নিজস্ব প্রতিবেদন : হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরেই ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (Higher Secondary Result) প্রকাশ করা হবে। এই বছর পরীক্ষার্থীদের খাতা মূল্যায়ন করার ক্ষেত্রে নতুন নতুন নানান নিয়ম (Higher Secondary New Rules) জারি করা হয়েছে। যে সকল নিয়মের পরিপ্রেক্ষিতে অনেক সহজেই খাতা দেখা এবং পরীক্ষার্থীদের নম্বরের ক্ষেত্রে স্বচ্ছতা আসবে এমনটাই আশা করা হচ্ছে। এরই মধ্যে আবার একটি নতুন নিয়মের কথা জানা গেল।
প্রত্যেক বছরই পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা যায় পরীক্ষার্থীদের একাংশের মধ্যে নম্বর নিয়ে অসন্তুষ্টি রয়েছে। যে কারণে সেই সকল পরীক্ষার্থীরা তাদের খাতা রিভিউ অথবা স্কুটিনি করার জন্য আবেদন জানান। এমনিতে রিভিউ অথবা স্কুটিনির ক্ষেত্রে ফলাফল আসতে সময় লাগে অন্ততপক্ষে ৪৫ দিন। কিন্তু এবার এই ফলাফল পাওয়া যেতে পারে মাত্র ৭ দিনে। তবে তার জন্য করতে হবে একটি কাজ।
পরীক্ষার্থীরা ৪৫ দিনের জায়গায় যদি মাত্র ৭ দিনে রিভিউ অথবা স্কুটিনির ফলাফল হাতে পায় তাহলে তাদের আগামী দিনের উচ্চস্তরে ভর্তি হওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। এছাড়াও মেধা তালিকায় যদি কোন পরিবর্তন আসে তাও অল্প সময়ের মধ্যেই টের পাওয়া যাবে। তবে এর জন্য আবেদনকারীকে একটু বেশি খরচ করতে হবে।
এমনিতে সাধারণ রিভিউ করার জন্য আবেদনকারীকে ১৫০ টাকা খরচ করতে হয়। আবার সাধারণ স্ক্রুটিনি করার জন্য খরচ করতে হয় ২০০ টাকা। কিন্তু এক্ষেত্রে যেহেতু ৪৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে তাই যারা ৭ দিনে ফলাফল পেতে চান তাদের তৎকাল পরিষেবার সুবিধা নিতে হবে। আমরা প্রত্যেকেই জানি তৎকাল পরিষেবা মানেই খরচ বেশি। তাই এক্ষেত্রেও খরচ অনেকটাই বেশি পড়বে।
সাধারণ রিভিউ অথবা স্ক্রুটিনির জন্য যা খরচ হয় তার থেকে ৪ গুণ বেশি খরচ করতে হবে। তবে ৪ গুণ বেশি খরচ করে ৬ গুণ জলদি হাতে ফলাফল পাওয়া যাবে। তৎকাল রিভিউ এবং স্ক্রুটিনি করার জন্য খরচ হবে যথাক্রমে ছশো টাকা এবং ৮০০ টাকা। সুতরাং যারা চটজলদি রিভিউ অথবা স্ক্রুটিনির ফলাফল পেতে চান তাদের এই তৎকাল পরিষেবা নিতে হবে। তবে এই বছরের নতুন এই নিয়মে অনেক পরীক্ষার্থী একটু বেশি খরচ হলেও উপকৃত হবেন বলেই আশা করা হচ্ছে।