In addition to teaching, college professors must follow these 8 guidelines: কলেজের পরিবেশ নিয়ে মামলা দায়ের এক অধ্যাপিকার। উঠেছে মানহানির অভিযোগ। বিচার বিবেচনা করে রায় দিল কলকাতা হাইকোর্ট। অধ্যাপিকার বিরুদ্ধে ওটা মানহানির অভিযোগ খারিজ করে কলেজ বিষয়ে জানানো হলো ৮ নিয়ম (Guidelines for College)। যা জানালেন বিচারপতির সম্পা দত্ত পাল। যে গাইডলাইন মেনে চলতে হবে অধ্যাপক-অধ্যাপিকাদের। ঠিক কি হয়েছিল? কি কারনে এই বিশেষ গাইডলাইন প্রকাশ? গাইডলাইনে কি কি নির্দেশিকা দিয়েছে হাইকোর্ট?
জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যোগ দেওয়ার পরই মহিলার সাথে নানান অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। সেই বিষয়েই মামলা দায়ের করে কলেজের ওই অধ্যাপিকা। সেই মামলার ভিত্তিতেই পর্যবেক্ষণ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে জানালো বিশেষ কিছু গাইডলাইন (Guidelines for College)।
প্রসঙ্গত, ওই অধ্যাপিকা আবেদনে জানান, ২০১৫ সালে কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা হিসেবে নিযুক্ত হন। কিন্তু বিশেষ এক রাজনৈতিক দল সমর্থিত ছাত্র সংসদ তরফে তাকে মেনে নেওয়া হয়নি। তার এই নিয়োগে তারা অখুশি হন। এমনকি মহিলার বিরুদ্ধে ছাত্র সংসদ তরফে নানান মিথ্যা অভিযোগও তোলা হয়। কলেজ সম্পর্কে মানহানিকর মন্তব্য করেন এই অভিযোগে অভিযুক্ত করা হয় ওই অধ্যাপিকাকে। তবে সমস্ত বিচার বিবেচনা করে কলকাতা হাইকোর্ট সেই মানহানির মামলা খারিজ করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিশেষ কিছু নির্দেশাবলী দিয়েছেন।
আরও পড়ুন ? UG Classes 2024: দেরী করলে চলবে না, কলেজে ক্লাস শুরুর দিনক্ষণ জানিয়ে দিল UGC
বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে হাইকোর্টের বিশেষ কিছু নির্দেশাবলী (Guidelines for College)
- শিক্ষা পদ্ধতির দিকে বিশেষ লক্ষ্য দিতে হবে, দক্ষতা সহিত বিষয়গুলিকে যত্ন সহকারে পড়াতে হবে।
- বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ক্ষেত্রে অধ্যাপক-অধ্যাপিকাদের দক্ষতা বাড়ানোর দিকে বিশেষ নজর দিতে হবে।
- পরীক্ষার বিষয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করা, পরীক্ষার সঠিক মূল্যায়ন করতে হবে কলেজ অধ্যাপক অধ্যাপিকাদের।
- কলেজে পড়াশোনার পরিবেশ ভালো করতে হবে, পড়ুয়াদের সাথে অসম্মানজনক ব্যবহার করলে চলবে না।
- পড়ুয়াদের পাশাপাশি কলেজের অন্যান্য কর্মী সহকর্মীদের সাথেও সম্মানজনক ব্যবহার করতে হবে অধ্যাপক-অধ্যাপিকাদের।
- বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদের সাপোর্ট করা, গবেষণা করার সমস্ত দিক দিয়েই অধ্যাপক-অধ্যাপিকাদের স্ট্রং থাকতে হবে। কলেজের নীতি অমান্য করা যাবে না।
- শুধু বিশ্ববিদ্যালয়ের ভালো পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি কলেজের অন্যান্য দিকগুলিতেও স্বচ্ছতা থাকতে হবে।
- ছাত্র-ছাত্রীদের পড়ানোর ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়াতে সহকর্মীদের সাথে এই বিষয়ে আলোচনা বাড়াতে হবে।