These 14 products including eye drops have been banned of Baba Ramdev’s Patanjali: পতঞ্জলির প্রোডাক্ট সারা ভারতবর্ষে আয়ুর্বেদিক প্রোডাক্ট হিসেবেই বিক্রি হয়ে এসেছে। মানুষের বিশ্বাস অর্জন করতে খুব বেশিদিন সময় লাগেনি এই কোম্পানির। তার সঙ্গে বাড়তি পাওনা হলো বাবা রামদেব। যার ওপর ভরসা করে দেশের কোটি কোটি জনগণ এই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করে আসছিলেন। কিন্তু সাম্প্রতিক কালে তাদের বেশ কিছু প্রোডাক্টকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। এমন কি ঘটলো যাতে বাতিল করা হলো এই কোম্পানির ১৪ টি প্রোডাক্টকে (Patanjali Products)?
সুপ্রিম কোর্টের কাছ থেকে আগেই ধাক্কা খেয়েছিল এই কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট, সম্প্রতি উত্তরাখন্ড সরকারের কাছ থেকেও ঠিক একইভাবে ধাক্কা খেতে হল পতঞ্জলির অন্তর্গত দিব্য ফার্মেসির ১৪ টি প্রোডাক্টকে। উত্তরাখণ্ড ড্রাগ কন্ট্রোল বিভাগের লাইসেন্সিং কর্তৃপক্ষ নিষিদ্ধ করল এই প্রোডাক্টগুলোকে (Patanjali Products)। নিশ্চয়ই এতক্ষণে জানতে ইচ্ছা করছে প্রোডাক্টগুলোর নাম কি কি? চলুন এক নজরে দেখে নিই আজকের প্রতিবেদনটিতে।
দিব্য ফার্মেসির যে পণ্যগুলিকে (Patanjali Products) নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে রয়েছে শ্বাসারি গোল্ড, শ্বাসারী ভাটি, দিব্য ব্রঙ্কম, শ্বাসারি প্রবাহী, শ্বাসারি আভালেহ, মুক্ত ভাটি এক্সট্রা পাওয়ার, লিপিডম, বিপি গ্রিট, মধুগ্রিত, মধুনাশিনী ভাটি এক্সট্রা পাওয়ার, লিভামৃত অ্যাডভান্স, লিভোগ্রিট গোল্ড, এবং পতঞ্জলি দৃষ্টি আই ড্রপ।
আরও পড়ুন ? Property of Ramdev Baba: একসময় কিছুই ছিল না, এখন কত কোটি টাকা বানিয়েছেন রামদেব বাবা
ড্রাগ কন্ট্রোল বিভাগের বক্তব্য অনুসারে জানা যায় যে, দিব্য ফার্মেসির লাইসেন্স তার পণ্যের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য না দেওয়ার জন্য বন্ধ করা হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের কাছ থেকেও পতঞ্জলি তাদের কিছু পণ্যের বিভ্রান্তিকর বিজ্ঞাপনের কারণে তিরষ্কৃত হয়েছে। গত ৩০শে এপ্রিল আদালতে শুনানি হবে যোগগুরু স্বামী রামদেবের বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনা যায় কিনা সেই প্রসঙ্গে। বাবা রামদেব বলেন পতঞ্জলি আয়ুর্বেদের প্রধান স্রষ্টা।
এই বিষয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি বলেছেন যে, পতঞ্জলির বিভিন্ন দ্রব্য সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে সাধারণ মানুষের কাছে এবং এটি চরম সীমায় পৌঁছে গেছে বলেই আদালতে এই কোম্পানিকে নিয়ে মামলা করা হচ্ছে। বলা হয়েছে যে বাবা রামদেব কোরোলিনের মাধ্যমে কোভিড এর চিকিৎসা করার কথা বলেছেন। এটির দ্বারা তিনি আধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্মানহানি ঘটিয়েছেন। বাবা রামদেব আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে বোকা বলে দাবি করেছেন