Prevention of Ganga Pollution: বদলে যাবে গঙ্গার চেহেরা! পুজোর আগেই বড় প্রস্তুতি নিচ্ছে রাজ্য

Prosun Kanti Das

Published on:

Advertisements

West Bengal Government is making big preparations for Prevention of Ganga Pollution Before Durga Puja: পুজোর আগেই চালু হতে পারে গঙ্গাবক্ষে ভ্রমণের নয়া রুট। কিন্তু তার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হল গঙ্গার দূষণ রোধ করা। দূষণের কারণে গঙ্গার বেহাল অবস্থা আজকের কথা নয় কিন্তু বহু চেষ্টা করেও এই দূষণের হাত থেকে প্রতিকার পাওয়া যায়নি। রাজ্যের পরিববহন দপ্তর এর উদ্যোগে তাই নয়া ব্যবস্থা নেওয়ার (Prevention of Ganga Pollution) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাহাজ ও ভেসেল থেকে বর্জ্য সংগ্রহ করতে আনা হচ্ছে বিশেষ যান। সেই যান জাহাজ বা ভেসেলগুলো থেকে বর্জ্যপদার্থ সংগ্রহ করবে।

Advertisements

সম্প্রতি শহরে রাজ্য পরিবহন দপ্তর (West Bengal Transport Department) একটি জরুরি বৈঠক করেছে এই গঙ্গার দূষণ প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার জন্য (Prevention of Ganga Pollution)। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, রাজ্যের যে জেটিগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা, তীরে বর্জ্য সংগ্রহ কেন্দ্র, বর্জ্য সংগ্রহ ও নিষ্পত্তিরও ব্যবস্থা থাকা দরকার তার ভিত্তিতে একটি তালিকা তৈরি করা। এই ব্যবস্থা নেবে রাজ্যের পরিবহন দপ্তর।

Advertisements

ঘটে যাওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বেসরকারি ভেসেলের মালিকরা। রাজ্যের যে সমস্ত বেসরকারি ভেসেলের মালিক আছেন তারা রাজ্য পরিবহণ দপ্তরের কাছে পর্যটকদের জন্য এই বছরের দুর্গাপুজোতে নতুন রুটে গঙ্গা ভ্রমণের বিশেষ প্যাকেজ শুরু করার অনুরোধ জানিয়েছেন। তারা জানিয়েছেন তারা নয়া রুট চালু করতে চান দক্ষিণেশ্বর-বেলুড়, মায়াপুর-নবদ্বীপ, ফলতা-জিওনখালি রুটে। পর্যটকদের জন্য এহেন উদ্যোগ সত্যি কার্যকরী হতে পারে। এর জন্য গঙ্গার দূষণ প্রতিরোধ (Prevention of Ganga Pollution) করা একান্তই প্রয়োজনীয়।

Advertisements

আরও পড়ুন ? Vessel Service: আরও সহজে গঙ্গার উপর দিয়েই যাওয়া যাবে গন্তব্যে, জলপথে নয়া উদ্যোগ রাজ্যের

রাজ্যের পরিববহণ দপ্তরের সচিব এই প্রস্তাবকে গুরুত্ব দেবেন এবং অবশ্যই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। সব রকম প্রচেষ্টা সফল হলে বেসরকারি উদ্যোগে পুজোর আগেই শুরু হতে পারে গঙ্গা ভ্রমণ। গঙ্গা দূষণের (Prevention of Ganga Pollution) পাশাপাশি বৈঠকে নদীকেন্দ্রিক পর্যটন, সম্ভবনাময় নতুন রুট, টুরিজমে নতুন কর্মসংস্থান, গঙ্গা বক্ষে চলা বিভিন্ন ভুটভুটিগুলোর সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে।

প্রত্যেকদিন ছোট-বড় অসংখ্য জাহাজ গঙ্গা বক্ষে চলাচল করছে। রাজ্য সরকার গঙ্গার জলপথে পর্যটক টানতে অনেক ব্যবস্থাই নিয়েছে। এমনকি সরকারের উদ্যোগে চালু হয়েছে ঘাটে গঙ্গা আরতি। গঙ্গাবক্ষে রেস্তরাঁও চলছে রমরমিয়ে। কিন্তু দূষণের আশঙ্কাই সবথেকে বড় সমস্যার কারণ। তাই দূষণরোধে বিশেষ ব্যবস্থা নিতে চলেছে পরিববহন দপ্তর।

Advertisements