New Vande Bharat Trains: একসঙ্গে আসছে ১৯টি বন্দে ভারত, কপাল খুলবে ৪ রাজ্যের, কপাল খুলবে বাংলারও

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত ১০ বছরে ভারতীয় রেল (Indian Railways) যেভাবে উন্নয়নের মুখ দেখেছে তা এর আগে কখনো দেখেনি। এমনটা শুধু কেন্দ্র সরকার দাবি করছে না, পাশাপাশি এই উন্নয়নের খতিয়ান বারবার প্রমাণ করছে পরিসংখ্যান। গত ১০ বছরে ব্রিটিশ আমলের বহু শৃংখল ত্যাগ করে ভারতীয় রেল এখন দেশীয় প্রযুক্তির হওয়ায় আবদ্ধ হয়ে ছুটতে শুরু করেছে।

Advertisements

ভারতীয় রেলের এমন উন্নয়নের সঙ্গে সঙ্গী হয়ে এখন ভারতীয় নাগরিকরা পেয়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনের মতো দেশীয় প্রযুক্তির প্রথম সেমি হাই স্পিড ট্রেন। তবে এখানেই শেষ নয়, এর পাশাপাশি খুব তাড়াতাড়ি আসতে চলেছে বন্দে ভারত স্লিপার এবং বন্দে ভারত মেট্রো। আর এই বন্দে ভারত মেট্রো ট্রেন নিয়েই এবার বিশাল বড় আপডেট পাওয়া গেল।

Advertisements

সর্বভারতীয় এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভারতীয় রেল খুব তাড়াতাড়ি ১৯টি বন্দে ভারত মেট্রো চালানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। বর্তমানে যেখানে দেশে ৫০টি বন্দে ভারত এক্সপ্রেস এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে চলেছে, সেই জায়গায় সংযোজন হতে চলেছে ১৯টি বন্দে ভারত মেট্রো (Vande Bharat Metro)। আর এই সকল বন্দে ভারত মেট্রো ট্রেন চালু হলে বন্দে ভারতের (New Vande Bharat Trains) সিরিজ নিয়ে ভারতীয় রেল আরও ঐতিহ্যমন্ডিত হয়ে দাঁড়াবে।

Advertisements

আরও পড়ুন ? Namo Bharat Train Update: অনেক হলো বন্দে ভারত, এবার পালা নমো ভারতের! নতুন আপডেটে জানা গেল পরিষেবা শুরুর দিন

সূত্র মারফত জানা যাচ্ছে, দক্ষিণ-পূর্ব রেলওয়ে খুব তাড়াতাড়ি ওই ১৯টি বন্দে ভারত মেট্রো চালানোর বন্দোবস্ত করতে চলেছে। রেলের তরফ থেকে বিভিন্ন রুটে সার্ভে করে জনপ্রিয় এবং চাহিদা পূর্ণ ১৯টি রুট বেছে নেওয়া হয়েছে। যে ১৯টি রুট পড়বে ঝাড়খন্ড, বিহার, বাংলা এবং উড়িষ্যার মতো রাজ্যে। শুধু তাই নয়, এর পাশাপাশি কোন কোন রুটে এই সকল ট্রেন চলাচল করতে পারে তারও একটি সম্ভাব্য তালিকা সামনে এসেছে।

সম্ভাব্য তালিকা অনুযায়ী এই সকল বন্দে ভারত মেট্রো ট্রেনগুলি যাতায়াত করতে পারে টাটানগর-গয়া-টাটানগর, হাওড়া-ধানবাদ-হাওড়া, আসানসোল এবং খড়গপুর থেকে দীঘা ইত্যাদি। এছাড়াও অন্যান্য যে সকল স্টেশন থেকে বন্দে ভারত মেট্রো চালানো হতে পারে বলে সম্ভাব্য নাম শোনা যাচ্ছে সেগুলি হল, রাঁচি, বোকারো, রাউরকেল্লা, তরী, বালেশ্বর ইত্যাদি। যদিও রেলের তরফ থেকে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে এই সকল রুট অথবা ট্রেনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।

Advertisements