The relationship of Tim Cook with China will increase the distance and India will benefit: কথায় আছে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। সেদিক থেকে নতুন বছরে চীনের সর্বনাশে পৌষ মাস হবে ভারতের। ভারতের সাথে ডাবল ডিজিটের ব্যবসা বৃদ্ধি করেছে টিম কুক (Tim Cook-China Relationship)। জানালেন কোম্পানির সিইও। গুরুত্বপূর্ণ বাজার ভারতে বাড়তে চলেছে আইফোন উৎপাদন। সম্ভাবনা প্রকাশ করলেন অ্যাপল। তাহলে চীনের কি হবে?
প্রসঙ্গত চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মন কষাকষি আপলের (Tim Cook-China Relationship)। কমে গিয়েছে চীনের প্রতি নির্ভরশীলতা। অপরদিকে আইফোন উৎপাদন বৃদ্ধিতে ভারতের দিকে মশগুল হয়েছে টিম কুক। কারণ অ্যাপলের কাছে ভারতীয় বাজার বিশেষ গুরুত্বপূর্ণ। ফলে ইদানিং ভারতের প্রতি মনোযোগ দেখাচ্ছে অ্যাপল স্টোর। উৎসাহ বৃদ্ধি পেয়েছে ভারতের প্রতি। যা বর্তমানে অ্যাপলের দ্বিতীয় হাব হয়ে উঠেছে ।
বহুদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে দেশে আইফোন বানানোর কর্মযজ্ঞ। গত বছরেই ভারতে খুলেছে অ্যাপলের অফিসিয়াল স্টোর। শুরু হয়ে গেছে ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইফোন ১৫ তৈরির কাজ। বাজার ধরে রাখতে ভারতে এই আইফোন উৎপাদন বৃদ্ধি আরো বাড়বে বলে জানিয়েছে টিম কুক। এই প্রসঙ্গে টিম কুকের উক্তি, বর্তমানে আপলের প্রধান ফোকাস ভারত। ভারতকে তারা একটি বড় বাজারের অন্তর্ভুক্ত করেছে। তাই এখানে তারা সাপ্লাই চেনের পরিপ্রেক্ষিতে উৎপাদন চালিয়ে রেখেছে। আগামীতে এই উৎপাদন চালিয়ে রাখার পাশাপাশি বৃদ্ধি করার পরিকল্পনাতেও রয়েছে বলে জানিয়েছেন।
এর পাশাপাশি টিম কুক আরো বলেন যে, গত বছরে বেশ কয়েকটি স্টোর খুলেই তারা হাতেনাতে ফল পেয়েছে। যা দেখে তারা ভারতে কোম্পানি সম্প্রসারণের চিন্তাভাবনা করেছেন। পাশাপাশি কাজ চলছে ডেভেলপার ইকোসিস্টেমের। ইতিমধ্যেই দেশীয় বাজারে তৈরি হয়েছে বেশ কিছু অ্যাপলের স্মার্টফোন। যার মধ্যে গত বছরই লঞ্চ হয়েছে iphone ১৫। যা কেনার জন্য উপচে পড়া ভিড় দেখা গেছে দেশের প্রথম অ্যাপল স্টোর মুম্বাই বিকেসিতে।
অপরদিকে দেশীয় সংস্থা টাটার সাথেও বন্ধুত্ব গড়েছে অ্যাপল। আইফোন লঞ্চের পর বর্তমানে শুরু হয়েছে আইফোন ১৬ তৈরির প্রস্তুতি পর্ব। যে মডেলই থাকবে ১৫-এর তুলনায় অত্যাধুনিক ফিচার্স। তবে আইফোনের এই ১৬ মডেল উৎপাদন হবে কিনা তা নিয়ে স্পষ্ট নয়। পাশাপাশি অ্যাপলের অন্যান্য ডিভাইস তৈরির বিষয়ও স্পষ্ট করে কিছু বলেনি টিম কুক।