিছু পরিষেবা যেগুলো এই নিয়মের অন্তর্ভুক্ত যেমন জিরো ব্যাগেজ, পছন্দের আসন, খাবার কিম্বা জলখাবার কিম্বা পানীয়ের চার্জ, বাদ্যযন্ত্র বহনের জন্য চার্জের অনুমতি দেওয়া ছিল। এইসব বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে।
তাছাড়া সিট বুকিং এর জন্য নতুন নিয়ম চালু করতে চলেছে বলা হয়েছে ডিজিসিএ। নির্ধারিত প্রস্থানের আগে ওয়েব চেক-ইন-এর জন্য কোনো আসন বেছে নেননি এমন যাত্রীদের জন্য ‘অটো সিট অ্যাসাইনমেন্টের’ সিট নিজে থেকে বেছে নেওয়ার ব্যবস্থাও থাকবে।