Sanglaphu Lake: পর্যটকদের জন্য আরও সুখবর! সিকিমে খুলে গেল আরও এক ট্যুরিস্ট স্পট

Prosun Kanti Das

Published on:

Advertisements

Another tourist spot Sanglaphu Lake is open for tourists in Sikkim: গরমে হাঁসফাঁস করছে পুরো বাংলা। গরমের হাত থেকে বাঁচতে কিছুদিনের জন্য একটু ঠান্ডা এলাকা থেকে ঘুরে আসলে মন্দ হয় না। স্কুলগুলোতে গরমের ছুটিও পড়ে গেছে। তাই এই সময় ছুটি কাটাতে পাহাড়ি এলাকায় যান বহু মানুষ। যাদের সিকিম যাওয়ার প্ল্যান রয়েছে, তাদের জন্য সুখবর। ৩০ এপ্রিল থেকে নতুন একটি জায়গা খুলে দেওয়া হয়েছে ভ্রমণের জন্য। ০ পয়েন্টের খুব কাছে মঙ্গন জেলার সংলাফু লেক (Sanglaphu Lake), নর্থ সিকিমের পর্যটকদের নতুন আকর্ষণ হতে চলেছে। ৩০শে এপ্রিল থেকে এখানে পর্যটকদের যাতায়াত শুরু হয়ে গেছে।

Advertisements

ইয়ুমসেমডং বা লাচুং এর কাছে ০ পয়েন্ট থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত সংলাফু লেক (Sanglaphu Lake) লেকটির অবস্থান ৫০৮০ মিটার উচ্চতায়। ধর্মীয় দিক থেকে এই লেকের গুরুত্ব বরাবরই অনেক বেশি। শর্তসাপেক্ষে কিছু বিশেষ পর্যটকদের এই লেকে যাবার অনুমতি দেওয়া হত। এখন থেকে সর্বসাধারণের উদ্দেশ্যে এই লেকটিকে খুলে দেওয়া হলো পর্যটন কেন্দ্র হিসেবে। ভ্রমণপিপাসু পর্যটকরা চাইলেই নর্থ সিকিমের এই পবিত্র লেকের চত্বরে প্রবেশ করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

Advertisements

পর্যটকদের আনাগোনা শুরু হতেই যেন প্রাণ ফিরে পেয়েছে সংলাফু লেক (Sanglaphu Lake) বৌদ্ধ সন্ন্যাসীরাও এতে বেশ আনন্দ পেয়েছেন। তারা একটি বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেন সাচুংয়ের সামতেন চোলিং মনস্ট্রিতে। এই প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন লাচুংয়ের স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে, গাড়িচালক, ব্যবসায়ি প্রত্যেকে। বৌদ্ধ সন্ন্যাসীদের মতে এই লেকটি ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের প্রতীক। পর্যটকরা এখন থেকে ধর্মীয় ট্যুর করতে পারবেন। এখান থেকে সবাই মিলে আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা যাক। লেকের পরিবেশ নষ্ট না করে শান্তি বজায় রেখে ভ্রমণ করার জন্য অনুরোধ করা হয়েছে পর্যটকদের।

Advertisements

আরও পড়ুন ? Sikkim Tour on Vande Bharat Express: বদলে যাবে সিকিম ট্যুরের আনন্দ! চলতে পারে বন্দে ভারত এক্সপ্রেস

সিকিমের জনপ্রিয় টুরিস্ট স্পট গুলির মধ্যে অন্যতম হলো গুরুদংমার লেক। এই লেক সংলগ্ন এলাকায় মেঘ ভাঙ্গা বৃষ্টি ও হড়পা বানের জন্য সংলাফু লেক (Sanglaphu Lake) যাবার রাস্তা একেবারেই বন্ধ হয়ে যায় ২০২৩ সালে। পর্যটকদের জন্য একেবারেই টুরিস্ট স্পটটি বন্ধ করে দেওয়া হয়। রাস্তা মেরামতির কাজ সম্পন্ন হলেও, পর্যটকদের জন্য তা খোলা হয়নি তাদের নিরাপত্তার কথা ভেবে। তাই এতদিন পর্যন্ত এই লেক চত্বরে পটকদের আনাগনার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সিকিম প্রশাসনের পক্ষ থেকে।

সিকিমের উত্তর-পূর্ব অংশে রয়েছে সংলাফু লেক (Sanglaphu Lake) এর ঠিক দক্ষিণ দিকে রয়েছে লাচুং লেক এবং পশ্চিমে রয়েছে গুরুদংমার লেক ও হিমবাহ। যার মূল উৎস মূলত তিস্তা নদী। এই লেকটির বিপরীতে গুরুদাংমার মূল সামিট অবস্থিত। আবহাওয়ার কারণে বারবারই সিকিমের রাস্তায় ধস নামে এবং রাস্তা বন্ধ হয়ে যায়। কিন্তু রাস্তা ঠিক থাকলে, বরফ আবৃত নর্থ সিকিম বরাবরই পর্যটকদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে। এখন থেকে এই তালিকায় যুক্ত হল আরো একটি টুরিস্ট স্পট।

Advertisements