নিজস্ব প্রতিবেদন : ভারতের একমাত্র রাজ্য হিসেবে এখনো পর্যন্ত সিকিমে কোনরকম রেল পরিষেবা চালু হয়নি। তবে ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে সিকিমকে প্রথম রেল পরিষেবা উপহার দেওয়ার জন্য তোর জোর চালানো হচ্ছে। সেবক থেকে রংপো পর্যন্ত রেলওয়ে প্রজেক্টের (Sivok-Rangpo Railway Project) কাজ চলছে ঝড়ের গতিতে।
তবে এই রেল প্রজেক্টের কাজ চলাকালীন একাধিকবার নানান ধরনের বিপত্তির ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। আর সেই সকল বিপত্তির কারণে একাধিকবার এই রেলওয়ে প্রজেক্টের কাজ শেষ করার ক্ষেত্রে বাধার মুখোমুখি হতে হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে অন্যান্য সমস্যা এই রেলওয়ে প্রজেক্ট নিয়ে বারবার আশঙ্কা তৈরি করছে। যদিও রেল বদ্ধপরিকর, ২০২৫ সালের মধ্যেই সিকিমকে প্রথম রেল পরিষেবা উপহার হিসেবে তুলে দেবে।
ভারতীয় রেলকে সিকিমের প্রথম রেলওয়ে প্রজেক্টের কাজ চালানোর সময় অক্ষয় তৃতীয়ার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার নতুন এক বিপত্তির মুখোমুখি হতে দেখা গেল। এবার বিপত্তি বাঁধলো মূলত এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক নম্বর টানেলে কাজ চলাকালীন দুর্ঘটনায় ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃত ওই শ্রমিকের নাম শম্ভু ছেত্রী, তার বয়স ৪১ বছর।
আরও পড়ুন ? Sanglaphu Lake: পর্যটকদের জন্য আরও সুখবর! সিকিমে খুলে গেল আরও এক ট্যুরিস্ট স্পট
জানা গিয়েছে, সাটারিং খোলার সময় ওই শ্রমিকের মাথায় একটি চাঙর ভেঙে পড়ে এবং তিনি গুরুতর আহত হন। তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি, পরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। যদিও রেলের তরফ থেকে এই বিষয়টিকে মানিত দেওয়া হয়নি। অফিস ঘর বানানোর সময় তার মৃত্যু হয়েছে বলে দাবি নির্মাণকারী সংস্থার। সিকিমের এই রেলওয়ে প্রজেক্ট তৈরি করতে গিয়ে এই প্রথম শ্রমিকের মৃত্যু হল এমন নয়, পাহাড়কে রেল পরিষেবা উপহার দিতে গিয়ে এখনো পর্যন্ত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।
পাহাড়ে রেলওয়ে প্রজেক্ট বাস্তবায়িত করতে গিয়ে ১১ জন শ্রমিকের মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। যদিও ভারতীয় রেল এই প্রজেক্টকে বাস্তব রূপ দিতে বদ্ধপরিকর এবং এর জন্য নির্দিষ্ট একটি সময়সীমাও এখন বেঁধে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী বছর আগস্ট মাসের মধ্যেই সিকিমের এই রেল পরিষেবা শুরু হয়ে যাবে।