নিজস্ব প্রতিবেদন : ২০২১ এর বিধানসভা নির্বাচনে কি কি ঘটেছিল তার অধিকাংশ ঘটনা রাজ্যের বাসিন্দারা বলতে বসলেও একটি ঘটনা এখনো অধিকাংশরাই ভোলেননি। আর সেই ঘটনা হলো সৌমিত্র-সুজাতার সংসারে ভাঙ্গন। যে সময় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মন্ডল খাঁ আচমকা তৃণমূলে যোগ দিয়েছিলেন। এরপর সৌমিত্র খাঁ মিডিয়ার সামনে কাঁদতে কাঁদতে ডিভোর্স দেওয়ার ঘোষণা করেছিলেন, এখন তাদের ডিভোর্স হয়েছে এবং তারা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে একে অপরের বিরুদ্ধে ভোটের ময়দানে লড়াইয়ে নেমেছেন।
এই ঘটনা মানুষের মন থেকে মুছে যাওয়ার আগেই ফের একই রকম একটি ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেখা গেল ২০২৪ এর লোকসভা নির্বাচন চলাকালীন। এবার রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী মিঠুন চক্রবর্তীর হাত ধরে বিজেপিতে যোগ (TMC Candidate Wife Joins BJP) দিলেন। আগামী ১৩ মে রয়েছে রানাঘাটের ভোটগ্রহণ আর তার কয়েক ঘণ্টা আগে স্বস্তিকার বিজেপিতে যোগ দেওয়া রীতিমতো মাস্টারস্ট্রোক বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।
যদিও সৌমিত্র এবং সুজাতার মধ্যে যে ঘটনা ঘটেছিল তার থেকে কিছুটা হলেও পার্থক্য রয়েছে মুকুটমণি ও স্বস্তিকার মধ্যে। কেননা মুকুটমনি অধিকারী কিছুদিন আগে পর্যন্ত বিজেপির বিধায়ক ছিলেন এবং তারপর তৃণমূলে নাম লেখান ও টিকিট পেয়ে এখন লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বস্তিকার সঙ্গে তার দীর্ঘদিন ধরেই ডিভোর্সের মামলা চলছে। তাদের মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করে দুজনের বিয়ের ১১ দিনের মাথাতেই। তাদের সম্পর্ক তলানিতে এবং মুকুটমনি অধিকারী হলফনামায় আগেই দাবি করেছিলেন, তিনি তার স্ত্রীর থেকে আলাদা থাকেন।
মুকুটমণি অধিকারী যখন বিজেপিতে ছিলেন সেই সময় ২০২৩ সালে স্বস্তিকা তার বিরুদ্ধে তিলজলা থানায় বধূ নির্যাতনের মামলা করেছিলেন। এই মামলা হয়েছিল বিয়ের মাত্র ১১ দিনের মাথায়। জানা গিয়েছে, মুকুটমণি অধিকারী এবং স্বস্তিকা ভুবনেশ্বরীর আগে থেকেই দুজনের আলাপ ছিল। পরে তাদের সেই আলাপ বৈবাহিক সম্পর্কে পরিণত হয়। কিন্তু বিয়ে হওয়ার পরই তাদের সম্পর্কে অবনতি ঘটতে শুরু করে এবং সেই অবনতি বধূ নির্যাতনের মামলায় পৌঁছায়।
ভোটগ্রহণের ঠিক কয়েক ঘন্টা আগে আইনি বিচ্ছেদ না হওয়া মুকুটমনি অধিকারীর স্ত্রীর এইভাবে বিজেপিতে যোগ দেওয়া তাকে কি এবারের নির্বাচনে ব্যাকফুটে ফেলে দিল? আবার মতুয়া সম্প্রদায়ের কাছে তরুণ মুখ হিসাবে মুকুটমণি অধিকারী জনপ্রিয় হলেও তার ভোটের আগে এইভাবে দল পরিবর্তন নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। এক্ষেত্রে দেখার বিষয় আগামী ৪ জুন মুকুটমণি অধিকারীর ভাগ্য ফেরে কিনা!