IAS Himanshu Gupta: চাওয়ালার ছেলে IAS অফিসার! বিনা প্রশিক্ষণে UPSC ক্র্যাক করা হিমাংশুর লড়াই অনুপ্রেরণা দেবে আপনাকেও

Prosun Kanti Das

Published on:

Advertisements

IAS Himanshu Gupta’s struggle to crack UPSC without training will inspire you too: দেশের সবচেয়ে বড় পরীক্ষা ইউপিএসসি উত্তীর্ণ হয়ে আইএএস (IAS Himanshu Gupta) অফিসার হিসেবে নিযুক্ত হলেন হিমাংশু গুপ্ত। তিনি উত্তরাখণ্ডের উধমসিংহ জেলার সীতারগঞ্জে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে পরিবারের সাথে চলে আসেন উত্তরপ্রদেশের বরেলিতে সেখানেই বড় হন তিনি। ছোট থেকে অনেক অভাব দেখে বড় হয়েছেন হিমাংশ। তাঁর বাবা প্রথম জীবনে পেশায় দিনমজুর ছিলেন। পরে একটি চায়ের দোকান খোলেন তিনি। বাবার সাথে চায়ের দোকানে চা বিক্রি করতে হতো হিমাংশুকেও। এত কিছুর পরেও কোন বাধাই আটকাতে পারেনি তাঁকে। আইএএস হবার অদম্য ইচ্ছা এবং কঠোর পরিশ্রম আজ তাকে সাফল্য এনে দিয়েছে। পাশাপাশি হিমাংশু বড় করে তুলেছে বাবার ব্যবসাটিও।

Advertisements

উত্তরপ্রদেশে যে স্কুলে হিমাংশু পড়তেন সেটি তার বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত ছিল। কিন্তু বাড়ি থেকে স্কুল অব্দি যাতায়াত করার জন্য কোন অতিরিক্ত খরচ করার সামর্থ্য তার ছিল না। তাই বেশিরভাগ সময় হেঁটেই যাতায়াত করতে হয়েছে হিমাংশু গুপ্তকে (IAS Himanshu Gupta)। স্কুল জীবন শেষ করে উচ্চ শিক্ষার জন্য চলে আসেন দিল্লি। দিল্লির একটি বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন। পড়াশোনার পাশাপাশি সংসারের আর্থিক সমস্যা মেটানোর জন্য কখনো টিউশন করেছেন, কখনো ব্লগ লিখেছেন, আবার কখনো বাবাকে সাহায্য করেছেন চা বিক্রি করতে।

Advertisements

স্নাতক উত্তীর্ণ হবার পর দিল্লিতেই স্নাতকোত্তরের পড়াশোনা শুরু করেন হিমাংশু গুপ্ত (IAS Himanshu Gupta)। উদ্ভিদবিদ্যা নিয়ে স্বর্ণপদকসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আইএএস হিমাংশ গুপ্তের স্বপ্ন ছিল আইএএস অফিসার হবার। কিন্তু পরিবারের আর্থিক সমস্যার কথা মাথায় রেখে পড়াশোনা শেষ করার পর চাকরিতে যোগ দিতে হয় তাঁকে। স্বপ্নকে কখনো মরে যেতে দেননি তিনি। চাকরির পাশাপাশি গোপনেই চালিয়ে গেছেন স্বপ্ন পূরণের চেষ্টা। তাঁর অদম্য জেদ আর ইচ্ছা শক্তি আজ তাঁকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে।

Advertisements

আরও পড়ুন ? IAS Officer Salary: IAS অফিসার হওয়া মানেই লাইফ স্যাটেল! মাসে মাসে মেলে এত টাকা

ইউপিএসসি পরীক্ষার জন্য প্রশিক্ষণ নেবার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় অর্থাভাব। আইএএস হিমাংশু গুপ্ত (IAS Himanshu Gupta) সেই বাধাকে তোয়াক্কা না করে নিজেই প্রস্তুতি নিতে শুরু করেন। চাকরির পাশাপাশি পড়াশোনা করতে গিয়ে বেশ বেগ পেতে হয় তাঁকে। তাই শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দিয়ে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যান তিনি। পাশাপাশি একটি কলেজে উদ্ভিদ বিদ্যা সংক্রান্ত গবেষণায় নিযুক্ত ছিলেন হিমাংশু গুপ্ত। আইএএস হবার আশায় তিনবার ইউপিএসসি পরীক্ষা দিয়েছেন হিমাংশু গুপ্ত। প্রথম দুবার উত্তীর্ণ হলেও মনের মত চাকরি পাননি তিনি। তিনবারের বার তার স্বপ্ন পূরণ হয়েছে আইএএস অফিসার হতে পেরেছেন হিমাংশু গুপ্ত।

২০১৮ সাল থেকে তিনি ইউপিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। ২০১৮ সালে প্রথমবার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি চাকরি পান ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিসে। এতে খুশি হননি তিনি, চেষ্টা চালিয়ে যেতে থাকেন আইএএস হবার। ২০১৯ সালে আবারো ইউপিএসসি পরীক্ষায় বসেন। এবার তার র‍্যাঙ্ক হয় ৩০৯। আইপিএস অফিসার হিসেবে নিযুক্ত করা হয় তাঁকে। কিন্তু হিমাংশু গুপ্তর স্বপ্ন আইএএস হবার। তাই তৃতীয়বারের জন্য ২০২০ সালে ইউপিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি। এবার সাফল্য আসে। ২০২০ সালের ইউপিএসসি পরীক্ষায় তার র‍্যাঙ্ক হয় ১৩৯। বর্তমানে আইএএস অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে তাঁকে। শেষ পর্যন্ত আইএএস হবার স্বপ্ন পূরণ হয়েছে হিমাংশু গুপ্তর (IAS Himanshu Gupta)। তাঁর ইনস্টাগ্রাম একাউন্টটি সেভাবে ব্যবহৃত না হলেও, তার এই কৃতিত্বের কারণে ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়ে গেছে।

Advertisements