Murutbaha Eco Park: ঠিক যেন একটুকরো মেঘালয়! বাঁকুড়ায় পাহাড়ের কোলে ভিড় বাড়ছে এই পার্কে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Visit the Murutbaha Eco Park at the foot of the hill in Bankura to relax your mind: নিম্ন চাপের প্রভাবে গরমের দাপট অনেকটাই কমেছে। আবহাওয়া এখন অনেক ঠান্ডা। বাঁকুড়ার পাহাড়ি এলাকায় ঘুরতে যাওয়ার জন্য এই সময় একেবারে উপযুক্ত। প্রাকৃতিক শোভা উপভোগ করার জন্য বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে পর্যটকদের ভিড় সারা বছরই লেগে থাকে। বর্তমানে প্রাকৃতিক শোভার সাথে যুক্ত হয়েছে অ্যাডভেঞ্চার মূলক বিনোদনের ব্যবস্থাও। এছাড়া বাঁকুড়া, বিষ্ণুপুরের মন্দির, শিল্পকলা সবকিছুই পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। বছরের যেকোনো সময় ছোটখাটো ভ্রমণের উদ্দেশ্যে অনেকেই বেছে নেন বাঁকুড়া জেলাকে।

Advertisements

চলতি সময়ে আবহাওয়া নিমন্ত্রণের মধ্যেই থাকবে বলে জানা গেছে। তাই সপ্তাহের শেষে ১-২ দিনের জন্য বাঁকুড়ার বিভিন্ন এলাকা থেকে ঘুরে আসাই যায়। বাঁকুড়ার ভারত বোনাগ্রাম, শিউলি বোনাগ্রাম বা শুশুনিয়ার পাহাড়ি এলাকা ঘুরে দেখে আসতে পারেন। নতুন সংযোজন হিসেবে শুশুনিয়া পাহাড়ের কোলে গড়ে উঠেছে মরুতবাহ ইকো পার্ক (Murutbaha Eco Park)। এই পার্কে রয়েছে অ্যাডভেঞ্চার মূলক ক্রিয়াকলাপের সুযোগ। ছোট বড় সবার জন্য বিনোদনমূলক নানা ব্যবস্থা রয়েছে এই পার্কে।

Advertisements

মূল বাঁকুড়া জেলা থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত মরুতবাহ ইকোপার্ক (Murutbaha Eco Park)। ইকো পার্কটির প্রধান আকর্ষণ হল পার্কের গা ঘেসে উঠে যাওয়া শুশুনিয়া পাহাড় এবং প্রাকৃতিক শোভা। এছাড়াও এই পার্কে ছোটদের বিনোদনের জন্য অন্যান্য পার্কের মতো দোলনা, স্লিপের সুবিধা ছাড়াও ঘোড়ায় চড়ার সুযোগ রয়েছে। এছাড়া রয়েছে রক ক্লাইম্বিং এর মত অ্যাডভেঞ্চার স্পোর্টস এর সুযোগ। মনমুগ্ধকর প্রাকৃতিক শোভা আপনাকে বাঁকুড়াতে বসে মেঘালয়ের অনুভূতি এনে দিতে পারে।

Advertisements

আরও পড়ুন ? Tourist Destination: হাতে সময় কম! একদিনের দিনের জন্য ঘুরে আসতে বেছে নিন হাতের কাছেই থাকা এই স্পট

এছাড়া ইকো পার্কের মধ্যেই রয়েছে মরুতবাহ রিসোর্ট (Murutbaha Eco Park)। বাঁকুড়া জেলার স্বল্প মূল্যের রিসোর্ট গুলির মধ্যে অন্যতম মুরুতবাহ রিসোর্ট। সুইমিং পুল, আউটডোর পুল, বার ইত্যাদি সুযোগ-সুবিধা পাওয়া যাবে এই রিসোর্টে। এছাড়া এখানকার খাবারের মেনু আপনাকে আকর্ষিত করবেই। চাইলেই বারে বসে বিশ্রাম নিতে পারেন পর্যটকরা। পরিবারসহ থাকার জন্য পরিবেশ বান্ধব রুমের ব্যবস্থাও রয়েছে। শিতোতাপ নিয়ন্ত্রিত রুমগুলিতে কম্প্লিমেন্টারি হিসেবে রয়েছে হাই স্পিড ওয়াইফাই অ্যাক্সেস, মিনি বার, ফ্ল্যাট স্ক্রিন টিভি, চা ও কফি বানানোর সুযোগ সুবিধা।

মরুতবাহ ইকো রিসোর্টে (Murutbaha Eco Park) বুকিং এর সময় রিজার্ভেশন কনফার্ম করতে ১০০ শতাংশ পেমেন্ট করা বাধ্যতামূলক। এরপর বুকিং ক্যানসেল হলে অর্থ ফেরত পাওয়া যেতে পারে। তবে পরিচয় পত্রের অভাবে যদি চেকিং করতে না পারেন তাহলে সেক্ষেত্রে কোন অর্থ রিফান্ড করা হবে না। যদি বুকিং বাতিল করতে চান তাহলে কিছু চার্জ কাটা হবে কর্তৃপক্ষের তরফ থেকে। ৩০ দিন আগে বাতিল করলে ৫ শতাংশ, ২৫ দিন আগে বাতিল করলে ৫০ শতাংশ, ১৪ দিন আগে বাতিল করলে ৭৫% এবং ৬ দিন আগে বাতিল করলে ১০০ শতাংশই অর্থ কেটে নেওয়া হবে। এই রিসোর্টে কোনরকম পশ্য প্রাণী নিয়ে প্রবেশের অনুমতি নেই।

Advertisements