নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশে যে সকল নাগরিকদের হাতে স্মার্টফোন রয়েছে তাদের অধিকাংশ গ্রাহকদের হাতেই রয়েছে জিওর (Jio) সিম কার্ড। আসলে মুকেশ আম্বানির সংস্থার তরফ থেকে গ্রাহকদের সস্তায় পরিষেবা এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উপহার দেওয়ার ফলেই তাদের গ্রাহক সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও ভারতে পরিষেবার দেওয়া শুরু করার আগে মোবাইল খরচ অনেকটাই বেশি ছিল গ্রাহকদের। তবে জিও যেমন মোবাইল খরচ কমিয়ে দিয়েছে ঠিক সেইরকমই আবার গ্রাহকদের দিয়েছে নতুন নতুন প্রযুক্তির উপহার। জিওর দৌলতেই গ্রাহকরা প্রথম 4G পরিষেবা উপভোগ করার সুযোগ পান, আবার জিওর দৌলতেই গ্রাহকরা প্রথম 5G পরিষেবা ব্যবহার করার সুযোগ পেয়েছেন।
অন্যদিকে এই টেলিকম সংস্থার যে সকল রিচার্জ প্ল্যান রয়েছে সেই সকল রিচার্জ প্ল্যানের সংখ্যা অনেক। যে কারণে গ্রাহকরা রিচার্জ করতে যাওয়ার সময় অনেক ক্ষেত্রেই কোনটি রিচার্জ করবেন তা নিয়ে ধন্দে পড়ে যান। আসলে অনেক সময় দেখা যায় মোটামুটি একই ধরনের পরিষেবা দেওয়া হলেও রিচার্জের খরচে ফারাক রয়েছে। ঠিক সেই রকমই দুটি রিচার্জ প্ল্যান হলো ৫৮৯ টাকা এবং ৫৩৩ টাকার। এই দুটির রিচার্জ প্ল্যান নিয়ে অনেকেই ধন্দে থাকেন কোনটি রিচার্জ করবেন তা নিয়ে। কেননা দুটি রিচার্জ প্ল্যানেই গ্রাহকদের প্রতিদিন ২ জিবি করে ডেটা দেওয়া হয়, অথচ দুই রিচার্জ প্ল্যানের দামে ৫৬ টাকা ফারাক। তবে কিছু কিছু ক্ষেত্রে ফারাক রয়েছে।
৫৮৯ টাকা: এই রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা ৫৬ দিন ভ্যালিডিটি পেয়ে থাকেন। এর সঙ্গে পাওয়া যায় আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস, প্রতিদিন ২ জিবি করে ডেটা, জিও টিভি, জিও ক্লাউড, জিও সিনেমা সাবস্ক্রিপশন। এর সঙ্গে রয়েছে এক বছরের জন্য Disney+Hotstar সাবস্ক্রিপশন।
৫৩৩ টাকা : ৫৩৩ টাকার রিচার্জ প্ল্যানের সঙ্গে ৫৮৯ টাকার রিচার্জ প্ল্যানে ফারাক কেবল একটি জায়গাতেই। আর সেটি হল Disney+Hotstar সাবস্ক্রিপশন। ৫৩৩ টাকার রিচার্জ প্ল্যানে কেবলমাত্র Disney+Hotstar সাবস্ক্রিপশন যাওয়া হচ্ছে না, বাকি সমস্ত অফার এক। এছাড়াও ৫৩৩ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা JioSavaan pro পাবেন।
সুতরাং ৫৮৯ টাকা এবং ৫৩৩ টাকার রিচার্জ প্ল্যানের মধ্যে ৫৬ টাকার পার্থক্য থাকলেও কিন্তু সুবিধা অধিকাংশ ক্ষেত্রেই এক। এক্ষেত্রে গ্রাহকরা নিজেদের চাহিদা মত যে কোন একটি রিচার্জ প্ল্যান করতে পারেন।