The Meteorological Department has informed the Weather Update of how much rain will fall during this year’s monsoon season: প্রচন্ড দাবদাহে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। বর্ষার জন্য যেন দিন গুনছেন সবাই। সবার মনে প্রশ্ন এবছর বর্ষাকালে কতটা পরিমান বর্ষা হবে? বেশ কিছুদিন আগেই বর্ষা নিয়ে কিছু তথ্য প্রকাশ্যে এনেছিল আবহাওয়া দপ্তর। সেই তথ্য অনুযায়ী, এ বছর লা নিনার সক্রিয় প্রকোপে অতিরিক্ত বৃষ্টিপাতের (Weather Update) সম্ভাবনা রয়েছে ভারতের সর্বত্র। সম্প্রতি বেসরকারি সংস্থা স্কাইমেট একটি রিপোর্ট প্রকাশ করেছে বর্ষা সংক্রান্ত। সেই রিপোর্টে, এই বছর কতটা পরিমান বর্ষা হবে? কবে থেকে হবে? সবকিছু বিস্তারিত উল্লেখ রয়েছে।
গত বছরের খামখেয়ালি বর্ষা কৃষকদের খুশি করার বদলে হতাশ করেছে অনেক বেশি। কিন্তু এ বছর আর তা হবে না। এবছরের বর্ষা কৃষকদের জন্য সুখবর বয়ে নিয়ে আসবে। স্কাইমেটের রিপোর্ট অনুযায়ী, ভারতবর্ষে এবছর বর্ষা (Weather Update) হবে একেবারে স্বাভাবিক। অতি বৃষ্টির সম্ভাবনা তেমন ভাবে নেই। চাষাবাদে কোন রকম ক্ষতি হবার সম্ভাবনা অনেকটাই কম। ভারতের অর্থনীতির ক্ষেত্রেও এটি একটি বড় সুখবর।
গত বছর বর্ষার এক খামখেয়ালী রূপ দেখেছিল দেশবাসী। কোথাও অতি বৃষ্টিতে বন্যা হচ্ছে, তো কোথাও অনাবৃষ্টিতে খরা দেখা দিচ্ছে। দু’জায়গাতেই চাষের অত্যন্ত ক্ষতি হয়েছে। এই ক্ষতির প্রভাব পড়ে সরাসরি ভারতীয় অর্থনীতির উপর। গতবছরে এল নিনোর সক্রিয়তার কারণে এমন অস্বাভাবিক বৃষ্টিপাত হতে দেখা গেছে ভারতবর্ষে। তবে স্কাইমেটের রিপোর্ট অনুযায়ী, এই বছর ভারতবর্ষে বৃষ্টিপাতের পরিমাণ থাকবে একেবারে স্বাভাবিক। সর্বত্র স্বাভাবিক মাত্রায় বৃষ্টিপাত হবে।
আরও পড়ুন ? Monsoon India: বর্ষার আগমনের সময়ে বদল! লা নিনার প্রভাবে সুখবর আসতে পারে ভারতে
সম্প্রতি প্রকাশ করা স্কাইমেটের রিপোর্ট অনুযায়ী, এবার ভারতের সর্বত্র পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত (Weather Update) হতে দেখা যাবে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সারা বর্ষাকাল জুড়ে যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাত হবে। সারাদেশে ১০২% বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই। ভারতে এখনো পর্যন্ত এমন অনেক জায়গা রয়েছে যেখানে চাষের জমিতে জল সেচ করার ব্যবস্থা নেই। সেখানকার চাষীদের সারা বছর অপেক্ষা করতে হয় বর্ষার জন্য।
অতিবৃষ্টি হোক বা অনা বৃষ্টি, দুটোতেই চাষের জমির ব্যাপক ক্ষতি হয়। সম্প্রতি প্রকাশ হওয়া স্কাইমেটের রিপোর্ট অনুযায়ী, যদি এবার দেশ জুড়ে স্বাভাবিক মাত্রায় বৃষ্টিপাত (Weather Update) হয় তবে সবচেয়ে বেশি উপকৃত হবেন কৃষকরা। এছাড়া চারিদিকে যে জল কষ্ট দেখা দিয়েছে, তা কিছুটা হলেও মিটবে। এই বর্ষার মাধ্যমে চারিদিকে পুকুরগুলি জলে পরিপূর্ণ হবে, আর তাতে কিছুটা হলেও মিটতে পারে জলের চাহিদা। মুম্বাই, ব্যাঙ্গালোরের মতো বড় শহর গুলিতে জলের যোগান দিতে অনেকটাই নির্ভর করতে হয় বর্ষার জমানো জলের উপর।