নিজস্ব প্রতিবেদন : টানা ২০ দিন তাপপ্রবাহ চলার পর তা থেকে মুক্তি মিললেও এবার আরেক অসহ্য পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal)। এবার যে পরিস্থিতি তৈরি হয়েছে তার তাপপ্রবাহের থেকেও অসহ্য। মূলত গত দিন তিনেক ধরে আদ্রতা জনিত অস্বস্তিতে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। আর এই পরিস্থিতি থেকে কবে মুক্তি পাওয়া যাবে তা তা নিয়েই এখন সূলুক সন্ধান চলছে বাসিন্দাদের। আর সেই বিষয়েই জানাল হওয়া অফিস (Weather Forecast South Bengal)।
মূলত গত কয়েক দিন ধরে ফের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সাগর থেকে জলীয়বাষ্প ঢোকার ফলে আদ্রতাজনিত অস্বস্তি তৈরি হয়েছে। এমন পরিস্থিতি থেকে মুক্তির বিষয়ে হাওয়া অফিসের তরফ থেকে যা জানানো হয়েছে তাতে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের আরও একটা দিন কষ্ট করতে হবে। তারপরই এমন পরিস্থিতি থেকে মুক্তির পূর্বাভাস রয়েছে।
শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলা মেঘে ঢাকা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। তবে রবিবার থেকে আবহাওয়ায় বদল আসবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। রবিবার দক্ষিণবঙ্গের ১১ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যে সকল জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সকল জেলাগুলি হল মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম।
আরও পড়ুন ? Bus Fare: বাসের ভাড়ায় যাত্রী ঠকানোর দিন শেষ! এবার নয়া নির্দেশিকা পরিবহন দপ্তরের
রবিবারের পর সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বৃষ্টির পরিমাণ কমলেও সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আর এই বৃষ্টির সঙ্গে সঙ্গেই স্বস্তি নেমে আসতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে আবার এরই মধ্যে তাপপ্রবাহ, উষ্ণ, আদ্র পরিস্থিতি নিয়েও পূর্বাভাস রয়েছে।
শনিবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের তাপ প্রবাহের সর্তকতা রয়েছে। বাকি বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলায় উষ্ণ ও আর্দ্র পরিস্থিতি থাকবে। সোমবার পর্যন্ত এমন পরিস্থিতি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজায় থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলেও জানানো হয়েছে।