নিজস্ব প্রতিবেদন : গরমের এক সুপার-ডুপার স্পেল শেষ হওয়ার পর মাঝে দিন কয়েক স্বস্তি মেলে বাংলার দক্ষিণবঙ্গের (South Bengal) বাসিন্দাদের। তবে যেভাবে এপ্রিল মাসের ১৫ তারিখ থেকে লম্বা ইনিংস চালিয়েছিল গরম, সেই জায়গায় স্বস্তি বেশিদিন টেকসই হয়নি। ফের গরম বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে আর তার সঙ্গেই বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে এসবের মধ্যেই এবার বর্ষা (Monsoon) নিয়ে মিলল একটি সুখবর।
সবকিছু স্বাভাবিক থাকলে প্রতিবছরই জুন মাসের ১ তারিখ নাগাদ কেরলে বর্ষার আগমন ঘটে যায়। তবে কোন কোন বছর দিন ৭-১০ দিন পর্যন্ত কেরলে মৌসুমী বায়ুর আগমন ঘটতে দেরি হয়। যেমন গত বছরই কেরলে ৭ জুন মৌসুমী বায়ু প্রবেশ করেছিল। এরপর ধীরে ধীরে সেই মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল।
তবে এই বছর যা জানা যাচ্ছে তাতে জুন মাস নয়, বরং মে মাসেই মৌসুমী বায়ুর প্রবেশ হয়ে যাবে দেশে। মে মাসের মাঝামাঝি সময় ভারতে বর্ষার আগমন ঘটে যাবে বলেই হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হচ্ছে। মৌসম ভবনের এই সুখবর যদি বাস্তবায়িত হয় তাহলে আগামী সপ্তাহেই দেশে বর্ষার আগমন হয়ে যাবে। মৌসম ভবন সূত্রে জানা যাচ্ছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর প্রবেশ হচ্ছে। এক্ষেত্রে ১৯ মে নাগাদ দেশে বর্ষা ঢুকে যাবে এমনটাই আশা করা হচ্ছে।
আরও পড়ুন ? Weather Update: নামমাত্র না ঝেঁপে! এবার কেমন হবে বর্ষা, জানিয়ে দিল হাওয়া অফিস
১৯ মে অর্থাৎ সময়ের অনেকটা আগেই দেশে বর্ষার আগমনের পর ধীরে ধীরে তা কেরল এবং দেশের অন্যান্য জায়গার পাশাপাশি পশ্চিমবঙ্গেও প্রবেশ ঘটবে। তবে বর্ষা নিয়ে এমন সুখবর মিললেও এখনই পশ্চিমবঙ্গের বাসিন্দাদের স্বস্তি নেই বলেও হাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকেই ধীরে ধীরে দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ, আর এরই সঙ্গে সঙ্গে জলীয়বাষ্পের কারণে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত পুনরায় তাপপ্রবাহ ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। তবে তাপপ্রবাহ ফেরার সম্ভাবনা না থাকলেও গরম কিন্তু বাড়বে। সকাল থেকেই ভালোভাবেই গরম টের পেতে শুরু করবে আর সূর্যের তাপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে গরমের মাত্রা অসহ্য হয়ে দাঁড়াবে। বুধবার থেকে গরম বৃদ্ধির পাশাপাশি আবহাওয়া ধীরে ধীরে শুষ্ক হবে বলেও জানানো হয়েছে।