Tricks to Reduce Electric Bill: সারাদিন এসি চালিয়েও কম আসবে বিল, শুধু মানতে হবে এই ৮ ট্রিকস

Prosun Kanti Das

Published on:

Advertisements

Tricks to reduce Electric Bill even after running AC all day: ইতিমধ্যেই তাপমাত্রা ৪৩° পার। বাইরের গনগনে রোদে বেরোনো দায়। বাড়িতে থাকলেও এসি ছাড়া থাকা যাচ্ছে না। বিদ্যুৎ বিলের চিন্তায় সর্বক্ষণ এসি চালানো যাচ্ছে না। তবে নিমেষেই দূর হবে বিদ্যুৎ বিলের চিন্তা। যদি বেশ কিছু উপায় মেনে চলেন। তাই আসুন সময় নষ্ট না করে বিদ্যুৎ বিল কমানোর ৮টি উপায় (Tricks to Reduce Electric Bill) জেনে নেওয়া যাক।

Advertisements
বারংবার এসি অন-অফ না করা

এসি চালানো সত্বেও বিদ্যুৎ খরচ হবে কম যদি বারবার এসি অন-অফ না করেন (Tricks to Reduce Electric Bill)। কারণ একাধিকবার যদি AC চালু করেন, বন্ধ করেন এতে কম্প্রেসারে ধাক্কা লাগে। যার ফলে ইউনিট খরচ অনেকটাই হয়ে যায়। তাই এসি বারবার অন-অফ করবেন না। এই উপায়টি মেনে চললে বিদ্যুৎ বিল অর্ধেক হয়ে যাবে।

Advertisements

এসির তাপমাত্রার নির্দিষ্টকরণ

বিদ্যুৎ খরচ কম করার অন্যতম একটি উপায় হল এসির তাপমাত্রা নির্দিষ্ট করা। অনেকেই এসির তাপমাত্রা কমিয়ে রাখে এতে কম্প্রেসারে চাপ পড়ে। যার ফলে হু হু করে বিদ্যুৎ খরচ হয়। তাই এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা ভালো। এতে প্রায় ৩০ শতাংশ বিদ্যুৎ বিল কম হয়।

Advertisements
দরজা জানালা বন্ধ রাখা

এসি চালালে অবশ্যই ঘরের দরজা জানালা বন্ধ করে রাখবেন। যার ফলে ঘর দ্রুত ঠান্ডা হবে এবং এসির বিদ্যুৎ খরচ কম হবে।

৫ স্টার এসি ব্যবহার

স্টার অনুযায়ী বিভিন্ন এসির বিভিন্ন দাম হয়। এক্ষেত্রে কম দামের এসি নেওয়ার জন্য অনেকে ৩ স্টার এসি কেনেন। কিন্তু অপরদিকে এই এসি ব্যবহারে মোটা টাকা বিদ্যুৎ বিল আসে। তাই একবার একটু দাম দিয়ে ৫ স্টার এসি কিনলে এই মোটা টাকার বিলের ধাক্কা আর সামলাতে হবে না।

এসির আউটডোর রোদ থেকে দূরে রাখা

এসি চালানোর ক্ষেত্রে কম্প্রেসারের দিকে নজর দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ এসির কম্প্রেসার যদি সমস্যা করে তাহলে এসি চালানো দায় হয়ে উঠবে। তাই কম্প্রেসারকে স্বাভাবিক রাখতে এসির আউটডোর ইউনিট সব সময় রোদ থেকে দূরে রাখবেন (Tricks to Reduce Electric Bill) । যার ফলে কম্প্রেসারে চাপও পড়বে না এবং বিদ্যুৎ খরচ কম হবে।

এসির সাথে সিলিং ফ্যান ব্যবহার

ঘরে এসি চালানোর সময় অবশ্যই সিলিং ফ্যান ব্যবহার করবেন। অনেকেরই ধারণা রয়েছে এসি ও সিলিং ফ্যান দুটো ব্যবহার করলে বিদ্যুৎ বিল বেশি আসে। কিন্তু না, এ দুই মেশিন একসাথে ব্যবহার করলে ঘর দ্রুত ঠান্ডা হয় এবং কম্প্রেসারের চাপ কমে। যার ফলে ইউনিট খরচও অনেকটাই কম হয়।

আরও পড়ুন ? Electricity Bill of AC: প্রতিদিন ৮ ঘণ্টা চললে দেড় টন এসিতে কত আসবে বিল! রইল সহজ হিসেব-নিকেশ

অন্যান্য ইলেকট্রিক যন্ত্র বন্ধ রাখা

ইলেকট্রিক বিল খরচ কম করতে এসি চালানোর সময় বন্ধ রাখুন ঘরের অন্যান্য ইলেকট্রিক যন্ত্র। অর্থাৎ বাড়িতে যখন এসি চালাবেন তখন ফ্রিজ, টিভি, অন্যান্য ইলেকট্রিক যন্ত্রগুলি বন্ধ রাখলে বিদ্যুতের ইউনিট কম পোড়ে। ফলে মাসে মোটা টাকা ইলেকট্রিক খরচে দিতে হয় না।

নিয়ম করে সার্ভিস করা

বিদ্যুৎ বিল খরচ কম করার অন্যতম উপায় (Tricks to Reduce Electric Bill) হল এসি সার্ভিস করা। দীর্ঘদিন এসি চললে তার ভিতরে ধুলোবালি জমা হয়। এতে কুলিং পদ্ধতি কমে যায়। তাই বিদ্যুৎ খরচ কম করতে এসি সার্ভিস করান। এতে ঘর দ্রুত ঠান্ডা হবে।

Advertisements