After Rs 2000 notes, RBI has new announced a 10 Rupee Notes: বর্তমানে খুচরোর সমস্যা নিয়ে ভুগছে গোটা দেশ। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যখন হাটে-বাজারে কিংবা যানবাহনে যাত্রা করছেন তখন আপনাকে ১০ টাকার নোটের খারাপ অবস্থার জন্য প্রায়ই সমস্যায় পড়তে হচ্ছে। বাজারে ১০ টাকার নোটের ভালো অবস্থা দেখা যায় না বললেই চলে এবং সাধারণ জনগণকে এই নিয়ে খুবই সমস্যাই পড়তে হচ্ছে। সম্প্রতি দশ টাকা নিয়ে রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্ত (RBI on 10 Rupee Notes) সম্পর্কে জানতে পারবেন এই প্রতিবেদনে।
হাটে বাজারে গেলে দেখবেন বেশিরভাগ মানুষ দুর্দশাগ্রস্থ ১০ টাকার নোট নিতে অস্বীকার করছেন। এমনকি যানবাহনে উঠলে মানুষকে এই দশ টাকা খুচরোর জন্য ঝামেলা পর্যন্ত করতে হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, বর্তমান বাজারে ১০ টাকা কিন্তু অচল নয় এটি সম্পূর্ণরূপে বৈধ। মানুষ চাইলে পুরনো ১০ টাকা ব্যাংকে জমা দিয়ে তার পরিবর্তে নতুন দশ টাকা নিতে পারে। কিন্তু আরবিআই এর সিদ্ধান্ত অনুসারে দশ টাকার বেহাল অবস্থা ঠিক করার জন্য বাজারে আসতে চলেছে খুব শীঘ্রই নতুন 10 টাকার নোট।
আপনারা নিশ্চয়ই জানেন না যে একটি দশ টাকার নোট তৈরি করতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কত খরচ হতে পারে। রিজার্ভ ব্যাঙ্কের একটি তথ্য থেকে আমরা জানতে পারি একটি ১০ টাকার নোট তৈরি করতে খরচ পড়ে মাত্র ১.০১ টাকা। কিন্তু সম্প্রতি যে নোটগুলো তৈরি হয়েছে তা মোটেই বেশিদিন টেকসই হচ্ছে না। তাই নোটের পরিবর্তে কয়েনের প্রচলন বাড়ানোর চেষ্টা চলছে (RBI on 10 Rupee Notes)।
বেশিদিন টেকসই হচ্ছে না বলে আরবিআই এর তরফ থেকে ১০ টাকার নোটের তৈরি করা(RBI on 10 Rupee Notes) প্রায় হচ্ছে না বললেই চলে। বর্তমানে ১০ টাকার নোট ছাপানো প্রায় বন্ধ হওয়ার মুখে। তবে প্রত্যেকটি মানুষের কাছেই পুরনো ১০ টাকার নোট রয়েছে যদি আপনি পুরনো নোট পরিবর্তন করতে চান তাহলে তা ব্যাংকের থেকে পরিবর্তন করতে হবে।
নোট বন্দির পরে মানুষকে নতুন নোট নিয়ে খুবই সমস্যায় পড়তে হয়েছিল বিশেষ করে ১০০ টাকা। নতুন নোটগুলো আগের নোটের মতো টেকসই হচ্ছিল না এবং সহজেই তা নষ্ট হয়ে যাচ্ছিল। এমন নোট নিয়ে বাজারে গিয়ে অনেককেই সমস্যায় পড়তে হচ্ছে। তবে রিজার্ভ ব্যাংক এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যে আর কাউকে ১০০ টাকার নোট নিয়ে সমস্যায় পড়তে হবে না।