A major change has been brought in KYC Rules of Mutual Fund: কেওয়াইসি জনিত সমস্যার কারণে, সমস্যায় পড়েছে প্রায় ১.৫ কোটি মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট। অ্যাকাউন্টগুলি থেকে কোনো রকম টাকা তোলা বা রাখা কিছুই করা যাচ্ছে না। লেনদেন প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। কিন্তু হঠাৎ করে কেন এই সমস্যার সম্মুখীন হল অ্যাকাউন্ট হোল্ডাররা? কারণ হিসেবে জানা গেছে, অ্যাকাউন্টগুলিতে সঠিক পদ্ধতি অবলম্বন করে কেওয়াইসি (Mutual Fund KYC Rules) করা হয়নি। তাই জন্য অটকে গেছে প্রায় ১.৫ কোটি অ্যাকাউন্ট। বর্তমানে এই অ্যাকাউন্টগুলিকে অন হোল্ড স্ট্যাটাসে রেখে দেওয়া হয়েছে ।
২০২৪-২৫ অর্থবর্ষে কেওয়াইসির নতুন নিয়ম (Mutual Fund KYC Rules) চালু করা হয়েছে। ২০২৪ থেকে এই নিয়ম লাগু হয়েছে সব ক্ষেত্রে। কেওয়াইসির ওপর নির্ভর করে ৩ টি ভাগে ভাগ করা হয়েছে অ্যাকাউন্ট গুলিকে। ভেরিফায়েড, ভ্যালিডেটেড এবং অন হোল্ড। ভেরিফাইড, ভ্যালিডেটেড ও অল হোল্ড কেওয়াইসি বলতে ঠিক কি বোঝানো হয়? অন হোল্ডে থাকা অ্যাকাউন্টগুলি কিভাবে সমস্যা মুক্ত হবে? কিভাবে আবার স্বাভাবিক নিয়মে লেনদেন শুরু করা যাবে? সব প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে দেওয়া হল আজকের প্রতিবেদনে।
তথ্যসূত্রে জানা গেছে, যে সমস্ত অ্যাকাউন্টগুলির কেওয়াইসি ভেরিফাইড বা অন হোল্ড স্ট্যাটাসে রয়েছে, তাদের পুনরায় নতুন করে কেওয়াইসি (Mutual Fund KYC Rules) আপডেট করাতে হবে। কিন্তু যাদের অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেটেড দেখাচ্ছে তাদের আর নতুন করে কেওয়াইসি করার কোন প্রয়োজন নেই। তাদের অ্যাকাউন্ট একেবারেই স্বাভাবিক ও সুরক্ষিত রয়েছে। সমস্ত রকম লেনদেন স্বাভাবিক নিয়মেই করতে পারবে অ্যাকাউন্ট হোল্ডাররা। কেওয়াইসি সংক্রান্ত কোনো সমস্যায় পড়তে হবে না গ্রাহকদের।
ভেরিফাইড স্ট্যাটাস যুক্ত অ্যাকাউন্টগুলিতে নতুন কোন বিনিয়োগ করতে গেলে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। সে ক্ষেত্রে প্যান কার্ড ও আধার কার্ডের তথ্য নতুন করে জমা করতে হবে অ্যাকাউন্ট হোল্ডারদের। তবে পুরনো বিনিয়োগ গুলির ক্ষেত্রে এর তেমন কোন প্রভাব পড়বে না। যেমন ভাবে এতদিন চলছিল তেমনি চালাতে পারবেন বিনিয়োগকারীরা। যাদের অ্যাকাউন্টের স্ট্যাটাস অন হোল্ড পজিশনে রয়েছে, তারাই মূলত সমস্যায় পড়েছেন। অ্যাকাউন্ট থেকে কোনরকম লেনদেন করার অনুমতি পাচ্ছেন না তাঁরা।
অন হোল্ড স্টেটাসে পড়ে থাকা অ্যাকাউন্টগুলিতে পুনরায় নতুন করে সম্পূর্ণ কেওয়াইসি (Mutual Fund KYC Rules) করাতে হবে। যতক্ষণ না কেওয়াইসির প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ পুরনো বিনিয়োগের অর্থ ব্যবহার করতে পারবেন না বিনিয়োগকারী। এই ধরনের অ্যাকাউন্ট হোল্ডারদের যত তাড়াতাড়ি সম্ভব কেওয়াইসি ক্লিয়ার করার কথা জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। নিকটস্থ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে আধার কার্ড ও প্যান কার্ডের তথ্য দ্বারা কেওয়াইসি ক্লিয়ার করাতে পারেন গ্রাহকরা। এছাড়া সরাসরি মিউচুয়াল ফান্ডের সংস্থা বা ব্যাংকের সাথে যোগাযোগ করেও এই সমস্যা সমাধান করা যেতে পারে।