Even though people use it for free, Google earns 2 crores per minute: বর্তমান ডিজিটাল যুগে গুগল (Google) ছাড়া মানুষ এক মুহুর্ত ভাবতে পারেনা। কোন অজানা জিনিস জানার একমাত্র ভরসা হলো গুগল। ছোট থেকে বড় সবাই তাদের যে কোন সমস্যায় একমাত্র ভরসা করে গুগলকে। গ্রাহকেরা গুগল থেকে বিভিন্ন রকম পরিষেবা পেয়ে যায় একেবারে ফ্রিতে। যেমন গুগল সার্চ, ইউটিউব ইত্যাদি। কোনো গ্রাহককে এই সমস্ত পরিষেবা পাওয়ার জন্য এক টাকাও খরচ করতে হয় না। তবে আপনি জানেন কি প্রতি মিনিটে ২ কোটি টাকা আয় করছে সুন্দর পিচাই অ্যান্ড কোম্পানি।
গুগল ইউজারদের জন্য বেশিরভাগ পরিষেবাই ফ্রিতে দেওয়া হয়। এই পরিষেবাগুলি নেবার সময় একবারও ভাবেন না গ্রাহকরা। দিনে বহুবার এই পরিষেবাগুলি ব্যবহার করেন তবে ব্যবহার করতে গিয়ে সাত পাঁচ ভাবেন না কেউ। জানেন কি এর থেকেই কোটি কোটি টাকা ঘরে আনে গুগল? কোম্পানি বিভিন্নরকম কৌশলে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছে গ্রাহকদের কাছ থেকে। সেই কারণে আজ বিশ্বের সবথেকে ধনী কোম্পানিগুলির মধ্যে নাম রয়েছে গুগল এর (Google)।
আপনারা হয়তো জানেন না কোম্পানির পক্ষ থেকে একাধিক পেইড সার্ভিস রয়েছে। এর জন্য ইউজারদের জন্য টাকা চার্জ করে গুগল (Google)। আপনি যদি ব্যবহার করতে না চান তাহলে এড়িয়ে যেতে পারেন (যেমন গুগল ওয়ান, গুগল জেমিনি ইত্যাদি)। গুগল এইসব পেইড সার্ভিস থেকে মোটা অংকের টাকা আয় করে। গুগলে যখনই আপনি কোনও কিছু জানার জন্য সার্চ করবেন সেই সার্চ করার সময় একাধিক আর্টিকেল এবং বিজ্ঞাপন আসে। সেই বিজ্ঞাপনগুলি দেখার জন্য সংস্থাগুলির থেকে মোটা টাকা পায় গুগল।
আরও পড়ুন ? Spam Calls: স্প্যাম কল আটকাতে গুগলের দারুণ উদ্যোগ! মুক্তি পাবেন গ্রাহকরা
পাশাপাশি গুগল(Google)ক্লাউড এবং বহু প্রিমিয়াম কনটেন্ট রয়েছে যেখান থেকে গুগল টাকা উপার্জন করে। এমন অনেক গ্রাহক আছেন যারা গুগল ক্লাউডের সুবিধা নেওয়ার জন্য মাস গেলে কয়েক লাখ টাকা খরচ করেন। এছাড়াও ইউটিউব থেকেও বিপুল পরিমাণ টাকা উপার্জন করে গুগল। Youtube সমস্ত ফোনে ডিফল্ট হিসেবে থাকে এবং এখান থেকে প্রচুর আয় করে গুগল। ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে প্রচুর। ইউটিউবে ফ্রি এবং পেইড দুই পরিষেবা রয়েছে। পেইড পরিষেবাকে বলা হয় ইউটিউব প্রিমিয়াম। সেই জায়গা থেকে প্রচুর আয় হয়।
আপনি ইউটিউবে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখতে পান এবং সেখান থেকেও টাকা আয় হয় প্রচুর। ইউটিউব বিভিন্ন বিজ্ঞাপন দেখানোর জন্য প্রচুর টাকা আয় করে। সেই ইউটিউবের কাছ থেকে প্রত্যেক বছর কোটি কোটি টাকা পায় গুগল। এক রিপোর্ট অনুযায়ী, প্রতি মিনিটে ২ কোটি টাকা উপার্জন করে গুগল। আপনি ফ্রিতে ব্যবহার করলেও উপরোক্ত কৌশলে মোটা টাকা আয় ঘরে আনে গুগল।