নিজস্ব প্রতিবেদন : এখনকার দিনে অধিকাংশ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে নানান বৈদ্যুতিক জিনিসপত্র। যেমন পৌঁছে গিয়েছে টিভি, ফ্রিজ ইত্যাদি। আবার ইদানিংকালে যেভাবে তাপমাত্রার পারদ চরচরিয়ে বাড়ছে তাতে বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র অর্থাৎ এসি (AC)।
এসি অনেকেই রয়েছেন যারা এক সিদ্ধান্তেই কিনে ফেলেন। তবে হঠাৎ করে এসি কিনে নেওয়া হলেও পরবর্তীতে তাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় ইলেকট্রিক বিল (AC Electric Bill)। যে কারণে এসি চালিয়েও কিভাবে ইলেকট্রিক বিল বাঁচানো যায় তার সন্ধানে এদিক-ওদিক উঁকি ঝুঁকি মারতে দেখা যায় সাধারণ মানুষদের।
এসি চালিয়েও কিভাবে ইলেকট্রিক বিল বাঁচানো যায়, সেই প্রশ্নের মধ্যেই একটি বড় প্রশ্ন হল, রিমোটে এসি বন্ধ করার পর যদি মেইন সুইচ বন্ধ না করা হয় তাহলে কি ইলেকট্রিক বিল বাড়বে? এই প্রশ্ন অন্যতম বড় প্রশ্ন হওয়ার পিছনে যে কারণ রয়েছে তা হল, অনেকেই রয়েছেন যারা রাতে টাইমার সেট করে এসি বন্ধ করে দেন অথবা ঠান্ডা লাগলেই রিমোটের মাধ্যমে এসি বন্ধ করে ঘুমিয়ে পড়েন। সেই সময় আর ঘুম থেকে উঠে সুইচ অফ করার মতো মানসিকতা থাকে না। কিন্তু এই ধরনের ঘটনায় ইলেকট্রিক বিল বাড়ে বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন ? Voice Command AC: রিমোট অতীত, এবার কথাতেই উঠবে-বসবে! নয়া প্রযুক্তি AC আনল Hitachi
এসি ছাড়াও অন্যান্য যে সকল ইলেকট্রিক সারঞ্জাম রয়েছে, যেমন টিভি, ফ্যান ইত্যাদি রিমোটে বন্ধ করে মেইন সুইচ অফ না করলেই কিন্তু ৭ থেকে ১০ শতাংশ বিদ্যুৎ অপচয় করে থাকে। হিসেব অনুযায়ী যদি এক ঘন্টা এসি চালিয়ে কোন এসির পিছনে এক ইউনিট বিদ্যুৎ খরচ হয় তাহলে যদি ওই এসি কেবলমাত্র রিমোটে বন্ধ করে রাখা হয় তবে এক ইউনিটের ৭ থেকে ১০% বিদ্যুৎ খরচ হবে এক ঘন্টায়। স্বাভাবিকভাবেই বিদ্যুৎ বিল বেশি আসবে।
এমন পরিস্থিতিতে এসি চালিয়েও বিদ্যুৎ বিল কমানো এবং এসি সুরক্ষিত রাখার জন্য যে সকল দিকগুলি পালন করতে হবে তার মধ্যে অন্যতম হলো, প্রথমে এসি রিমোট দিয়ে বন্ধ করতে হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন পুরোপুরি ভাবে এসি বন্ধ হয়ে যাবে তখন মেন সুইচ বন্ধ করে দিতে হবে। এই পদ্ধতিতে এসি চালালে একদিকে যেমন এসির পরমায়ু বাড়ে ঠিক সেই রকমই বিদ্যুৎ বিল কমে যায়।