নিজস্ব প্রতিবেদন : একই স্কুলের সমস্ত পরীক্ষার্থী ফেল অর্থাৎ অকৃতকার্য হবে এমনটা কোন পরীক্ষাতেই আশা করা যায় না। তবে আশা না করা গেলেও সময় খারাপ চললে এমনটাই হয়। আবার একটি স্কুল নয়, এক সঙ্গে ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত পরীক্ষার্থীকে মাধ্যমিকের ডাহা ফেল করতে দেখা গেল। এই ঘটনা রীতিমতো নজিরবিহীন।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল বেরিয়েছে। রবিবার সাংবাদিক সম্মেলন করে শিক্ষা মন্ত্রী সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন। আর এই ফলাফল সামনে আসতেই নজর কেড়েছে ৫১টি শিক্ষা প্রতিষ্ঠান, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত পরীক্ষার্থীরা ডাহা ফেল করেছে। তবে এই পরীক্ষার ফলাফল পশ্চিমবঙ্গের নয়, এই পরীক্ষার ফলাফল ভারতের কোন রাজ্যেরও নয়। তবে এমন পরীক্ষার ফলাফল দেখা গিয়েছে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে (SSC Bangladesh Result)।
বাংলাদেশের শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই বছর তাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ও সমমান পরীক্ষায় গোটা দেশের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে ২৯৬৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত পরীক্ষার্থীরা পাস করেছে। কিন্তু ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের কোন পরীক্ষার্থী পাস করতে পারেননি। বাংলাদেশের শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এই তথ্য সামনে এনেছেন।
বাংলাদেশ শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী এই বছর এসএসসি বা সমমান পরীক্ষায় গোটা দেশের ২৯৮৬১ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল। এই বিপুল সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কেবলমাত্র ২৯৬৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত পড়ুয়ারা পাস করতে সক্ষম হয়েছে। অন্যদিকে ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের কোন পরীক্ষার্থী পাসের মুখ দেখেনি। বাংলাদেশে এই পরীক্ষা শুরু হয়েছিল গত ১৫ ফেব্রুয়ারি এবং লিখিত পরীক্ষা শেষ হয় ১২ মার্চ। অন্যান্য পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১৩ থেকে ২০ মার্চের মধ্যে।
এই বছর মোট ১১টি শিক্ষা বোর্ডের আওতায় ২০ লক্ষ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। এই বিপুলসংখ্যক পরীক্ষার্থীদের মধ্যে ১৬ লক্ষ ৬ হাজার ৮৭৯ জন পরীক্ষার্থী ছিল ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে। ২ লক্ষ ৪২ হাজার ৩১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসে ছিল মাদ্রাসা বোর্ডের অধীনে। এছাড়াও ১ লক্ষ ২৬ হাজার ৩৭৩ জন বসেছিল কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে। তবে ৫১ শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত পরীক্ষার্থীর অকৃতকার্য হওয়া রীতিমতো শিরোনামে এনেছে বাংলাদেশের এই পরীক্ষার ফলাফলকে।