নিজস্ব প্রতিবেদন : গ্রীষ্ম হোক অথবা বর্ষা বা শীতকাল, যারা ভ্রমণপিপাসু তারা কালের তোয়াক্কা না করেই বেরিয়ে পড়েন ঘুরতে যাওয়ার জন্য। আবার সবচেয়ে বেশি ভ্রমণপিপাসু বলা হয়ে থাকে বাঙালিদের। কেননা তারা বছরের যে কোন সময় সুযোগ পেলেই টুক করে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েন। এই সকল ভ্রমণপিপাসুদের সামনে এবার মানসখন্ড (Manaskhand Tour) ঘুরে দেখার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে আইআরসিটিসি (IRCTC)।
অনেকেই রয়েছেন যারা দূরদূরান্তে ঘুরতে যেতে পছন্দ করেন কিন্তু খরচ এবং থাকা-খাওয়া সহ ইত্যাদির চিন্তার কারণে পা বাড়ান না। সেই সকল পর্যটকদের জন্য সুখবর দিয়ে মানসখন্ড ট্যুরের জন্য যাত্রা শুরু হবে হাওড়া স্টেশন থেকে। IRCTC-র তরফ থেকে ভারত গৌরব ট্রেনের মাধ্যমে উত্তরাখণ্ডের মানসখন্ড সহ বেশ কিছু জায়গা ঘুরিয়ে দেখানো হবে একেবারেই জলের দরে।
মানসখন্ড ভ্রমণের জন্য যে ট্যুর প্যাকেজ লঞ্চ করা হয়েছে সেই প্যাকেজের আওতায় ১০ রাত ও ১১ দিনের ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। এই ট্যুর প্যাকেজের জন্য হাওড়া স্টেশন থেকে আগামী ৫ জুন ট্রেন ছাড়া হবে। হাওড়া স্টেশন ছাড়াও যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, জসিডিহি সহ বিভিন্ন স্টেশন থেকে। ট্যুরের জন্য মোট ৩০০টি আসন রাখা হয়েছে। এই ট্যুরের আওতায় বিভিন্ন ধর্মীয় স্থান ঘুরে দেখানোর পাশাপাশি বিভিন্ন দর্শনীয় স্থান, চা বাগান ইত্যাদি ঘুরে দেখানো হবে।
আরও পড়ুন ? IRCTC Nepal Tour: থাকা, খাওয়ার চিন্তা নেই! খরচও লাগবে নামমাত্র, IRCTC দিচ্ছে নেপাল দুর্দান্ত সুযোগ
আইআরসিটিসির আওতায় পর্যটকরা কেবলমাত্র টাকা দিয়েই নিশ্চিন্ত থাকতে পারবেন। টাকা দিয়ে ট্যুর প্ল্যান বুক করার পর থাকা-খাওয়া ইত্যাদি কোন কিছু নিয়ে চিন্তা করতে হবে না পর্যটকদের। এসি ট্রেনে ভ্রমণের পাশাপাশি পর্যটকদের রাজকীয়ভাবে রাখা হবে। থাকা-খাওয়া ঘুরে দেখানো ইত্যাদি সমস্ত কিছু ব্যবস্থা রাখার পাশাপাশি পর্যটকদের সফরের সময় জরুরীকালীন চিকিৎসা ব্যবস্থাও দেওয়া হবে।
আইআরসিটিসি’র তরফ থেকে মানসখন্ড ভ্রমণের জন্য যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেই প্যাকেজ অনুযায়ী যারা স্ট্যান্ডার্ড প্যাকেজ নিতে চান তাদের মাথাপিছু খরচ করতে হবে ২৮ হাজার ২০ টাকা। যারা ডিলাক্স প্যাকেজ নিতে চান তাদের মাথাপিছু খরচ করতে হবে ৩৫ হাজার ৩৪০ টাকা। যে সকল শিশুদের বয়স পাঁচ বছর বা তার বেশি তাদের জন্যও পুরো প্যাকেজ নিতে হবে, কোনরকম ছাড় দেওয়ার ঘোষণা করা হয়নি।