Sheila Singh: প্রতিপত্তিতে কম যান না ধোনির শাশুড়ি! শেষ ৪ বছরে যা করেছেন লজ্জা পাবেন বড় সেলিব্রেটিরাও

Prosun Kanti Das

Published on:

Advertisements

Dhoni Entertainment Limited has achieved tremendous success in the last four years under the leadership of Sheila Singh: ভারতীয় ক্রিকেট জগতের অন্যতম তিনি। যার অধিনায়কত্বে খেলার জগতে ভারতের নাম হয়েছে উজ্জ্বল। বর্তমানে তিনি প্রাক্তন। বুঝতেই পারছেন ভারতীয় ক্রিকেটবিদ মহেন্দ্র সিং ধোনির কথাই বলা হচ্ছে। তবে আজকের এই প্রবন্ধ তার বিষয়ে নয়। ধোনির শাশুড়িমা শিলা সিংয়ের (Sheila Singh) বিষয়ে। জামাইয়ের যেমন গুণ তেমন শাশুড়িমাও গুণবতী। প্রকাশ্যে এসেছে তার শেষ ৪ বছরের ব্যবসায়িক কর্মকান্ডের তথ্য। যা হার মানাবে বড় বড় তারকাদের। কি করেছেন তিনি?

Advertisements

আগে শিলা সিং-এর ব্যাপারে জেনে নেওয়া যাক। শিলা সিং (Sheila Singh) হলেন ধোনির স্ত্রী সাক্ষী সিং ধোনির মা অর্থাৎ ধোনির শাশুড়ি মা। অপরদিকে আর কে সিং-এর স্ত্রী। যিনি কনৌই সংস্থার ‘বিনাগুড়ি টি কম্পানি’-তে একসময় কর্মরত ছিলেন। যে সংস্থায় কাজ করতেন মহেন্দ্র সিং ধোনির পিতাও। অপরদিকে শিলা সিং ছিলেন একজন গৃহবধূ। ফলেই গৃহবধূ থেকে একজন CEO হওয়াটা মুখের কথা ছিল না। তবে দক্ষতার তার সহিত তিনি নিজে সেই পজিশন দখল করেছেন। যার ফলে বর্তমানে ধোনি এন্টারটেইনমেন্ট লিমিটেডের অবস্থান দারুন জায়গায় পৌঁছেছে।

Advertisements

মূলত ধোনিকে পাশে রেখে স্ত্রী সাক্ষী সিং ধোনি এবং শাশুড়িমা শিলা সিং এই সংস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সংস্থার উন্নতিতে শিলা সিংয়ের অবদান অনস্বীকার্য। শুধু তাই না, ধোনির এই সংস্থার সিইও-এর পাশাপাশি আরও অন্যান্য বিজনেস ভেঞ্চার দেখাশোনা করেন শিলা সিং।

Advertisements

শেষ চার বছরে ধোনির এই কোম্পানিতে দারুন দক্ষতা দেখিয়েছেন শিলা সিং। শাশুড়ি শিলা সিংয়ের নেতৃত্বে গত ৪ বছরে প্রায় ৮০০ কোটি টাকা অতিক্রম করেছি সংস্থার সম্পত্তির পরিমাণে। বিশেষত ধোনির এই কোম্পানির সিংহভাগ অংশীদারিত্বে রয়েছেন সাক্ষী সিং ধোনি। ফলেই এই ব্যবসা শ্রীবৃদ্ধির পাশাপাশি আরো মজবুত হয়েছে।

আরও পড়ুন ? MS Dhoni Sixes: ৬,৬,৬! বুড়ো হাড়ে আবারও ভেলকি দেখালেন ধোনি

রিপোর্ট বলছে, যে হারে ধোনি এন্টারটেইনমেন্ট লিমিটেডের শ্রীবৃদ্ধি হচ্ছে তাতে করে ইতিমধ্যেই কোম্পানির সম্পত্তির পরিমাণ অনেকটাই মোটা হয়েছে। বর্তমানে সংস্থার সম্পত্তির পরিমাণ দাঁড়িয়ে রয়েছে ১০৩০ কোটি টাকায়। শিলা সিং-এর নেতৃত্বগুণে যার উন্নতি আরো বহু গুণ বৃদ্ধি পাচ্ছে।

প্রসঙ্গত, মহেন্দ্র সিং ধোনি ২০২০ সালে সিধান্ত নিয়েছিলেন এই কোম্পানি তিনি পরিবারে উপর হস্তান্তর করবেন। সেই অনুযায়ী স্ত্রী সাক্ষী সিং ধোনি এবং শাশুড়ি মা শিলা সিং-এর উপর এই কোম্পানি তুলে দেন। কোম্পানির সিইও পদে বসান শিলা সিংকে (Sheila Singh)। সিদ্ধান্ত অনুযায়ী হাতেনাতে ফল পান মহেন্দ্র সিং ধোনি। স্ত্রী এবং শাশুড়িমার দৌলতে শ্রীবৃদ্ধি ঘটে এই প্রোডাকশন সংস্থায় বেশ সাফল্য অর্জন করেছেন। খবর রয়েছে ভবিষ্যতে আরও বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে শিলা সিংয়ের।

Advertisements