Howrah-NJP Special AC Train: বন্দে ভারতকে টেক্কা! এবার মাত্র সাড়ে ৭ ঘণ্টায় এই ট্রেন যাত্রীদের পৌঁছে দেবে NJP

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গরমে দক্ষিণবঙ্গের বহু পর্যটক রয়েছেন যারা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করছেন। বিপুল সংখ্যক পর্যটকদের এমন পরিকল্পনার ফলে রীতিমতো ট্রেনের টিকিটে আকাল ধরেছে। বহু পর্যটক রয়েছেন যারা ট্রেনের টিকিট না পেয়ে তাদের প্ল্যান বাতিল করছেন। আর এই পরিস্থিতিতে যাতে আরও সহজে উত্তরবঙ্গ যাওয়া যায় তার জন্য রেলের তরফ থেকে নতুন একটি স্পেশাল ট্রেনের (Howrah-NJP Special AC Train) ঘোষণা করা হলো।

Advertisements

নতুন যে ট্রেনটি ঘোষণা করা হয়েছে সেই ট্রেনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতোই মাত্র সাড়ে ৭ ঘন্টায় যাত্রীদের হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছে দেবে। আবার এই ট্রেনটির বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতই পুরো এসি। তবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের তুলনায় ভাড়া অনেকটাই কম।

Advertisements

নতুন যে ট্রেনটির ঘোষণা করা হয়েছে সেই ট্রেনটি ১৫ মে থেকে যাত্রা শুরু করবে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন যেখানে বুধবার বাদে অন্যান্য দিন পরিষেবা দিয়ে থাকে, সেই জায়গায় এই ট্রেনটিকে প্রতি সপ্তাহের বুধবার হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Eatern Railway)।

Advertisements

আরও পড়ুন ? Indian Railways Rules: কোটি কোটি টাকা জরিমানা আদায়, তাতেও শান্তি নেই! ট্রেনে কখনোই করা যায় না এই ২ কাজ

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে যেখানে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি অথবা নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া যাতায়াতের জন্য যাত্রী পিছু ১৫০০ টাকার কম বেশি খরচ হয়, সেই জায়গায় নতুন এই এসি স্পেশাল ট্রেনটিতে খরচ হবে ৯৭৫ টাকা। তাহলে চলুন দেখে নেওয়া যাক নতুন এই স্পেশাল ট্রেনটির সময়সূচী সহ অন্যান্য যাবতীয় তথ্য।

ট্রেন নম্বর ০২৩০৯ নিউ জলপাইগুড়ি স্পেশাল ফেয়ার এসি সুপারফাস্ট ট্রেনটি প্রতি সপ্তাহের বুধবার হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী মেনে সকাল ৫:৫৫ মিনিটে ছাড়বে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি পৌঁছাবে দুপুর ১:২৫ মিনিটে। সময় লাগছে পুরো সাড়ে ৭ ঘণ্টা। অন্যদিকে ০২৩০১ হাওড়া স্পেশাল ফেয়ার এসি সুপারফাস্ট ট্রেনটি প্রতি সপ্তাহের বুধবার দুপুর ৩টের সময় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে এবং রাত ১০:৩৫ মিনিটে হাওড়া পৌঁছাবে। যাত্রাপথে এই ট্রেন জোড়া হাওড়া এবং নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়াও স্টপেজ দেবে বোলপুর শান্তিনিকেতন, মালদা টাউন, বারসই রেলস্টেশনে। অর্থাৎ বন্দে ভারত এক্সপ্রেস যে সকল স্টেশনে স্টপেজ দেয় সেই সকল স্টেশনেই স্টপেজ দেবে নতুন এই স্পেশাল ট্রেনটি।

Advertisements