নিজস্ব প্রতিবেদন : পড়ুয়াদের যেমন পড়াশোনা নিয়ে চিন্তা থাকে ঠিক সেইরকমই তাদের চিন্তা ভবিষ্যৎ নিয়ে। ভবিষ্যতে কিভাবে নিজেদের স্বাবলম্বী করে তুলবে সেই চিন্তা তাদের আষ্টেপৃষ্ঠে তাড়া করে। শুধু পড়ুয়ারা নয়, এই চিন্তা একইভাবে তাড়া করে থাকে পড়ুয়াদের অভিভাবকদেরও। তবে এই সমস্ত চিন্তার দিন এবার শেষ হলো বানানো একটি পোর্টালের (AICTE Job Portal) পরিপ্রেক্ষিতে।
নতুন যে পোর্টালটির কথা বলা হচ্ছে সেই পোর্টালটি গত ৩০ এপ্রিল তৈরি করা হয়েছে। তৈরি করেছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। ওয়েবসাইটটির নাম দেওয়া হয়েছে ‘আপনা ডট কো’। এই পোর্টালের মাধ্যমে ৩০ লক্ষের বেশি শিক্ষার্থীকে চাকরি এবং প্রশিক্ষণ বা ইন্টার্নশিপ পেতে সাহায্য করবে। চাকরি এবং পেশাদার নেটওয়ার্কিং সংস্থার সহযোগিতায় এই পোর্টাল চালু করা হয়েছে।
নতুন এই পোর্টালের সহযোগিতায় বিভিন্ন সংস্থা প্রতিভাবান পড়ুয়াদের চাকরি দেবে এবং তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাতে সাহায্য করবে। এই উদ্যোগ নতুন স্নাতক পড়ুয়া থেকে শুরু করে চাকরিপ্রার্থীদের সাহায্য করবে, তাদের কেরিয়ার তৈরি করতে সাহায্য করবে। পাশাপাশি এই পোর্টাল চাকরিপ্রার্থীদের সুবিধা অনুযায়ী ডিজাইন করা হয়েছে বলে দাবি করেছেন অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের চেয়ারম্যান টি জি সীতারাম।
আরও পড়ুন ? Sanglaphu Lake: পর্যটকদের জন্য আরও সুখবর! সিকিমে খুলে গেল আরও এক ট্যুরিস্ট স্পট
নতুন এই পোর্টাল থেকে কি কি সুবিধা পাওয়া যাবে? নতুন এই পোর্টাল থেকে ভারতে এবং ভারতের বাইরে অর্থাৎ বিদেশে চাকরির সুযোগ পাওয়া যাবে। এআই প্রযুক্তির ব্যবহার করে বায়োডাটা তৈরি করতে সাহায্য করবে। কোন কাজের সুযোগ এলেই রিয়েল টাইম বিজ্ঞপ্তি চলে আসবে এই ওয়েবসাইটে। কেরিয়ার পরিকল্পনার জন্য বিভিন্ন টুল রয়েছে যেগুলি সাহায্য করবে চাকরিপ্রার্থীদের।
এছাড়াও এই পোর্টালের লক্ষ্য দেশজুড়ে থাকা ১২ হাজারের বেশি কলেজের প্রতিভাবান পড়ুয়াদের সহজেই চাকরি পেতে সাহায্য করা। এই পোর্টালের মাধ্যমে চাকরিপ্রার্থীরা সরাসরি গুগল, অ্যাপেল অথবা মাইক্রোসফট-এর মত বিখ্যাত সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও এই পোর্টালে বিভিন্ন কলেজের পরীক্ষার ফলাফল দেখানোর মতো ড্যাশবোর্ড রাখা হয়েছে।