Salary of NSG: ভারতের NSG সেনাদের নাম শুনলেই ভয়ে কাঁপে শত্রুরা! কত টাকা বেতন পান তারা

Prosun Kanti Das

Published on:

Advertisements

What is the salary of NSG soldiers of India: ২৬ শে এপ্রিল দ্বিতীয় দফার লোকসভা ভোটের দিন সন্দেশখালিতে বিস্ফোরণের আশঙ্কায় সেখানে উপস্থিত হয় এনএসজি বোম স্কোয়ার্ড। গোটা সন্দেশখালি জুড়ে তল্লাশি চালানো হয় রোবট ও অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে। সন্দেশখালির তৃণমূল নেতা সহ শাহজাহানের ঘর থেকে অনেক আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। বেশ কিছু আধুনিক রিভলভারও উদ্ধার করা হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে আবারো খবরের শিরোনামে উঠে এসেছে এনএসজি কমান্ডোদের নাম। কারা এই এনএসজি কমান্ডো? তাদের বেতনই (Salary of NSG) বা কত? বিস্তারিত রইল আজকের প্রতিবেদনে।

Advertisements

১৯৮৪ সালে পাঞ্জাবে স্বর্ণ মন্দিরে লুকিয়ে থাকা খালিস্থানী উগ্রপন্থীদের সাথে লড়াইয়ে মৃত্যু হয় সিআরপিএফ, ভারতীয় সেনা ও পাঞ্জাব পুলিশ মিলিয়ে মোট ৮৩ জন জওয়ানের। সেই বছরই ৩১শে অক্টোবর ব্যক্তিগত দেহরক্ষীর হাতেই মৃত্যু হয় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর। এই ঘটনার পরেই এই ধরনের বড় সমস্যার থেকে রক্ষা পাবার জন্য ভারত সরকারের পক্ষ থেকে গঠন করা হয় ন্যাশনাল সিকিউরিটি গার্ড। বর্তমানে এনএসজি কমান্ডোরাই (Salary of NSG) ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর মধ্যে সর্বশ্রেষ্ঠ।

Advertisements

একাধিক ভারতীয়কে পণ বন্দি করে রাখা হোক, প্লেন হাইজ্যাক করা হোক বা এই ধরনের যেকোনো বড় সমস্যার ক্ষেত্রে সন্ত্রাসবাদীদের উপর মুহুর্তের মধ্যে প্রাণঘাতী হামলা চালাতে পারে এনএসজি কমান্ডো (Salary of NSG)। যেকোনো পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলানোর প্রশিক্ষণপ্রাপ্ত এঁরা। এই দল গুলি চালায় সন্ত্রাসবাদিকে ভয় দেখানোর জন্য নয়, সন্ত্রাস দমন করার জন্য। সরাসরি শত্রুর মাথায় গুলি করার ক্ষমতা রয়েছে এই দলের। ভারতের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের সুরক্ষা প্রদান করা, আইইডির মতন বিস্ফোরণ খুঁজে বের করে তাকে নিষ্ক্রিয় করা, পণবন্দি উদ্ধার মিশন বা সন্ত্রাসবাদী হামলা এই ধরনের যে কোন বড় সমস্যায় উদ্ধার কার্যে এগিয়ে আসে এনএসজি কমান্ডো।

Advertisements

আরও পড়ুন ? Pakistan Moon Mission: ভারতের দেখাদেখি, এবার চন্দ্র মিশনে পাকিস্তান! এই দিন হবে উৎক্ষেপণ

এনএসজি এর অধীনে মোট তিনটি দল কাজ করে। স্পেশাল রেঞ্জার গ্রুপ, স্পেশাল কম্পোজিট গ্রুপ ও স্পেশাল অপারেশন গ্রুপ। এনেসজিতে নিয়োগ করার আগে ৯০ দিনে মোট ২৬ রকমের ট্রেনিং দেওয়া হয় জওয়ানদের। টার্গেট শুটিং, ফিজিক্যাল ফিটনেস, প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে বাঁচিয়ে রাখার ক্ষমতা সবকিছুরই প্রশিক্ষণ দেওয়া হয় এই ৯০ দিনের মধ্যে। যাঁরা প্রশিক্ষণ নিতে আসেন, তাঁরা যে সবাই এই দলে যোগ দিতে পারবেন তা কিন্তু নয়। প্রশিক্ষণ নিতে আসা ৭০ থেকে ৮০ শতাংশ মানুষই ফেরত চলে আসেন প্রশিক্ষণ চলাকালীনই। যাঁরা শেষ অব্দি টিকে থাকতে পারেন তারাই এনএসজিতে যোগদান করতে পারেন।

ভারতের প্রতিরক্ষা বাহিনীর অন্তর্ভুক্ত ন্যাশনাল সিকিউরিটি গার্ড হিসেবে যোগদান করতে গেলে তিনটি পর্যায়ে অতিক্রম করে আসতে হয়। প্রথম পর্যায়ে যোগ্যতা ভিত্তিক নির্বাচন, দ্বিতীয় পর্যায়ে ৯০ দিনের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং তৃতীয় পর্যায়ে ৯০ দিনের প্রশিক্ষণ থেকে উত্তীর্ণদের আবারো চূড়ান্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণ চলে ৯ মাসব্যাপী। এনএসজি কমান্ডোদের সমগ্র দলের গড় বার্ষিক বেতন (Salary of NSG) 10 লক্ষ টাকা ধার্য করা হয়েছে। পদ হিসেবে একেক জন একেক রকম বেতন পান। সর্বনিম্ন ৩০ থেকে ৪০ হাজার টাকা থেকে বেতন শুরু হয়।

Advertisements