The progress of Indian Railway Construction in the last 10 years is a matter of pride for Indians: গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম বা দূরবর্তী স্থানে ভ্রমণের জন্য অন্যতম পরিবহন হলো রেল পরিবহন। যে পরিবহনে যাতায়াত যেমন আরামদায়ক হয় তেমনি খরচ হয় কম। ফলে স্কুল, কলেজ, অফিস সহ বিভিন্ন কাজের সূত্র এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে যেতে মানুষ ট্রেন পথকেই বেছে নেন। কিন্তু রেলপথে নানান কাজের জন্য মাঝেমধ্যে হয়রানির শিকার হতে হয় যাত্রীদের।। যা দেখে হয়তো মনে প্রশ্ন আসতেই পারে প্রতিদিন রেললাইনে কি কাজ হয়? কত কিলোমিটার করে রেললাইন পাতা হয়? প্রকাশ্যে এসেছে সেই তথ্য। জানিয়েছে আরটিআই।
প্রসঙ্গত বেশ কয়েকদিন আগে রেল পরিবহন বিষয়ে বেশ কিছু প্রশ্ন পৌঁছেছিল Right to information Act-এর আওতাভুক্ত রেলমন্ত্রকের কাছে। আর সেই প্রশ্নের উত্তরেই জানানো হয়েছে ভারতীয় রেল শেষ ১০ বছরে রেলপথের কতটা কাজ (Indian Railway Construction) করেছে? কত কিলোমিটার রেল ট্র্যাক নির্মাণ করেছে। যা শুনলে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়।
রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ২০১৪-১৫ সাল থেকে শুরু হওয়া ২০২৩-২৪ সাল পর্যন্ত গোটা দেশজুড়ে ভারতীয় রেলে রেল ট্র্যাক নির্মাণ হয়েছে ২৭,০৫৭ কিলোমিটার। যার মধ্যে রয়েছে লাইন ডাবল করা, গেজ কনভারসান, নতুন রেল ট্র্যাক নির্মাণ, তিনটি লাইন করা ইত্যাদি কাজগুলি। পাশাপাশি এও জানান যে, গড়ে দিন প্রতি ৭.৪১ কিলোমিটার করে রেল ট্র্যাক নির্মাণ করে ভারতীয় রেল। যা RTI-এর আওতায় জানিয়েছেন মধ্যপ্রদেশের চন্দ্রশেখর গৌড়। তার কথায়, তিনি যখনই ডেটা গণনা করেন তখনই হিসাব আসে ১০ বছরের ট্র্যাক নির্মাণ কাজের দৈনিক গড় কিমি ৭.৪১ কিঃমি।
জানলে অবাক হবেন ২০২২-২৩ সালে ভারতীয় রেলে রেললাইন পাতা হয়েছে ৩৯০১ কিমি। যার মধ্যে নতুন লাইন নির্মিত হয়েছে ৪৭৩ কিলোমিটার, ৩১৮৫.৫৩ কিলোমিটার নির্মিত হয়েছে ডাবল লাইন এবং গেট কনভার্শন হয়েছে ২৪২.৫ কিলোমিটারের। তবে এখনো পর্যন্ত ওয়েবসাইটে ২০২১-২২ সালের এটাই তুলে ধরা রয়েছে। সেই হিসাবে কোভিডকালীন সময়ে ভারতীয় রেল যা কাজ করেছে তা ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করে। যা ভারতবাসীর জন্য অত্যন্ত গর্বের। পরিসংখ্যান অনুযায়ী ২০২১ সালের জুলাই মাস থেকে দিন প্রতি ১০.৬৮ কিলোমিটারে ভারতীয় রেল রেলপথ নির্মাণ করেছে ৩৯০১ কিলোমিটার। যা RTI-এর তথ্য অনুসারে জানা গিয়েছে।
অপরদিকে এই রেল ট্র্যাক নির্মাণ (Indian Railway Construction) বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, সাম্প্রতিক সময়ে তিনি রেল ট্র্যাক নির্মাণে প্রতিদিন ১৫ কিলোমিটার করে নতুন ট্র্যাক যোগ করছেন। গত বছরেই সুইজারল্যান্ডের নেটওয়ার্কের সমতুল্য ৫২০০ কিলোমিটার নতুন ট্র্যাক যোগ করেছে ভারতীয় রেল। তবে চলতি বছরে তারা নতুন ট্র্যাক নির্মাণ বৃদ্ধি করবে। যা প্রায় ৫৫০০ কিমি করবে বলে জানিয়েছেন।