World Largest Airport: বিশ্বের বৃহত্তম বিমানবন্দর তৈরি হচ্ছে দুবাইয়ে! থাকবে এইসব বৈশিষ্ট্য

Prosun Kanti Das

Published on:

Advertisements

The largest airport in the world with these features is being built in Dubai: সংযুক্ত আরব আমিরশাহী বিশ্বের দরবারে ইতিহাস গড়তে চলেছে। বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দরটি (World Largest Airport) গড়ে উঠতে চলেছে দুবাইয়ে। ওয়ার্ল্ড সেন্টার বা আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণাঙ্গ রুপ হিসেবে প্রকাশ পেতে চলেছে বিমানবন্দরটি। বিশাল এলাকা জুড়ে গড়ে ওঠা এই বিমানবন্দরটি দুবাইয়ের কেন্দ্র থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ – পশ্চিমে অবস্থিত। বিশ্বের সর্ববৃহৎ হবার পাশাপাশি সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর হিসেবেও পরিচিতি পেতে পারে দুবাইয়ের বিমানবন্দরটি। বিমানবন্দরটিকে পরিকল্পনা করা হয়েছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সহযোগে। এছাড়াও, বিমানবন্দরটি পরিবেশ বান্ধবও হতে চলেছে।

Advertisements

সম্প্রতি দুবাইয়ের শাসক স্বয়ং এই বিমানবন্দর তৈরি করার ঘোষণা করেছেন। বিমানবন্দরটির জন্য বরাদ্দ করা হয়েছে ৩৫ লক্ষ বিলিয়ন মার্কিন ডলার। বিমানবন্দরটির নতুন নামকরণ করা হবে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর (World Largest Airport) হিসাবে। ৪০০ টি এয়ারক্রাফট এবং ৫ টি সমান্তরাল রানওয়ে যুক্ত এই বিমানবন্দরটিতে চলাচল করতে পারবে ২৬০ মিলিয়ন যাত্রী।

Advertisements

আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরটি (World Largest Airport) চালু করা হয় ২০১০ সালের জুন মাসে। ২০১৩ সালের অক্টোবর মাসে প্রথম বিমান অবতরণ হয় এই বিমানবন্দরটিতে। উইজ এয়ার এ ৩২০ নামক এই বিমানটি যাত্রীবাহী বিমান ছিল। বিমানবন্দরটিকে ভবিষ্যতে অর্থনৈতিক পরিকাঠামোর মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে পরিকল্পনামাফিক নকশা তৈরি করা হয়। সেইমতো এখনো চলছে নির্মাণ কাজ। নির্মাণ কাজ শেষ হলে এই বিমানবন্দরকে ব্যবহার করে প্রতিনিয়ত যাতায়াত করতে পারবেন 16 কোটিরও বেশি মানুষ। এছাড়াও ১ কোটি ২০ লক্ষ টন মালপত্র বহন করার সুবিধাও থাকবে বিমানবন্দরটিতে।

Advertisements

আরও পড়ুন ? Plane Fare New Rules: প্লেন ভাড়ায় আর নেওয়া যাবে না এই ৭ চার্জ! বদল আনল DGCA

বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর গুলির চেয়ে অনেক বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরটি (World Largest Airport)। বিমানবন্দরটির উন্নয়ন কার্য পরিচালনার দায়িত্ব রয়েছেন দুবাই ইন্টারন্যাশনাল বিমানবন্দরের সিইও। ১৪৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত বিমানবন্দরটিতে ২০২৩ সালে যাত্রী ধরনের ক্ষমতা ছিল ৮ কোটি ৬৮ লক্ষ। এই বছর তা বাড়িয়ে ৮ কোটি ৮২ লক্ষ্যে পৌঁছানোর চেষ্টায় রয়েছে কর্তৃপক্ষ।

আগামী বছর এই লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৯ কোটি ৩২ লক্ষ্য করা হবে। এইভাবে পর্যায়ক্রমে বাড়াতে বাড়াতে ২০২৭ সালে পূর্ণাঙ্গ রূপে প্রকাশিত হবে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরটি (World Largest Airport)। কর্তৃপক্ষের দাবি বিমানবন্দরটির কাজ সম্পূর্ণ হলে বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম বিমানবন্দর হিসেবে পরিচিতি পাবে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের অর্থনীতির ও মূল কাঠামো হিসেবে প্রকাশ পেতে পারে বিমানবন্দরটি।

Advertisements