Axis Bank FD Rates: অ্যাক্সিস ব্যাঙ্ক গ্রাহকদের জন্য সুখবর, বাড়লো ফিক্সড ডিপোজিটে সুদের হার

Prosun Kanti Das

Published on:

Advertisements

Axis Bank has increased interest rates on fixed deposits: বর্তমানে কম-বেশি সকল কর্মরত ব্যক্তিরা আয় করা অর্থ থেকে কিছু টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন। সেই অর্থ সুরক্ষিতভাবে থাকার অন্যতম জায়গা হল ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিম। যেখানে অর্থ যেমন নিরাপদে থাকবে তেমন বাড়বে অর্থের পরিমাণ। ফলে অনেকেই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিমে দীর্ঘ মেয়াদে মোটা টাকা বিনিয়োগ করেন। এক্ষেত্রে গ্রাহকদের জন্য দারুন সুখবর এনেছে অ্যাক্সিস ব্যাঙ্ক। নতুন অর্থবর্ষে ফিক্সড ডিপোজিট স্কিমে বাড়লো সুদের হার (Axis Bank FD Rates)। কোন মেয়াদে কত পরিমান সুদ বাড়লো দেখে নিন তালিকা।

Advertisements

ভারতের সরকারি বেসরকারি খাতে বিভিন্ন ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট স্কিমে বিভিন্ন সুদের হার ঘোষণা করে। এক্ষেত্রে বেসরকারি ব্যাঙ্কের গ্রাহকদের জন্য আনলো নতুন অফার। ২ কোটি থেকে ৫ কোটি টাকার এফডিতে সুদের হারের সংশোধন করলো অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank FD Rates)। ঘোষণা করলেন নতুন সুদের হার। যার সমান সুদ পাবে সাধারণ ও প্রবীণ নাগরিক উভয়ই। মেয়াদকাল রয়েছে ৩০ দিন থেকে ১০ বছর পর্যন্ত। চলুন সময় নষ্ট না করে মেয়াদ অনুযায়ী সুদের হারের তালিকা দেখে নেওয়া যাক।

Advertisements

মূলত যেসব ব্যক্তিরা দু’ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিট করতে চান দেখেনিন কতদিনের মেয়াদে কত পরিমান সুদ দিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক।

Advertisements

৫.৫০ শতাংশ সুদ:- সাধারণ ও প্রবীণ নাগরিক উভয়দের জন্যই ৩০ থেকে ৪৫ দিনের মেয়াদে অ্যাক্সিস ব্যাঙ্কের এফডি স্কিমের সুদের হার ৫.৫০ শতাংশ।

৫.৭৫ শতাংশ:- ৪৬ থেকে ৬০ দিনের মেয়াদে ফিক্সড ডিপোজিটের উপর সাধারণ ও প্রবীন নাগরিক উভয়ই সুদ পাবে ৫.৭৫ শতাংশ।

৬ শতাংশ:- ৬১ দিন থেকে ৩ মাসের কম মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিমে সাধারণ ও প্রবীণ নাগরিক উভয়দের জন্য অ্যাক্সিস ব্যাঙ্ক সুদ দিচ্ছে ৬ শতাংশ।

৬.৭৫ শতাংশ:- ৪ মাস থেকে ৫ মাসের কম মেয়াদে এবং ৫ মাস থেকে ৬ মাসের কম মেয়াদে সাধারণ ও প্রবীন নাগরিক উভয়ই ফিক্সড ডিপোজিট স্কিমে ৬.৭৫ শতাংশ সুদ পাবেন।

৭ শতাংশ:- সাধারণ ও প্রবীণ নাগরিক উভয়ের জন্য ৭ শতাংশ সুদের মেয়াদকাল হল ৬ মাস থেকে ৭ মাসের কম মেয়াদে, ৭ মাস থেকে ৮ মাস কম মেয়াদে এবং ৮ মাস থেকে ৯ মাসের কম মেয়াদে।

৭.২০ শতাংশ:‐ ২৪ মাস থেকে ৩০ মাসের কম মেয়াদে, ৩০ মাস থেকে ৩৬ মাসের কম মেয়াদে, ৩৬ মাস থেকে ৪৮ মাসের কম মেয়াদে এবং ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদে সাধারণ নাগরিক এবং প্রবীণ নাগরিক উভয় অ্যাক্সিস ব্যাঙ্কের এফডি স্কিমে বিনিয়োগ করা অর্থের উপর সুদ পাবে ৭.২০ শতাংশ (Axis Bank New FD Rate)।

৭.২৫ শতাংশ:- অ্যাক্সিস ব্যাঙ্কের এফডি স্কিমে বিনিয়োগ করা অর্থের উপর ৭.২৫% সুদ পাবে সাধারণ প্রবীর নাগরিক উভয়। তবে এই সুদের মেয়াদকাল হল ৯ মাস থেকে ১০ মাসের কম মেয়াদে, ১০ মাস থেকে ১১ মাসের কম মেয়াদে, ১১ মাস থেকে ১১ মাসের ২৫ দিন কম মেয়াদে এবং ১১ মাস ২৫ দিন থেকে ১ বছরের কম মেয়াদে।

৭.৪৫ শতাংশ:- ১ বছর ৪ মাস থেকে ১বছর ৫ মাসের কম মেয়াদে, ১ বছর ৫ মাস থেকে ১ বছর ৬ মাস কম মেয়াদে এবং ১ বছর ৬ মাস থেকে ২ বছরের কম মেয়াদে বিনিয়োগ করা অর্থের উপর সুদ পাওয়া যাবে ৭.৪৫ শতাংশ।

আরও পড়ুন ? Change of Banking Rules: টাকা লেনদেনের নিয়মে বড় বদল! ইয়েস ব্যাঙ্ক ও আইসিআইসি ব্যাঙ্কের গ্রাহক হলে জেনে নিন

৭.৫০ শতাংশ:- ১৫ মাস থেকে ১৬ মাসের মেয়াদে সাধারণ ও প্রবীণ নাগরিক উভয়ই অ্যাক্সিস ব্যাঙ্কের সুদ পাবে ৭.৫০ শতাংশ।

৭.৫৫ শতাংশ:- ১ বছর থেকে ১ বছরের কম ৪ দিন, ১ বছর ৫ দিন থেকে ১ বছরের কম ১১ দিন, ১ বছর ১২ দিন থেকে ১ বছরের কম ২৪ দিন, ১ বছর ২৫ দিন থেকে ১৩ মাসের কম, ১৩ মাস থেকে ১৪ মাসের কম মেয়াদে এফডিতে অ্যাক্সিস ব্যাঙ্ক দিচ্ছে ৭.৫৫ শতাংশ।

৬.৭০ এবং ৭.২০ শতাংশ:- অ্যাক্সিস ব্যাঙ্কের এফডি স্কিমে বিনিয়োগ করা অর্থের উপর সাধারণ নাগরিক সুদ পাবে ৬.৭০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা পাবে ৭.২০ শতাংশ। যার মেয়াদকাল ১৪-১৫ মাসের কম।

উল্লেখিত, এই সুদ (Axis Bank FD Rates) ২০২৪-এর ১লা মে থেকে কার্যকরি হবে। তবে উল্লেখ্য বিষয় এই মেয়াদকালে বিনিয়োগ করা অর্থ মেয়াদ পূরণ না হওয়া পর্যন্ত তোলা যাবে না।

Advertisements