Four Monsoon Travel Destinations: সামনেই বর্ষা, ঘুরতে যেতে মন চাইলে পাহাড় থেকে সমুদ্র রইল ৪ ঠিকানা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Visit these Four Travel Destinations from the mountains to the sea during the monsoon season: জৈষ্ঠ্যের ভরা গরমের মধ্যেই বর্ষাকালে কোথায় ঘুরতে যাওয়া যায় তা নিয়ে পরিকল্পনা করতে শুরু করেছেন ভ্রমণ পিপাসুরা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে বিভিন্ন গ্রুপে চলছে পরামর্শ আদান প্রদান। কোথায় ঘুরতে যাওয়া ভালো হবে? কোথায় ঘুরতে গেলে কোন হোটেলে থাকা সুবিধা জনক? যানবাহন সংক্রান্ত খোঁজখবর ইত্যাদি সবকিছু নিয়েই জোর কদমে আলোচনা শুরু হয়েছে। বর্ষায় পাহাড় দেখার ইচ্ছা থাকে অনেকের। কিন্তু বড় কোন ধস বা ওই জাতীয় প্রাকৃতিক দুর্যোগের ভয়ও পাচ্ছেন অনেকে। তাই প্রাকৃতিক দুর্যোগ এড়াতে পাহাড়ের বদলে সমুদ্রের ধারে ঘুরতে যাওয়ারও ইচ্ছে আছে অনেকেরই। বর্ষায় ঘুরতে যাওয়ার জন্য ৪ টী উপযুক্ত জায়গার (Four Monsoon Travel Destinations) হদিশ রইল আজকের প্রতিবেদনে।

Advertisements
1. ডুয়ার্স

ডুয়ার্সের মূর্তি নদী বর্ষাকালে ঘুরতে যাবার জন্য একদম উপযুক্ত জায়গা (Four Monsoon Travel Destination)। মূর্তি নদী ও তাকে কেন্দ্র করে গড়ে ওঠা পর্যটন কেন্দ্র মূর্তি গ্রাম। এমনিতে সারা বছর এই নদীতে জল থাকে না কিন্তু বর্ষায় জলের পরিমাণ একটু বেড়ে যায়। নদীর ধারে বসে ডুয়ার্সের সৌন্দর্য উপভোগ করার অভিজ্ঞতা আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে। মূর্তি ছাড়াও ঘুরে দেখতে পারবেন ঝালং, মংপং ইয়েল বাং, সামসিং, গীতখোলা ইত্যাদি জায়গাগুলি। জায়গা মূর্তির পাশেই রয়েছে গরু মারা জাতীয় উদ্যান। কিন্তু বর্ষাকালে সেখানে জঙ্গল সাফারি বন্ধ থাকে।

Advertisements
2. পূর্বঘাট পর্বতমালা

বর্ষার ভ্রমণটা যদি ভিন রাজ্যে হয় তাহলেও খুব একটা মন্দ হয় না । উড়িষ্যাতে পূর্বঘাট পর্বত মেলার কোলে ঘুরে আসতে পারেন বিভিন্ন জায়গা থেকে। বর্ষায় ঘুরতে যাওয়ার জন্য উপযুক্ত দারিংবাড়ি এলাকা (Four Monsoon Travel Destination)। এই এলাকা কে উড়িষ্যার কাশ্মীর বলে চিহ্নিত করা হয়। এছাড়াও পূর্বঘাট পর্বতমালার কোলে অবস্থিত তপ্তপানি কিংবা কেওনঝড়ের মত জায়গা থেকেও বর্ষায় ঘুরে আসা যায়।

Advertisements

আরও পড়ুন ? Murutbaha Eco Park: ঠিক যেন একটুকরো মেঘালয়! বাঁকুড়ায় পাহাড়ের কোলে ভিড় বাড়ছে এই পার্কে

3. সমুদ্র

সমুদ্র শুনলেই দিঘা পুরীর কথা মনে পড়ে যায় তাই তো? না এবার আর দিঘাপুরি নয়, এইবার বর্ষায় ঘুরে আসতে পারেন নিরিবিলি কয়েকটি সমুদ্র সৈকত থেকে (Four Monsoon Travel Destination)। গঞ্জাম এলাকার চিলিকায় অবস্থিত ঋষিকুল্লা, তার কিছুদূরেই অবস্থিত আর্যবল্লি সমুদ্র সৈকত। এছাড়া উড়িষ্যার বিখ্যাত কোনার্ক সূর্য মন্দিরের পাশেই রয়েছে চন্দ্রভাগা সমুদ্র সৈকত। বর্ষায় ঘুরে আসার জন্য বেশ ভালো।

4. দক্ষিণবঙ্গ

শুধুমাত্র উত্তরবঙ্গ না, পাহাড় কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গেও (Four Monsoon Travel Destination)। বর্ষাকালে সবুজে ঘেরা শান্ত পরিবেশে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চলে যেতে পারেন পুরুলিয়ায়। সবুজে ঘেরা অরণ্য, কালো মেঘে ঢাকা পাহাড়ের চূড়া আর চারিদিকে ভেজা মাটির গন্ধ। সবমিলিয়ে এক দারুণ অভিজ্ঞতার সাক্ষী থাকবেন আপনি। বেলপাহাড়ি এলাকায় হয়তো অনেকেই ঘুরে দেখে এসেছে কিন্তু এইবার বর্ষায় দেখে আসুন সবুজে ঘেরা ঢাঙিকুসুম এলাকা। পাহারার অরণ্যের অপূর্ব মেলবন্ধন আপনাকে মুগ্ধ করবে।

Advertisements