Gold Jewelry Making Charge: সোনার গয়না কিনতে গিয়ে মেকিং চার্জে ঠকাচ্ছে না তো! রইল আসল হিসেব-নিকেশ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Here is the original calculation of Gold Jewelry Making Charge: কয়েকদিন আগেই পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়ার পুজো গেছে, তার উপর এখন বিয়ের মোরসুম। সব মিলিয়ে সোনা বিক্রির হার বেশ ভালো। বর্তমানে সোনার বাজার দর আকাশ ছোঁয়া। এত দাম দিয়ে সোনা কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। তার উপর রয়েছে সোনার গয়না তৈরীর মজুরি (Gold Jewelry Making Charge)। সোনার দাম মোটামুটি সব জায়গাতে একই থাকে, কিন্তু মজুরি বিভিন্ন দোকানে নিজেদের মতন করে নির্ধারণ করে।

Advertisements

আগেকার মানুষ গয়না তৈরির ক্ষেত্রে এত হিসেব-নিকেশ করতো না। তেমনভাবে যাচাইও করা হতো না গয়নার মান। বর্তমানে সাধারণ মানুষ অনেক বেশি সচেতন। গয়নার মান, বর্তমান বাজার দর, মেকিং চার্জ (Gold Jewelry Making Charge) সবকিছু ভালোভাবে যাচাই করে তবেই গয়না কেনেন। সোনার গয়নার মেকিং চার্জ যেহেতু নির্দিষ্ট দোকান নিজেদের মত করে নির্ধারণ করে, তাই তা সব ক্ষেত্রে সমান হয় না। আপনি গয়নার মজুরি দিতে গিয়ে কোথাও ঠকে যাচ্ছেন না তো? সোনা কেনার আগে ভালো করে হিসেব নিকেশটা বুঝে নেওয়া দরকার।

Advertisements

সোনা বা সোনার গয়না কেনার আগে মেকিং চার্জ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। সোনা কেজি দরে বাইরে থেকে নিয়ে আসা হয় এরপর সেই সোনাকে গলিয়ে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন আকারের গয়না তৈরি করে সেঁকরারা। কোন গয়না সহজে তৈরি করা যায়, আবার কোন গয়নার জটিল কারুকার্য নির্ভুল ভাবে তুলে ধরতে সময় লাগে অনেকটা। সোনা গলিয়ে আপনার মন মতন একটি গয়না তৈরি করার জন্য যা খরচ হয় তাকেই বলে সোনার গয়নার মজুরি (Gold Jewelry Making Charge)। অর্থাৎ এক কথায় বলতে গেলে গয়না তৈরি করার জন্য কারিগররা যা পারিশ্রমিক নেন তাই হলো মেকিং চার্জ।

Advertisements

আরও পড়ুন ? Abhishek Banerjee’s Money Details: রুজিরার ৪৩ লাখের সোনা, অভিষেকের নামমাত্র! কত টাকার সম্পত্তি বানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড

মেকিং চার্জ বিষয়টি শুধুমাত্র সোনার গয়নার উপরেই প্রযোজ্য। সোনার কয়েন বা গোল্ড মোল্ড কেনার ক্ষেত্রে কোন মেকিং চার্জ দিতে হয় না গ্রাহককে। নির্দিষ্ট গয়নাটি তৈরি করতে কতটা পরিশ্রম লাগছে, তার উপর নির্ভর করে মেকিং চার্জ (Gold Jewelry Making Charge)। গয়নাটি যত সূক্ষ্ম ডিজাইনের হবে, মেকিং চার্জ তত বেশি হবে। মূলত ব্যবহৃত সোনার দামের ৫ থেকে ১০% এর মধ্যে মেকিং চার্জ নির্ধারণ করা হয়।

বাজারে থেকে যে গয়না আমরা কিনি, তার দাম মূল সোনার দামের চেয়ে অনেকটা বেশি। কারণ গয়নার দামের মধ্যে সোনার দামের সাথে মেকিং চার্জও (Gold Jewelry Making Charge) ধরা থাকে। যদি কোন গয়নায় ব্যবহৃত সোনার দাম ৫০ হাজার টাকা হয়, তাহলে গয়নাটির মেকিং চার্জ হিসাবে কমপক্ষে ৫ হাজার টাকা ধার্য করা হবে। ওই গয়নাটি কেনার জন্য গ্রাহককে ৫৫ হাজার টাকা খরচ করতে হবে। গয়নার ডিজাইন যদি খুব সাধারণ হয়, তাহলে মেকিং চার্জ তুলনামূলক অনেকটাই কম নেওয়া হয়। অতএব, সাধারণ ডিজাইনের গয়না কিনলে কম মেকিং চার্জে বা বলা ভালো কম খরচে গয়না কিনতে পারবেন গ্রাহকরা।

Advertisements