Indian Railways New Step: জেনারেল টিকিটে এসি কামরায় অতীত! এবার বড় পদক্ষেপ নেওয়া শুরু রেলের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। শুধু দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে এমন নয়, এর পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় এমন তীব্র তাপপ্রবাহ চলছে। আর এই তাপপ্রবাহের কারণে বিভিন্ন জায়গায় সফর করা রেল যাত্রীরা বড্ড সমস্যায় পড়েছেন। বিশেষ করে সাধারণ শ্রেণীর (General Coach) রেল যাত্রীদের অবস্থা নাজেহাল।

Advertisements

গত কয়েকদিন ধরেই দেখা গিয়েছে, বিভিন্ন ট্রেনের সাধারণ কামরার রেল যাত্রীরা সাধারণ টিকিট কেটে সফরের সময় গরমে থাকতে না পেরে এসি কামরায় (AC Coach) উঠে পড়ছেন। সাধারণ শ্রেণীর যাত্রীরা এসি কামরায় উঠে পড়ার ফলে সমস্যায় পড়তে হচ্ছে মোটা টাকা দিয়ে এসি কামরার টিকিট বুকিং করা যাত্রীদের। তারা বারবার এই ধরনের ঘটনায় তিতিবিরক্ত।

Advertisements

আর বারবার তারা এমন ঘটনায় তিতিবিরক্ত হয়ে রেলের (Indian Railways) কাছে একের পর এক অভিযোগ জমা করছেন। আর এই সকল একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার নড়েচড়ে বসলো ভারতীয় রেল। এবার তাদের তরফ থেকে নতুন পদক্ষেপ (Indian Railways New Step) গ্রহণ করা হলো আর সেই নতুন পদক্ষেপের ফলে জেনারেল টিকিট কেটে এসি কামরায় উঠে পড়ার দিন এবার শেষ হতে চলেছে।

Advertisements

আরও পড়ুন ? North Bengal Train Cancel List: উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার প্ল্যান! ১৫টি ট্রেন বাতিল করল রেল, ঠেলায় পড়বেন না তো!

রেলের তরফ থেকে এই ধরনের ঘটনায় লাগাম টানার জন্য যে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এবার একের পর এক ট্রেনে শুরু হয়েছে অভিযান। এমনই একটি অভিযান দেখা গিয়েছে গত মঙ্গলবার। যেদিন দেখা যায় বিপুলসংখ্যক আরপিএফ, টিটিই পূর্বা এক্সপ্রেস, মিথিলা এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেনে অভিযান চালায়। এই অভিযানের পরিপ্রেক্ষিতে যে সকল অবৈধ যাত্রীরা এসি কামরায় উঠে পড়েছিলেন তাদের সরিয়ে দেওয়া হয়।

শুধু তাদের সরিয়ে দেওয়া হয়েছে এমন নয়, পাশাপাশি তাদের টেনে এসি কামরা থেকে জেনারেল কামরায় আনা হয়। তবে প্রাথমিকভাবে কেবলমাত্র এক কামরা থেকে অন্য কামরায় সরিয়ে দেওয়া হয়েছে অবৈধ এসি কামরার যাত্রীদের। এক্ষেত্রে আগামী দিনে রেলের তরফ থেকে জরিমানা সহ অন্যান্য কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানা যাচ্ছে সূত্র মারফৎ। সুতরাং যে সকল যাত্রীরা জেনারেল কামরার টিকিট বুক করে এসি কামরায় উঠে পড়ছিলেন তাদের সতর্ক হতে হবে, তাদের জেনারেল কামরাতেই সফর করতে হবে। এর পাশাপাশি রেলের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, এই ধরনের কোন ঘটনা চোখে পড়লে অথবা অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Advertisements