Tilak Boy of Ayodhya: রাম মন্দিরে আসা পুণ্যার্থীদের কপালে তিলক দিয়েই ব্যাপক রোজগার করে এই খুদে! শুনে নিন তার মুখেই

Prosun Kanti Das

Published on:

Advertisements

A Tilak Boy of Ayodhya earns thousands of rupees by applying tilaks on the foreheads of pilgrims who come to Ram temple: সম্প্রতি একটি ছোট বাচ্চার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এই শিশুটি কে দেখা যায় অযোধ্যার রাম মন্দির চত্বরে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি এই শিশুটিকে তার কাজ সম্পর্কে কিছু প্রশ্ন করে। ছেলেটি তার উত্তরও দেয়। ছেলেটির কাজ অযোধ্যার রাম মন্দিরে আগত সমস্ত দর্শনার্থীদের মাথায় চন্দন টিকা পরিয়ে দেওয়া। এই কাজ করেই চাকরিজীবীদের থেকে অনেক বেশি টাকা উপার্জন করে এই ছোট্ট শিশুটি (Tilak Boy of Ayodhya)। ওই ব্যক্তি প্রথমে ছেলেটিকে তার উপার্জনের কথা জিজ্ঞেস করলে ছেলেটি কিছু বলতে চাইনি, এরপর কথার ছলে ছেলেটির উপার্জন সম্পর্কে জেনে নেয় ব্যক্তিটি।

Advertisements

তাকে জিজ্ঞেস করা হয়, সে কটায় ঘুম থেকে ওঠে এবং কখন কি কাজ করে? ছেলেটি জানায় সে ভোর ৬ টার সময় ঘুম থেকে ওঠে। তারপর ১০ টা অব্দি সিঁদুর দেবার কাজ করে। ১০ টা থেকে রাত ৮ টা অব্দি সে সমস্ত দর্শনার্থীদের চন্দন টীকা পড়ানোর কাজ করে। সবকিছু মিলিয়ে দিনে তার ১০০০ থেকে ১৫০০ টাকা অব্দি রোজগার হয়। ভিডিওকারী ব্যক্তি হিসাব করে তাকে জানায় ওই ছোট্ট শিশুর মাসিক আয় প্রায় একজন ডাক্তারের সমান। ৪৫০০০ টাকার কাছাকাছি। এর উত্তরে, ওই ছোট শিশুটি বলে তাকে কি ডাক্তারের থেকে কম যোগ্য ভাবা হচ্ছে?

Advertisements

২৯ এপ্রিল ২০২৪ থেকে অযোধ্যার রাম মন্দির চত্বরে তোলা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া ব্যাপক রকম ভাইরাল হয়েছে। এক ব্যক্তি তার নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন রিল আকারে। এই রিলটি ইনস্টাগ্রামে তো বটেই, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে রিলটি ২২.৯ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। লাইক পেয়েছে ১৩ লাখেরও বেশি। এছাড়াও কমেন্ট সেকশনে হাজার হাজার লোক ভিডিও সম্পর্কে মন্তব্য করে গেছেন।

Advertisements

আরও পড়ুন ? Viral Video: গরমে ট্রাফিকে দাঁড়িয়ে পচতে হবে না, অভিনব উদ্যোগ এই শহরে

ভিডিওটি পোস্ট করার সময় অ্যাকাউন্ট হোল্ডার ক্যাপশনে লিখেছিলেন অযোধ্যার গোলু অনেক চাকরিজীবীদের থেকে বেশি উপার্জন করে। এরপর ভিডিওর কমেন্ট সেকশনে গোলুর (Tilak Boy of Ayodhya) সমর্থকরা যেমন মন্তব্য করেছেন, তেমনি বিতর্কিত মন্তব্যও এসেছে বেশ কিছু। এক ব্যক্তি বলেন, গোলু নামক এই ছোট্ট ছেলেটির কঠোর পরিশ্রমকে সম্মান জানানো উচিত। এক ব্যক্তি মজার ছলে জানিয়েছেন, চন্দনের টীকা নিয়ে গঙ্গার ঘাটে যাচ্ছি।

ভিডিওটি রেকর্ড করা হয়েছে অযোধ্যার রাম মন্দিরে। একটি আংশিকভাবে গঠিত হিন্দু মন্দির হল রাম মন্দির। পৌরাণিক মতে রামের জন্মস্থান অযোধ্যায়। তাই রামের জন্মস্থানে তৈরি হয়েছে তার মন্দির। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হয় ২২শে জানুয়ারি ২০২৪ এ। উদ্বোধনের দিন থেকেই অগনিত ভক্তদের জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে রাম মন্দিরে। উদ্বোধনের দিন থেকে আজ অব্দি দৈনিক গড়ে ১ থেকে ১.৫ লাখ দর্শনার্থী ভীড় জমান এই মন্দিরে। এই জনসমাগম গোলুর (Tilak Boy of Ayodhya) মতো আরও অনেকের আর্থিক উন্নতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এক কথায় রাম মন্দির শুধুমাত্র হিন্দু ধর্মের উন্নতি করছে না, একাধিক মানুষের কর্ম উন্নতিতে সাহায্য করছে।

Advertisements