NJP New Summer Special Ac Train: বন্দে ভারতের সমান সময়ে যাওয়া যাবে NJP! ভাড়াও অনেক কম, নতুন এসি ট্রেন দিল রেল

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গ্রীষ্মকালীন পরিস্থিতি থেকে বিপুল পরিমাণ পর্যটকদের উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার হিড়িক তৈরি হয়েছে। এই হিড়িক তৈরি হওয়ার কারণে দিন দিন উত্তরবঙ্গগামী ট্রেনের টিকিটের আকাল দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে রেলের (Indian Railways) তরফ থেকে একাধিক নতুন স্পেশাল ট্রেন ঘোষণা করা হয়েছে। তবে এবার এমন একটি এসি ট্রেনের (NJP New Summer Special Ac Train) ঘোষণা করা হলো, যেটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সমান সময়ে পৌঁছে দেবে উত্তরবঙ্গ, আবার ভাড়াও অনেকটাই কম পড়বে।

Advertisements

পূর্ব রেলের (Eastern Railway) তরফ থেকে উত্তরবঙ্গগামী ট্রেনগুলির চাহিদার কথা মাথায় রেখে সম্প্রতি নতুন এই ট্রেনের ঘোষণা করা হয়েছে। এই ট্রেনটি প্রতি সপ্তাহের বুধবার হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া যাতায়াত করবে। ১৫ মে থেকে এই ট্রেনের যাত্রা শুরু হচ্ছে। তবে ট্রেনটি শেষ কবে চালানো হবে অর্থাৎ বন্ধ করার কোন সময়সীমা এখনো জানানো হয়নি।

Advertisements

পূর্ব রেলের তরফ থেকে এই ট্রেনটি চালানোর জন্য বুধবারকেই বেছে নেওয়া হয়েছে, কারণ ওই দিন হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস চলে না। এর ফলে ওই দিনটিতে এই নতুন ট্রেনটি চালানোর ফলে যাত্রীদের অনেক সুবিধা হবে। আবার ট্রেনটি চালানো হচ্ছে হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী মেনেই। শুধু সময়সূচী মানা নয়, এর পাশাপাশি গতিও একই রাখা হয়েছে এবং একই সময়ে অর্থাৎ মাত্র সাড়ে ৭ ঘণ্টাতেই হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছে যেতে পারবেন যাত্রীরা।

Advertisements

আরও পড়ুন ? World Best Food List: বিশ্বের সেরা ৫০ খাবারের মধ্যে ভারতেরই ৯টি, দেখে নিন তালিকায় রয়েছে কি কি

উত্তরবঙ্গগামী নতুন এই ট্রেনের সময়সূচী হিসাবে রেলের তরফ থেকে ঘোষিত সূচি অনুযায়ী ০২৩০৯ ট্রেনটি প্রতি সপ্তাহের বুধবার হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী মেনে সকাল ৫:৫৫ মিনিটে ছাড়বে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি পৌঁছাবে দুপুর ১:২৫ মিনিটে। সময় লাগছে পুরো সাড়ে ৭ ঘণ্টা। অন্যদিকে ০২৩০১ ট্রেনটি প্রতি সপ্তাহের বুধবার দুপুর ৩টের সময় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে এবং রাত ১০:৩৫ মিনিটে হাওড়া পৌঁছাবে। যাত্রাপথে হাওড়া এবং নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়াও স্টপেজ দেবে বোলপুর শান্তিনিকেতন, মালদা টাউন, বারসই রেলস্টেশনে। এই সকল স্টেশনগুলিতেই স্টপেজ দিয়ে থাকে বন্দে ভারত এক্সপ্রেস।

তবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের তুলনায় এই ট্রেনের ভাড়া অনেকটাই কম। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার ক্ষেত্রে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের মাথাপিছু খরচ করতে হয় ১৫৬৫ টাকা, আবার নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ার যাত্রীদের মাথাপিছু খরচ করতে হয় ১৪৯৫ টাকা। সেই জায়গায় নতুন এই ট্রেনটিতে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া জন্য যাত্রীদের মাথাপিছু খরচ করতে হবে ৯৭৫ টাকা। হিসেব অনুযায়ী যাত্রীদের খরচ কম হবে ৫২০ টাকা থেকে ৫৯০ টাকা।

Advertisements