Abhishek Banerjee’s Money Details: রুজিরার ৪৩ লাখের সোনা, অভিষেকের নামমাত্র! কত টাকার সম্পত্তি বানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হিসেবে শুক্রবার মনোনয়নপত্র জমা দিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি তিনি নির্বাচন কমিশনের নিয়ম মেনে জমা দিয়েছেন হলফনামা। যে হলফনামা থেকে তার মোট অস্থাবর সম্পত্তির (Abhishek Banerjee’s Money Details) হিসেব পাওয়া গিয়েছে।

Advertisements

হলফনামা থেকে জানা যাচ্ছে, ২০১৮-১৯ অর্থবর্ষে অভিষেক ব্যানার্জী মোট রোজগার করেছিলেন ৭১ লক্ষ ৫২ হাজার ২০০ টাকা, ২০১৯-২০ অর্থবর্ষে রোজগার করেছিলেন ৬৭ লক্ষ ৩২ হাজার ৩৭০ টাকা, ২০২০-২১ অর্থবর্ষে রোজগার করেছিলেন ১ কোটি ৫১ লক্ষ ২৯ হাজার ১৭০ টাকা, ২০২১-২২ অর্থবর্ষে রোজগার করেছিলেন ৯০ লক্ষ ৫০ হাজার ৬৪৩ টাকা এবং ২০২২-২৩ অর্থবর্ষে রোজগার করেছিলেন ৮২ লক্ষ ৫৮ হাজার ৩৬০ টাকা।

Advertisements

অভিষেক ব্যানার্জীর স্ত্রী রুজিরা নারুলা ২০১৮-১৯ অর্থবর্ষে রোজগার করেছিলেন ১ কোটি ১৪ লক্ষ ৩৪ হাজার ৬৯০ টাকা, ২০১৯-২০ অর্থবর্ষে রোজগার করেছিলেন ৫৯ লক্ষ ৩ হাজার ৪৪০ টাকা, ২০২০-২১ অর্থবর্ষে রোজগার করেছিলেন ৭৯ লক্ষ ৫ হাজার ১৭০ টাকা, ২০২১-২২ অর্থবর্ষে রোজগার করেছিলেন ৬০ লক্ষ ৬৫ হাজার ৯৯০ টাকা।

Advertisements

এখন যদি অভিষেক ব্যানার্জির মোট অস্থাবর সম্পত্তির দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে, বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পোস্ট অফিস সহ বিভিন্ন জায়গায় যে সকল বিনিয়োগ রয়েছে সেই সমস্ত বিনিয়োগের পরিপ্রেক্ষিতে মোট অস্থাবর সম্পত্তির ১ কোটি ২৬ লক্ষ ২০ হাজার ২০৪.৯০ টাকা। এই বিপুল পরিমাণ সম্পত্তি থাকলেও অভিষেক ব্যানার্জীর নামে নেই কোন গাড়ি। তার নামে রয়েছে ১ লক্ষ ৯৯ হাজার ৬২০ টাকার সোনার অলংকার এবং ৩৩৪০ টাকার রুপোর অলংকার।

আরও পড়ুন ? Rekha Patra Property: সম্পত্তি বলতে মাত্র সাড়ে ১০ হাজার টাকা, রেখা পাত্রের বিদ্যের দৌড় কতদূর

একইভাবে অভিষেক ব্যানার্জীর স্ত্রী রুজিরার বিভিন্ন জায়গায় বিনিয়োগ সহ মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭৮ লক্ষ ৭০ হাজার ৩৮২ টাকা। রুজিরার নিজের নামে রয়েছে ৪৩ লক্ষ টাকার বেশি সোনার অলংকার, মোট পরিমাণ ৪৩ লক্ষ ৭৮ হাজার ৩৩২ টাকা এবং ১ লক্ষ ৯২ হাজার ৫০ টাকার রয়েছে রুপোর গয়না। তাদের দুজন ছাড়াও তাদের সন্তানদের নামে রয়েছে যথাক্রমে ১৯ লক্ষ ৭৭ হাজার ২৪১.৯৪ টাকা এবং ৭ লক্ষ ৯৬ হাজার ৭৩৬.০৮ টাকার অস্থাবর সম্পত্তি।

এবারের হলফনামায় অভিষেক ব্যানার্জি তার এবং তার স্ত্রীর নামে থাকা কোনরকম স্থাবর সম্পত্তির উল্লেখ করেননি, সেই হিসেবে ধরা যেতে পারে তাদের কোন স্থাবর সম্পত্তি নেই। তবে উল্লেখ করেছেন তার নামে রয়েছে ৩৬ লক্ষ টাকার ঋণ। তিনি তার শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে যা জানিয়েছেন তা হল, তার ঝুলিতে রয়েছে বিবিএ, এমবিএ ডিগ্রী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও অভিষেক ব্যানার্জি নিজের কোনো স্থাবর সম্পত্তির উল্লেখ করেননি। তবে ২০১৪ সালে তিনি যে হলফনামা জমা দিয়েছিলেন সেই হলফনামায় তার স্থাবর সম্পত্তির হিসেব ছিল। সেখানে তার নামে সেই সময়কার হিসেব অনুযায়ী ৩০ লক্ষ টাকা দামের একটি ফ্ল্যাট ছিল বলে উল্লেখ করেছিলেন।

Advertisements