Multibagger Defence Stock: ৩ বছরে লাভ দিয়েছে ১১৪৩%! বিনিয়োগকারীদের মালামাল করছে এই মাল্টিব্যাগার স্টক

Antara Nag

Published on:

Advertisements

This multibagger stock is making investors happy with 1143% profit in 3 years: শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করে রাতারাতি বড়লোক হয়েছেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। সেই রকমই শেয়ার মার্কেটে করা বিনিয়োগ নিয়ে সম্প্রতি সুখবর পেতে চলেছে তার বিনিয়োগকারীরা। প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী সংস্থার স্টক মাল্টিব্যাগার (Multibagger Defence Stock) হয়ে বাম্পার রিটার্ন দিচ্ছে। পাশাপাশি এই কোম্পানিটি যুক্ত হল মহাকাশ গবেষণার বিভিন্ন সামগ্রী তৈরির সঙ্গেও। বিশেষজ্ঞরা অবশ্য দাবি করেছে যে, সম্প্রতি ভারত তার প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে এবং যারফলে আগামীদিনে আরও বেশি করে লাভবান হতে চলেছে ট্রেডাররা।

Advertisements

যে কোম্পানিটির স্টক সম্প্রতি শেয়ার মার্কেটে রীতিমত আলোড়ন ফেলে দিয়েছে সেটি হল জেন টেকনোলজিস লিমিটেড (Multibagger Defence Stock)। এই শেয়ারের থেকে অধিক মাত্রায় লাভবান হয়েছে বিনিয়োগকারীরা। এই শেয়ারটি বিনিয়োগকারীদের মাত্র ৩ বছরে রিটার্ন দিয়েছে ১১৪৩ শতাংশ। ২০২১ সালের ৭ই মে যখন বাজার বন্ধ ছিল সেই সময়ে স্টকটির দাম ছিল মাত্র ৭৪.২৫ টাকা। সম্প্রতি অবশ্য বম্বে স্টক এক্সচেঞ্জে এটির দাম হয়েছে ৯১৭ টাকা।

Advertisements

আরও পড়ুন ? Tata Motors Stocks: বিনিয়োগ না করে অনেকে পস্তাচ্ছেন! TATA-দের এই শেয়ার একবছরেই দিয়েছে ডবল রিটার্ন

২০২৪ সালের ২ মে জেন টেকনোলজিসের শেয়ারের (Multibagger Defence Stock) গ্রাফ অনেকটাই উচ্চতায় উঠেছিল। সেই দিন এই স্টকটির দাম ছিল প্রায় ১১৩০ টাকা। পরে অবশ্য এই শেয়ারের দাম পড়ে যায় প্রায় ১৯ শতাংশ। ছোট ক্যাপ সূচকে কোম্পানির বেঞ্চমার্কের গ্রাফ বেড়েছে প্রায় ১০১ শতাংশ। সেনসেক্সের বৃদ্ধিতে এই শেয়ারটি বৃদ্ধি পেয়েছে প্রায় ৪৭ শতাংশ। এই শেয়ারটি আপার সার্কিটে গিয়ে থেমেছে এবং শেষ সেশনে শেয়ারটি বন্ধ হয়েছিল ৮৮৯.২৫ টাকায়। তবে বাজার খোলার পর এই শেয়ারের দাম দিয়ে দাঁড়ায় ৯৩৩.৭০ টাকা।

Advertisements

যেহেতু জেন টেকনোলজিসের শেয়ার হলো একটি মাল্টিব্যাগার (Multibagger Defence Stock) সেই কারণে বম্বে স্টক এক্সচেঞ্জে প্রতিরক্ষা সংস্থাটির মার্কেট ক্যাপ বেড়েছে ৭৮৪৭ কোটি টাকা। এই কোম্পানির স্টকটি কেনাবেচা হয়েছে প্রায় 9,694টি। যার আনুমানিক বাজারমূল্য হলো ৮৮.৯৩ লাখ টাকা।

এই প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী সংস্থাটির শেয়ারের গ্রাফ বেড়েছে বর্তমানে ঊর্ধ্বমুখী যা প্রায় ১৯৮ শতাংশ। চলতি বছর থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করছে জেন টেকনোলজিসের স্টক। এই বছর এই কোম্পানির স্টক বৃদ্ধি পেয়েছে প্রায় ১৬ শতাংশ। গত বছর এই সংস্থাটির শেয়ারের দাম ছিল ৫৩ সপ্তাহের মধ্যে ছিল সর্বনিম্ন।

Advertisements