নিজস্ব প্রতিবেদন : আন্তর্জাতিক স্তরে ভারত চীনের (India-China) সম্পর্ক দীর্ঘদিন ধরেই তলানিতে ঠেকেছে। শুধু ভারতের সঙ্গে চীনের সম্পর্কে এমন অবনতি হয়েছে তা নয়, এর পাশাপাশি বিশ্বের অধিকাংশ দেশের সঙ্গেই চীনের সম্পর্ক খুব একটা ভালো নয়। তবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিনের দাদাগিরি, আগ্রাসন নীতি, ভারতের বিভিন্ন ভূখণ্ডকে বারবার নিজেদের দাবি করার পরিপ্রেক্ষিতে হামেশাই ভারত ও চীনের মধ্যে উষ্ণ পরিস্থিতি তৈরি হয়।
তবে এসবের মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে একটি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে আর সেই পরিকল্পনায় রীতিমতো কালঘাম ছুটবে চীনের তা নিয়ে কোন সন্দেহ নেই। কেননা কেন্দ্রের নতুন পরিকল্পনায় চীনের কানঘেঁষে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেন ছোটাবে ভারতীয় রেল (Indian Railways)। এই পরিকল্পনায় স্বাভাবিকভাবেই যেমন চীনের মাথা হেঁট হবে বলে মনে করা হচ্ছে, ঠিক সেই রকমই আবার ভারতের প্রতিরক্ষা বিভাগ আরও শক্তিশালী হয়ে উঠবে।
কেন্দ্র সরকারের তরফ থেকে চীনের কানঘেঁষে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে মূলত সিকিমের নতুন রেল পরিষেবার মধ্য দিয়ে। রেলমন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যেই সেবক থেকে রংপো পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজ চালানো হচ্ছে। বারবার প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য প্রতিকূলতার পরও রেলের তরফ থেকে এই কাজে কোথাও কোনরকম খামতি রাখা হয়নি। আর এই রেলপথ সম্প্রসারিত হয়ে যাওয়ার পরই বন্দে ভারত এক্সপ্রেস সিকিমে চালানো হতে পারে বলে জানা যাচ্ছে।
ভারতীয় রেলের পরিকল্পনা রয়েছে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় আগামী দিনে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর বলেই শোনা যাচ্ছে কানাঘুষো। আর এসবের মধ্যেই সিকিমের মাটিতেও বন্দে ভারত এক্সপ্রেস ছুটতে পারে বলে খবর। অন্যদিকে প্রথম পর্যায়ে রংপো পর্যন্ত রেল লাইন সম্প্রসারিত হওয়ার পর দ্বিতীয় পর্যায়ে তা পৌঁছে যাবে গ্যাংটক এবং শেষ পর্যায়ে তা পৌঁছে যাবে নাথুলা পাস পর্যন্ত।
রেলের এমন পরিকল্পনায় রীতিমতো সিঁদুরে মেঘ দেখছে চীন। কেননা নাথুলা পাস পর্যন্ত ভারতীয় রেলপথ সম্প্রসারিত হয়ে গেলে রীতিমতো ব্যাকফুটে পড়তে হবে চীনের প্রতিরক্ষা বিভাগকে। আবার এই রেলপথে ভারতীয় রেলের তরফ থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতো ট্রেন দৌড়ানোর পরিকল্পনা চীনের রাতের ঘুম কেড়ে নেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো, বারবার প্রতিকূল পরিস্থিতি তৈরি হওয়ার কারণে রংপো পর্যন্ত রেলপথ সম্প্রসারণের কাজ কিছুটা হলেও ঢিলে হচ্ছে, তবে ২০২৫ সালের আগস্ট মাসের মধ্যেই এই রেলপথে ট্রেন চলবে এমনটাই আশা করা হচ্ছে রেলের তরফ থেকে।