MS Dhoni is earning big money by growing this expensive fruit in his farm house and exporting it to Dubai: ভারতীয় ক্রিকেট দলের অন্যতম জনপ্রিয় সদস্য হিসেবে পরিচিত এম এস ধোনি। ক্রিকেটার হিসেবে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন তিনি। উইকেট কিপিং হোক কিংবা ব্যাটিং, ক্যাপ্টেন্সি হোক কিংবা টিম মেম্বার যেকোনো পরিস্থিতিতে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। প্রায় ৪ বছর আগে আন্তর্জাতিক ভারতীয় ক্রিকেট দল থেকে অবসর গ্রহণ করেছেন, কিন্তু এখনো আইপিএলে মাঠ কাঁপাচ্ছেন সমান তালে। তবে শুধু ক্রিকেটের ময়দানে নয়, চাষবাসের ক্ষেত্রেও তার বেশ আগ্রহ রয়েছে। নিজস্ব আস্ত একটা ফার্ম (MS Dhoni Farm House) রয়েছে তাঁর।
ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেট দল থেকে অবসর গ্রহণ করেছেন ঠিকই, কিন্তু ময়দান ছাড়েননি। আন্তর্জাতিক স্তরের খেলায় অংশগ্রহণ করবেন না তিনি। কিন্তু দেশীয় টুর্নামেন্টে এখনো অংশগ্রহণ করছেন এবং মাঠ কাঁপাচ্ছেন এম এস ধোনি। ২০২৪ এর আইপিএলে চেন্নাইয়ের হয়ে মাঠে নামতে দেখা যাচ্ছে এম এস ধোনিকে। তবে এবার আর অধিনায়ক হিসেবে নয়, সাধারণ টিম মেম্বার হিসেবেই খেলছেন তিনি। ক্রিকেট বা বিভিন্ন বিজ্ঞাপন থেকে তো তিনি মোটা টাকা আয় করেনই, ফার্ম থেকেও বেশ ভালোই ইনকাম হয় তাঁর।
খেলাধুলার পাশাপাশি চাষবাস করতে ভালোবাসেন এম এস ধোনি। এই ভালোবাসার টানেই রাঁচিতে একটি ফার্ম (MS Dhoni Farm House) খুলেছেন তিনি। ৪৩ একর জমি নিয়ে বিস্তৃত ফার্মটির নাম ইজা ফার্ম। সার্বক্ষণের দেখাশোনার জন্য লোক রাখা রয়েছে ঠিকই, তবে সুযোগ পেলেই চাষের কাজে হাত লাগান নিজেই। এই ফার্মটিতে চাষ করা হয় ড্রাগন ফলের। মূলত ফলটি বিদেশি হলেও, বর্তমানে ভারতে এই ফলটি বেশ জনপ্রিয়। বিদেশ থেকে আমদানি হওয়ার কারণে ড্রাগন ফলের বাজার দর ভারতীয় বাজারে অনেক বেশি। ভারতীয় বাজারে প্রতি কেজি ড্রাগন ফলের দাম ৫০০ থেকে ৬০০ টাকা।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য এমএস ধোনির ব্যক্তিগত ফার্মে (MS Dhoni Farm House) ড্রাগন ফল ছাড়াও চাষ করা হয় বিভিন্ন শাকসবজি। ড্রাগন ফলের মতন এত দামি ফল চাষ করার কারণে, তা বিক্রি করে বেশ মোটা টাকা আয় হয়। চাষবাস ছাড়াও আরো একটি শখ রয়েছে তাঁর। বিভিন্ন ধরনের গাড়ি কেনার শখ রয়েছে মহেন্দ্র সিং ধোনির তার ব্যক্তিগত গ্যারেজে ৪ টি বড় গাড়ি সহ ২৩ টি মোটরসাইকেল রয়েছে।
২০০৪ সাল থেকে ১৯ সালের অব্দি ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেট দলের অন্যতম জনপ্রিয় সদস্য হিসেবে যুক্ত ছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ১৯ সালের ২৭শে ফেব্রুয়ারি বিশ্বকাপের মধ্য দিয়ে ভারতীয় দলের খেলার জীবনে ইতি টানেন মহেন্দ্র সিং ধোনি। তবে এখনো আইপিএলে খেলতে দেখা যাচ্ছে তাকে। টেলিভিশনে একাধিক বিজ্ঞাপনে কোলাবারেশনের কাজ করে করে থাকেন তিনি। খেলা, বিজ্ঞাপন, চাষ সবকিছু নিয়েই অবসর জীবন ভালোই কাটাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি।