মাথায় হাত গ্রাহকদের! এবার দুম করে এত শতাংশ বাড়তে পারে হেলথ ইনস্যুরেন্সে প্রিমিয়াম খরচ

Shyamali Das

Published on:

Advertisements

Health Insurance Premium Cost: সরকারের তরফ থেকে নাগরিকদের জন্য স্বাস্থ্য বীমা (Health Insurance) দেওয়া হয়ে থাকে। তবে তাহলেও দেশের বড় সংখ্যার নাগরিকদের আলাদা করে স্বাস্থ্য বীমা করিয়ে থাকতে দেখা যায়। স্বাস্থ্য বীমা নিয়ে আগে মানুষ খুব বেশি সচেতন ছিলেন না, তবে করোনাকাল থেকে স্বাস্থ্য বীমা নিয়ে দেশের অধিকাংশ মানুষ খুব সচেতন। তবে এবার স্বাস্থ্য বীমার প্রিমিয়াম খরচ (Health Insurance Premium Cost) বেড়ে যেতে পারে বলেই জানা যাচ্ছে।

Advertisements

করোনাকাল থেকে দেশের বড় সংখ্যার মানুষেরা স্বাস্থ্যবিমান নিয়ে সচেতন হওয়ার কারণে বহু স্বাস্থ্যবিমায় নিজেদের নাম নথিভুক্ত করেছেন। কিন্তু সম্প্রতি স্বাস্থ্য বীমার প্রিমিয়াম খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা ওই সকল গ্রাহকদের মাথায় হাত বসাচ্ছে। কেননা যা জানা যাচ্ছে তাতে অনেকটাই বাড়তে পারে প্রিমিয়াম খরচ। চলুন দেখে নেওয়া যাক নতুন খরচ সম্পর্কে কি জানা যাচ্ছে।

Advertisements

আইআরডিএআই অর্থাৎ ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া বেশ কিছু নিয়মে বদল আনার কারণেই প্রিমিয়ামের খরচ বেড়ে যাবে বলে আশঙ্কা তৈরি হয়েছে। যে সকল নিয়মের পরিবর্তন আনা হয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো, স্বাস্থ্য বীমার ক্ষেত্রে আগে ওয়েটিং পিরিয়ডের মেয়াদ ছিল চার বছর, যা কমিয়ে তিন বছর করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ম মেনে চলতে হলেই পলিসির প্রিমিয়াম বাড়ানোর বিষয়ে বিবেচনা করতে পারে সংস্থাগুলি।

Advertisements

আরও পড়ুন ? Maa Canteen Menu Change: গরমে মা ক্যান্টিনের খাবারের মেনুতে বদল! মিলবে জিভে জল আনা এইসকল স্বাস্থ্যকর খাবার

সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে প্রিমিয়াম খরচ ১০ থেকে ১৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে। শুধু জল্পনা নয়, ইতিমধ্যেই বেশ কিছু সংস্থা তাদের গ্রাহকদের প্রিমিয়াম খরচ বৃদ্ধির বিষয়ে মেইল মারফত অবগত করেছে। যে সমস্ত সংস্থা এমন পদক্ষেপ নিয়েছে তাদের মধ্যে অন্যতম হলো HDFC ERGO। তাদের তরফ থেকে ৭.৫% থেকে শুরু করে ১২.৫% প্রিমিয়ামের খরচ বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে সরকারের বড় ঘোষণা অনুযায়ী এবার যে কোন বয়সী মানুষেরাই হেলথ ইন্সুরেন্স ক্রয় করতে পারবেন। কেননা আগের ৬৫ বছরের যে সীমা ছিল তা তুলে দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এবার স্বাস্থ্য বীমা কেনার ক্ষেত্রে কোনো রকম বয়সের প্রসঙ্গ থাকবে না। তবে যেহেতু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাস্থ্য খাতে ঝুঁকি বেড়ে যায়, তাই বয়স যত বাড়বে ততই প্রিমিয়াম খরচ বাড়বে।

Advertisements