LIC Jeevan Shiromani Plan: লটারির ভাগ্যের খেলা অতীত! এবার LIC-র এই স্কিমই দিচ্ছে ১ কোটি

Prosun Kanti Das

Published on:

Advertisements

LIC Jeevan Shiromani Plan is offering Rupees 1 crore: লাইফ ইন্সুরেন্স কোম্পানির তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা রয়েছে সাধারণ মানুষের সুবিধার্থে। কোন মিউচুয়াল ফান্ড বা ওই জাতীয় সংস্থায় বিনিয়োগের চেয়ে ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসির মতন নিশ্চিত রিটার্ন পাওয়ার সম্ভাবনা যুক্ত প্রকল্পগুলিতে বিনিয়োগ করতেই বেশি উৎসাহী সাধারণ মানুষ। যারা নির্দিষ্ট একটি মেয়াদের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ রিটার্ন পাওয়ার আশা রাখেন, তাদের জন্য এলআইসির নতুন স্কিমটি একেবারে উপযুক্ত।

Advertisements

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার নন লিংকড স্কিমগুলির মধ্যে অন্যতম এলআইসি জীবন শিরোমণি প্ল্যান (LIC Jeevan Shiromani Plan)। এই স্কিমে ব্যাপক রিটার্ন পাওয়ার সুবিধা থাকে। এছাড়া সুদের ক্ষেত্রেও একাধিক সুযোগ-সুবিধা পাওয়া যায় এই স্কিমটিতে। এলআইসি জীবন শিরোমণি প্ল্যান সংক্রান্ত খুঁটিনাটি বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য রইল আজকের প্রতিবেদনে।

Advertisements

এলআইসি জীবন শিরোমণি প্ল্যানটি (LIC Jeevan Shiromani Plan) হল একটি লিমিটেড মানিব্যাক, অ্যাসিওরেন্স প্ল্যান। একটি ইন্ডিভিজুয়াল, ননলিঙ্কড, লাইফ অ্যাসিওরেন্স প্ল্যান। এই প্ল্যানটিতে বিনিয়োগ করতে চাইলে, গ্রাহককে কমপক্ষে ১ কোটি টাকার অ্যাসিওরেন্সের উপর বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করার ক্ষেত্রে কোন ঊর্ধ্বসীমা নির্ধারণ করা নেই। প্রিমিয়াম দেবার ক্ষেত্রে বার্ষিক অথবা মাসিক চুক্তিতে প্রিমিয়াম দেওয়া সম্ভব।

Advertisements

আরও পড়ুন ? LIC: আপনার থেকে টাকা নিয়ে সেই টাকা কোথায় খাটায় LIC! কীভাবে আপনাকে দেয় বেশি রিটার্ন

জীবন শিরোমণি প্ল্যানে বিনিয়োগ করার জন্য ৪ টি মেয়াদ নির্দিষ্ট করা রয়েছে। ১৪ বছর, ১৬ বছর, ১৮ বছর ও ২০ বছর। ন্যূনতম ১৮ বছর থেকে শুরু করে ৫৫ বছর বয়সী অব্দি ব্যক্তিরা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। ৪৫ বছরের কম বিনিয়োগকারীরা সর্বোচ্চ ২০ বছরের মেয়াদে বিনিয়োগ করতে পারেন। আর ৫৫ বছর বয়সীরা সর্বনিম্ন ১৪ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। ৪৫ থেকে ৫০ বছর বয়সীরা ১৬ বা ১৮ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন এই স্কিমে। এই প্রকল্পে অন্তত এক বছরের প্রিমিয়াম শোধ করার পর, লোন নেবার সুবিধাও পাবেন গ্রাহকরা।

১ কোটি টাকার রিটার্ন পাবার জন্য ২৯ বছর বয়সে কোন ব্যক্তি যদি ১৬ বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে প্রথম বছর প্রতি মাসে ৬১ হাজার ৪৩৮ টাকা প্রিমিয়াম দিতে হবে বিনিয়োগকারীকে। দ্বিতীয় বছর থেকে প্রতিমাসে ৬০ হাজার ১১৫ টাকা করে প্রিমিয়াম দিতে হবে। তাহলে ১৬ বছর পর ১ কোটি ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা ফেরত পাবেন ওই ব্যক্তি। স্কিমটি (LIC Jeevan Shiromani Plan) চলাকালীন যদি পলিসি হোল্ডার মারা যান তবে নমিনি নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেরত পাবেন।

Advertisements